Smell of Books: বইয়ের গন্ধ শুঁকতে ভালোবাসেন! ইংরেজিতে আপনার এই অভ্যাসকে কী বলে জানেন?
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
World Book Day 2022: ই-বুক রিডারদের বিবিলিওসমিয়ার অনুভূতি পাওয়াতে বইয়ের গন্ধযুক্ত অ্যারোসল স্প্রে এবং মোমবাতি বাজারে সহজলভ্য।
advertisement
বইয়ের গন্ধ কেন এত নেশার? বইয়ের গন্ধ আসলে কাগজের মধ্যে যৌগগুলির রাসায়নিক ভাঙ্গনের কারণে ঘটে। আমরা যে গন্ধ পাই তা আসলে বইটির ধীরগতির মৃত্যুর ঘ্রাণ। তাই বইটি যত পুরানো হবে তত ভাল গন্ধ বেরোবে। কাগজে সেলুলোজ এবং লিগনিন রয়েছে (সুগন্ধযুক্ত অ্যালকোহলের পলিমার যা পুরনো বইয়ের পাতা হলুদ হয়ে যাওয়ার জন্যও দায়ী), পুরনো বইগুলিতে বেনজালডিহাইড, ভ্যানিলিন, ইথাইল হেক্সানোল, টলুইন এবং ইথাইল বেনজিন সহ আরও কিছু রাসায়নিক রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement