Viral: Offbeat Job: একটা অন্তত ব্রেক আপ হয়েছে? আধুনিক প্রেমের সব শব্দ জানা আছে? আপনার জন্য অপেক্ষা করছে লোভনীয় চাকরি
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Viral: Offbeat Job:এই চাকরি পেতে গেলে পালন করতে হবে বিশেষ কিছু শর্ত। চাকরির পদের মতো শর্তগুলিও বেশ অভিনব।
তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে এ বার চাওয়া হল ‘ডেটিং অফিসার’। এই মর্মে পোস্ট করল হাইটেক শহরের এক নামী সংস্থা। তারা নিয়োগ করতে চায় চিফ ডেটিং অফিসারকে। Chief Dating Officer বা CDO-পদের নাম দেখেই বোঝা যাচ্ছে তারা এমন একজন বিশেষজ্ঞকে নিয়োগ করতে চান যিনি প্রেম, বিচ্ছেদ-সংক্রান্ত সমস্যা সামলাতে বিশেষ দক্ষ।
সংস্থার বিপণন বা মার্কেটিং বিভাগের তরফে নিমিষা চন্দা তাঁর পোস্টে লিখেছেন, ‘‘আমরা চিফ ডেটিং অফিসার খুঁজছি। আপনি কি সহজেই বন্ধুত্ব করতে পারেন বা প্রেম-পরামর্শ দিতে পারেন? আমরা এমন একজনকে চাইছি যিনি ডেটিং সংস্কৃতিতে ডুবে থাকতে ভালবাসেন। সঙ্গী খুঁজে দেওয়ায় পারদর্শী এমন একজন যিনি ‘ঘোস্টিং’, ‘ব্রেডকাম্বিং’ এবং ‘ডেটিং’ সংক্রান্ত অন্য টার্মের মানে সহজেই ভেদ করতে পারেন। তাহলে, আপনাকেই খুঁজছি আমরা।’’
advertisement
তবে এই চাকরি পেতে গেলে পালন করতে হবে বিশেষ কিছু শর্ত। চাকরির পদের মতো শর্তগুলিও বেশ অভিনব।
advertisement
আবেদনকারীর অন্তত একটা ব্রেক আপ বা প্রেমে বিচ্ছেদ, ২ টো সিচুয়েশনশিপ এবং ৩ টে ডেট-এর অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে আশ্বাসবাণী, রসিদ লাগবে না। কিন্তু ইন্টারভিউয়ে অভিজ্ঞতার গল্প শুনতে চাইবে সংস্থা।
advertisement
ডেটিং সংক্রান্ত সব নতুন শব্দ এবং তার অর্থ ও ব্যবহার জানতে হবে। দরকারে নতুন শব্দ তৈরিও করতে হতে পারে।
Hiring Alert!
We are looking for a Chief Dating Officer.
Are you the go-to friend for dating advice? We’re hiring someone who lives and breathes dating culture.
The self-proclaimed matchmaker who can decode “ghosting,” “breadcrumbing,” and every new dating buzzword in the… pic.twitter.com/yqyJJiCVJy
— Nimisha Chanda (@NimishaChanda) January 29, 2025
advertisement
আরও পড়ুন : এলোপাথাড়ি কোপে পেট থেকে বেরিয়ে আসা অন্ত্র ওড়াল বাতাসে! বিধবা মায়ের প্রেমিককে নৃশংসভাবে খুন ২ ভাইয়ের
অন্তত ২-৩ টে ডেটিং অ্যাপ ব্যবহার করে দেখতে হবে। হাতেকলমে অভিজ্ঞতা বলতে হবে সংস্থাকে। ভাসা ভাসা তথ্য বললে হবে না।
সমাজমাধ্যমে এই পোস্ট দেখে শোরগোল নেটিজেনদের মধ্যে। ইতিমধ্যেই ভাইরাল এই পোস্টে নানারকম মজাদার মন্তব্য এসেছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2025 12:29 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: Offbeat Job: একটা অন্তত ব্রেক আপ হয়েছে? আধুনিক প্রেমের সব শব্দ জানা আছে? আপনার জন্য অপেক্ষা করছে লোভনীয় চাকরি







