Viral: Youtuber Harassed: উড়ে এল অশ্লীল যৌন-কটূক্তি! বিদেশিনি স্ত্রীকে নিয়ে উদয়পুর বেড়াতে গিয়ে চরম হেনস্থার শিকার জনপ্রিয় ইউটিউবার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral: Youtuber Harassed: সেখানে তাঁদের চরম হেনস্থা করা হয়৷ অশ্লীল মন্তব্য, কুমন্তব্য ছুড়ে দেওয়া হয় স্ত্রীর উদ্দেশে৷ উদয়পুরে একটি ভিডিও রেকর্ড করছিলেন মিথিলেশ৷ সে সময় যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয় স্ত্রীর প্রতি৷ তিনি তৎক্ষণাৎ ইভটিজারের দিকে ক্যামেরা ঘুরিয়ে প্রতিবাদ করেন৷
মুম্বই: বিদেশিনি স্ত্রীর সঙ্গে রাজস্থানে বেড়াতে গিয়ে চরম হেনস্থার শিকার ভারতীয় ইউটিউবার৷ তাঁর তিক্ত অভিজ্ঞতা একটি ভিডিওয় শেয়ার করেছেন জনপ্রিয় ইউটিউবার মিথিলেশ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত ‘মিথিলেশ ব্যাকপ্যাকার’ নামে৷ কিছু দিন আগে এই ভ্লগার তাঁর বিদেশিনি স্ত্রীকে নিয়ে উদয়পুর বেড়াতে গিয়েছিলেন৷ অভিযোগ, সেখানে তাঁদের চরম হেনস্থা করা হয়৷ অশ্লীল মন্তব্য, কুমন্তব্য ছুড়ে দেওয়া হয় স্ত্রীর উদ্দেশে৷ উদয়পুরে একটি ভিডিও রেকর্ড করছিলেন মিথিলেশ৷ সে সময় যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয় স্ত্রীর প্রতি৷ তিনি তৎক্ষণাৎ ইভটিজারের দিকে ক্যামেরা ঘুরিয়ে প্রতিবাদ করেন৷ পুলিশে খবর দেওয়ার হুমকি দিতেই হেনস্থাকারীরা অভিযোগ অস্বীকার করেন৷
প্রসঙ্গত চলতি মাসের গোড়ায় ওই ভিডিও শেয়ার করেছিলেন মিথিলেশ৷ দ্রুত ভাইরাল হয়ে সেই ভিডিও৷ নেটিজেনরা সমালোচনা করেন হেনস্থাকারী যুবকদের৷ ভ্লগারের প্রতি তাঁদের পরামর্শ, অবশ্যই পুলিশের কাছে অভিযোগ জানানো দরকার ছিল তাঁর৷ কেন পুলিশের কাছে যাননি, তারও ব্যাখ্যা দিয়েছেন মিথিলেশ৷ বলেছেন তাঁদের সঙ্গে ছিল ২ বছরের শিশুসন্তানও৷ তাই তাঁরা এই নিয়ে কোন জলঘোলা হোক, চাননি৷ উদয়পুরের আগে লাক্ষাদ্বীপ, আন্দামান, দিল্লি, মুম্বই, গোয়া-সহ একাধিক জায়গায় ঘুরেছেন মিথিলেশ৷ তাঁর কথায়, ‘‘আমি পর্যটনকে তুলে ধরি৷ দেখাতে চাই ভারতের পর্যটনকেন্দ্রগুলি কতটা সুন্দর এবং নিরাপদ৷ কিন্তু এ ধরনের ঘটনাগুলি হতাশাজনক৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : ব্লাড সুগার কমাতে সুচ ফোটাতে হবে না শরীরে! পাতার রসেই কুপোকাত ডায়াবেটিস! চিনুন ব্লাড সুগারের যমকে
প্রসঙ্গত মহারাষ্ট্রের ছেলে মিথিলেশ লালচাঁদ যাদব মুম্বইয়ের তোলানি কলেজ থেকে বাণিজ্যে স্নাতক। ২০১৪ সালে কর্মরত ছিলেন ডিএইচএল নামের একটি জার্মান সংস্থায় । রোজগার হত মাসে ১৩ হাজার ৮০০ টাকা। পরে চাকরি ছেড়ে ২০১৬ সালে শুরু করেন নিজস্ব ইউটিউব চ্যানেল। নাম দেন ‘মিথিলেশ ব্যাকপ্যাকার’। বছর তিনেক পরে, ২০১৭ সালে মাত্র ৪,৫০০ টাকা সঙ্গে নিয়ে মালয়েশিয়া ঘুরে ভিডিয়ো করেন মিথিলেশ। সেই ভিডিয়ো ভাইরাল হয়৷ এর পর ইউটিউবার হিসেবে দ্রুত আকাশছোঁয়া জনপ্রিয়তা পান মিথিলেশ। বর্তমানে মিথিলেশের চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা দশ লক্ষের উপর, তিনি ইউটিউব গোল্ডেন বাটনও পেয়েছেন। ২০২২ সালের ৭ এপ্রিল বেলারুশের সুন্দরী লিজাকে বিয়ে করেন মিথিলেশ। তাঁদের একমাত্র সন্তানের নাম আয়ান।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2025 3:59 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: Youtuber Harassed: উড়ে এল অশ্লীল যৌন-কটূক্তি! বিদেশিনি স্ত্রীকে নিয়ে উদয়পুর বেড়াতে গিয়ে চরম হেনস্থার শিকার জনপ্রিয় ইউটিউবার