Viral Offbeat News: যে পাঁচতারা হোটেলে পাহারাদার ছিলেন বাবা, সেখানেই তাঁকে ও মাকে ডিনারে ভূরিভোজ করালেন সফল ছেলে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral Offbeat News:আরিয়ান বলেছেন যে তিনি তাঁর বাবা-মাকে দিল্লির আইটিসি হোটেলে রাতের খাবারের জন্য নিয়ে গিয়েছিলেন৷ এটা সেই একই হোটেলে, যেখানে তাঁর বাবা পাঁচ বছর প্রহরী হিসেবে কাজ করেছেন।
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে নেটিজেনদের হৃদয় জিতলেন আরিয়ান মিশ্র৷ এক্স প্ল্যাটফর্মে (পূর্বে ট্যুইটার) তাঁর সর্বশেষ পোস্ট এখন ভাইরাল। আরিয়ান যিনি নিজেকে একজন অপেশাদার জ্যোতির্বিজ্ঞানী হিসাবে বর্ণনা করেছেন৷ অশোকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্র, সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিবারের একটি ছবি শেয়ার করেছেন৷ সেখানে তিনি এবং তাঁর বাবা-মাকে দেখা যাচ্ছে৷ আরিয়ান বলেছেন যে তিনি তাঁর বাবা-মাকে দিল্লির আইটিসি হোটেলে রাতের খাবারের জন্য নিয়ে গিয়েছিলেন৷ এটা সেই একই হোটেলে, যেখানে তাঁর বাবা পাঁচ বছর প্রহরী হিসেবে কাজ করেছেন।
পোস্টে তিনি লিখেছেন, “আমার বাবা ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত নয়াদিল্লিতে আইটিসি-তে একজন পাহারাদার ছিলেন; আজ আমি তাঁকে রাতের খাবারের জন্য একই জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি।” ক্যাপশনের সাথে বাবা, মা এবং ছেলের একটি সুন্দর সেট টেবিলে খাবার ভাগ করে নেওয়ার একটি মন ছুঁয়ে যাওয়া ছবি ছিল। আরিয়ানের এই পোস্ট দ্রুত ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়৷
advertisement
My father was a watchman at ITC in New Delhi from 1995-2000; today I had the opportunity to take him to the same place for dinner 🙂 pic.twitter.com/nsTYzdfLBr
— Aryan Mishra | आर्यन मिश्रा (@desiastronomer) January 23, 2025
advertisement
আরও পড়ুন : উড়ে এল অশ্লীল যৌন-কটূক্তি! বিদেশিনি স্ত্রীকে নিয়ে উদয়পুর বেড়াতে গিয়ে চরম হেনস্থার শিকার জনপ্রিয় ইউটিউবার
প্রসঙ্গত দিল্লির আইকনিক আইটিসি বুখারা তার নান এবং কাবাবের জন্য বিখ্যাত৷ তাছাড়া এই পাঁচতারা হোটেলের স্টেটমেন্ট ডিশ হল ‘বুখারা ডাল’৷ নির্দিষ্ট মশলার পাকে রাতভর ঢিমে আঁচে এই ডাল রাঁধা হয়৷ এহেন নামী হোটেলে বাবা মাকে খাইয়ে নেটিজেনদের বাহবা পাচ্ছেন আরিয়ান৷ ট্যুইটারেত্তিরা সহমত, যে সন্তানকে বড় করার জন্য বাবা মা জীবনের বহু আনন্দ ত্যাগ করেন, সেই সন্তানকে সফল হতে দেখলে আনন্দের সীমা থাকে না৷ বাবা মাকে এভাবে খুশির মুহূর্ত সন্তান উপহার দিলে সেই খুশি বেড়ে যায় অনেক গুণ৷ কমেন্টে বক্সে উচ্ছ্বসিত নেটিজেনরা৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2025 4:12 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Offbeat News: যে পাঁচতারা হোটেলে পাহারাদার ছিলেন বাবা, সেখানেই তাঁকে ও মাকে ডিনারে ভূরিভোজ করালেন সফল ছেলে