Crime News: এলোপাথাড়ি কোপে পেট থেকে বেরিয়ে আসা অন্ত্র ওড়াল বাতাসে! বিধবা মায়ের প্রেমিককে নৃশংসভাবে খুন ২ ভাইয়ের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Crime News: অভিযুক্তদের বক্তব্য, রত্নজীর সঙ্গে এই বিবাহ বহির্ভূত সম্পর্কে অপমানিত ও অসম্মানিত হয়েছেন তাঁদের প্রয়াত বাবা৷
গান্ধিনগর : পৈশাচিক ঘটনার সাক্ষী গুজরাতের গান্ধিনগর৷ অভিযোগ, চলতি সপ্তাহের গোড়ায় এই জেলায় দুই ভাই মিলে নৃশংসভাবে খুন করেছে তাদের মায়ের প্রণয়ীকে৷ নিহতের নাম রত্নজী ঠাকোর (৫৩)৷ অভিযুক্তদের বক্তব্য, রত্নজীর সঙ্গে এই বিবাহ বহির্ভূত সম্পর্কে অপমানিত ও অসম্মানিত হয়েছেন তাঁদের প্রয়াত বাবা৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে গত ২৬ জানুয়ারি প্রকাশ্য দিবালোকে রত্নজীকে আক্রমণ করে দুই অভিযুক্ত৷ পেশায় রাজমিস্ত্রি রত্নজী তখন তাঁর সহকারীদের সঙ্গে একটি বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিলেন৷ সেই সময় লোহার রড এবং ছুরি নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে দুই আততায়ী৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিনের আলোয় সকলের সামনেই রত্নজীকে এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁর প্রেমিকার দুই সন্তান৷ তীব্র আঘাতের অভিঘাতে বেরিয়ে আসে তাঁর অন্ত্র৷ তার পরেও থামেনি হামলকারীরা৷ এর পর তাঁরা ওই অন্ত্র হাতে নিয়ে বাতাসে ওড়াতে থাকে৷ তার পর সেটাও কয়েকটা খণ্ডে কেটে ফেলে৷ রত্নজীর সহকারীদের মধ্যে কেউ কেউ তাঁকে বাঁচাতে গিয়ে ব্যর্থ হন বলে জানিয়েছেন তদন্তকারীরা৷
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অনেক বছর ধরে রত্নজীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্তদের মায়ের৷ তাঁদের প্রণয় কোনও দিনই মেনে নেয়নি দুই ভাই৷ তাঁদের দাবি ছিল এই সম্পর্কের জন্য তাঁদের পরিবারে লজ্জায় পড়তে হত৷ এই ঘটনায় নিহতের ছেলে অজয় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন৷ তিনি পুলিশকে বলেছেন দুই অভিযুক্ত ভাই অনেক বার হুমকি দিয়েছিল তার বাবাকে৷ বলেছিল, তার মায়ের থেকে দূরে থাকতে৷ এমনকি, এর আগেও তারা রত্নজীর উপর হামলা করেছে বলে অভিযোগ৷ দীর্ঘ বিবাদের জেরে গ্রামে পঞ্চায়েতে সালিশি সভাও বসে৷ কিন্তু কোনও সুরাহা মেলেনি৷
advertisement
advertisement
আরও পড়ুন : বাচ্চাদের খেলার পার্ক থেকে রাস্তার সংস্কার, কর্মীদের জন্য ঢেলে সাজছে রেলের কোয়ার্টার
খুনের পর ঘটনাস্থল ছেড়ে পালায় দুই অভিযুক্ত ভাই৷ তবে মোবাইলের লোকেশন ট্র্যাক করে কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তাদের ধরে ফেলে৷ খুনের জন্য ব্যবহৃত অস্ত্রও আটক করা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2025 9:45 AM IST