Viral Optical Illusion: গাছের আড়ালে লুকিয়ে মোট ক'টি প্রাণী? ক্ষুরধার বুদ্ধি হলে তবেই মিলবে উত্তর

Last Updated:

Spot Hidden Animals: পাতাবিহীন গাছের এই ছবিতে ভালো করে লক্ষ্য করুন তার শাখা-প্রশাখা এবং কাণ্ড।

Viral Optical Illusion
Viral Optical Illusion
Optical Illusion: অপটিক্যাল ইলিউশন মানেই মস্তিষ্কের পরীক্ষা, ধৈর্য্যের পরীক্ষা। যা চোখে পড়ছে তারও অধিক কোনও কিছুতে খুঁজতে চাওয়ার চেষ্টা মানুষের মনের অন্দরকেও অনেকখানি স্বচ্ছ করে দেয়। লুকানো প্রাণীদের এমন অপটিক্যাল ইলিউশন ছবিগুলি মাথা খারাপ করার জন্য যথেষ্ট, আরও বেশি সংখ্যক প্রাণীর সন্ধানে চোখ আর মাথা দুই ব্যস্ত হয়ে পড়ে। এই ধরনের একটি ভাইরাল অপটিক্যাল ইলিউশন হল নীচের ছবটি। মানুষের মস্তিষ্ক এবং পর্যবেক্ষণ দক্ষতা পরীক্ষার গুরুত্বপূর্ণ উদাহরণ এই ছবি।
আপাতদৃষ্টিতে সাধারণ কালো এবং সাদা গাছের স্কেচ নেটিজেনদের বিভ্রান্ত করেছে। প্রথম নজরে যা গাছের একটি মৌলিক চিত্র বলে মনে হচ্ছে তা বাস্তবে গাছের কাণ্ড এবং শাখার মধ্যে লুকিয়ে থাকা নানান প্রাণীর সংসার।
advertisement
এই হল সেই ভাইরাল অপটিক্যাল ইলিউশন ছবি।
advertisement
Viral Optical Illusion Viral Optical Illusion
আপনি মোট কতগুলি প্রাণী দেখতে পাচ্ছেন এই ছবিতে?
পাতাবিহীন গাছের এই ছবিতে ভালো করে লক্ষ্য করুন তার শাখা-প্রশাখা এবং কাণ্ড। গাছের শাখা প্রশাখার বাঁক ধরে খুঁজতে থাকুন, দেখবেন লুকিয়ে আছে বিভিন্ন জন্তু।
উত্তর সহ অপটিক্যাল ইলিউশন ছবিটি দেখে নিন এবার।
advertisement
ভাইরাল হওয়া এই অপটিক্যাল ইলিউশনে মোট আটটি প্রাণী লুকনো রয়েছে। তিনটি খুঁজে পাবেন ছবিটির বাঁ পাশে, দু’টি প্রাণী রয়েছে ঠিক মাঝখানে এবং তিনটি ডান পাশে।
আপনি কতগুলো প্রাণী খুঁজে পেয়েছেন এই ছবিতে? এই অপটিক্যাল ইলিউশনটি নির্দ্বিধায় আকর্ষণীয়, তাই আপনার বন্ধু বা পরিবারের মানুষের সঙ্গেও ভাগ করে নিতে পারেন এই ছবি। দেখুন তো তারা কতগুলি প্রাণী খুঁজে পান৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: গাছের আড়ালে লুকিয়ে মোট ক'টি প্রাণী? ক্ষুরধার বুদ্ধি হলে তবেই মিলবে উত্তর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement