Viral Optical Illusion Make Up: বেশিক্ষণ তাকালেই ঘুরবে মাথা! বলুন তো ভাইরাল ছবিতে আসল চোখ, কান, ঠোঁট কোনগুলো?

Last Updated:

Viral 3D Make Up Illusion: বলুন দেখি, সত্যিকারের চোখ, নাক এবং ঠোঁট আসলে কোনগুলি?

Viral Optical Illusion
Viral Optical Illusion
Optical Illusion Faces: অপটিক্যাল ইলিউশন নিয়ে নানান খেলা সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রেন্ডিং। মানুষ এই ধরনের ছবি দেখে শুধু আনন্দই পান না, এই জাতীয় ছবি মানুষের ভেতরে লুকিয়ে থাকা নানা দিককে সহজে চিনতে সাহায্য করে। অপটিক্যাল ইলিউশন দিয়ে যখন কোনও শিল্প গড়ে ওঠে তখন তার ফলাফল দাঁড়ায় অসাধারণ। শিল্প এবং অপটিক্যাল ইলিউশনের এমনই একটি মিশ্রণ ইন্টারনেটে ঝড় তুলেছে।
ভ্যাঙ্কুভারের মেকআপ শিল্পী, মিমি চোই নিজের মুখে এক উদ্ভট অপটিক্যাল ইলিউশন তৈরি করেছেন যাতে হতবাক নেটিজেনরা। শিল্পী হিসেবে নিজের মুখকে ক্যানভাস রূপে ব্যবহার করার জন্য সুপরিচিত মিমি। তবে তাঁর মেকআপের এই সৃজনশীল বিভ্রম সবকিছুকে ছাপিয়ে গিয়েছে।
advertisement
এই অপটিক্যাল ইলিউশনে তাঁর মুখে আঁকা একাধিক চোখ, ঠোঁট, কান এবং নাক। বলুন দেখি, সত্যিকারের চোখ, নাক এবং ঠোঁট আসলে কোনগুলি? পারছেন না তো? চিন্তা করবেন না, আপনি একা নন। ছবিটি হাজার হাজার মানুষকে এমনই স্তম্ভিত করেছে।
advertisement
এই হল তাঁর পোস্ট!
advertisement
“এটা মেকআপ। বিশ্বাস করুন আমারই মাথা ঘুরে গেছে৷ ২০১৫-২০১৬ সালে আমার করা পুরনো অপটিক্যাল ইলিউশনগুলো আবার তৈরি করতে চেয়েছিলাম এটা দেখতে যে আমার কাজের কতটা বিবর্তন হয়েছে,” ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছেন মিমি চোই৷
advertisement
আরেকটি ইনস্টাগ্রাম পোস্টে, দেখে মনে হবে ঠোঁটের উপর লিপস্টিক লাগাচ্ছেন মিমি। আসলে ঠোঁট নয়, মিমির বন্ধ চোখের পাতা।
advertisement
মিমি চোইয়ের বেশিরভাগ মাস্টারপিসই রাতের ঘুম কেড়ে নেবে। অপটিক্যাল ইলিউশনকে শিল্পে রূপান্ততির করতে তাঁর স্বতন্ত্র শৈল্পিক দক্ষতা ব্যবহার করেন মিমি।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion Make Up: বেশিক্ষণ তাকালেই ঘুরবে মাথা! বলুন তো ভাইরাল ছবিতে আসল চোখ, কান, ঠোঁট কোনগুলো?
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement