Viral News: পরকীয়া ঢাকতে দেওরের সঙ্গে ছোট বোনের বিয়ে দিলেন দিদি! তার পর?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
জানা গিয়েছে যে, এক বিবাহ বহির্ভূত গোপন প্রেমের সম্পর্কে আবদ্ধ দিদিকে বাঁচাতে শেষ পর্যন্ত আত্মবলিদান দিলেন ছোট বোন।
#আহমেদাবাদ: একেই বলে দিদির প্রতি বোনের ভালোবাসা। তার নমুনা মিল একেবারে হাতে-নাতে। দিদির প্রতি বোনের এমন ভালোবাসার নমুনা বোধ হয় খুঁজে পাওয়া যাবে না কোথাও। কারণ এই বোন যা করলেন তাতে ঘটনা শুনলে যে কেউ অবাক হবেন সহজেই। সম্প্রতি নিজের দিদির প্রতি এমন ভালোবাসার সাক্ষী হয়েছে সুদুর গুজরাতের মণিনগর এলাকা। জানা গিয়েছে যে, এক বিবাহ বহির্ভূত গোপন প্রেমের সম্পর্কে (Extra Marital Affair) আবদ্ধ দিদিকে বাঁচাতে শেষ পর্যন্ত আত্মবলিদান দিলেন ছোট বোন (Viral News)।
সম্প্রতি গুজরাতের মণিনগর এলাকার এক তরুণী স্থানীয় অভয়ম নামের নারী ও শিশু কল্যাণ কমিশনের দফতরে একটি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ শুনে ওই সংস্থার আধিকারিকদের চোখ কপালে ওঠার জোগাড়। তাঁর অভিযোগ, বছর চারেক আগে তাঁর দিদির বিয়ে হয়। এরই মধ্যে ওই তরুণীর বড় বোন শ্বশুরবাড়িতে তাঁর দেওয়ের সঙ্গে গোপন প্রেমের সম্পর্কে অর্থাৎ পরকীয়ায় লিপ্ত হন। কিন্তু শ্বশুরবাড়িতে স্বামী ও অন্যান্য সদস্যরা এই পরকীয়ার সম্পর্ক জেনে ফেলার আগেই তা ধামাচাপা দিতে উদ্যত হন অভিযোগকারী ওই তরুণীর বড় বোন ও তাঁর দেওর। এ পর্যন্ত সবই ঠিক ছিল। এর পর দেওরের সঙ্গে গোপন প্রেমের সম্পর্কের কথা নিজের ছোট বোনকে খুলে বলে বলেন দিদি।
advertisement
advertisement
জানা গিয়েছে, শেষ পর্যন্ত দিদিকে বাঁচাতে নিজের অপছন্দ স্বত্ত্বেও দিদির দেওরকে বিয়ে করেন অভিযোগকারী তরুণী। কিন্তু দিদির পরকীয়ার সম্পর্ক থেমে থাকেনি। শ্বশুরবাড়িতে ওই তরুণীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করেন গোপন প্রেমে আবদ্ধ প্রেমিক-প্রেমিকা ওই তরুণীর বড় বোন এবং তাঁর স্বামী। এর পর ওই অত্যাচারের কথা শ্বশুরবাড়ির সদস্যদের জানিয়েও কোনও ফল মেলেনি বলে অভিযোগ করেছেন বছর ২৩-এর ওই নির্যাতিতা তরুণী। বাধ্য হয়ে শেষ পর্যন্ত মহিলা কমিশনে অভিযোগ জানাতে বাধ্য হন নির্যাতিতা। এমনকী, নির্যাতিতা ওই তরুণীর আরও অভিযোগ তাঁর সঙ্গে তাঁর স্বামী শারীরিক সম্পর্ক করতে অস্বীকার করতেন নিয়মিত।
advertisement
শুধুমাত্র গোপন পরকীয়ার সম্পর্ক ধামাচাপা দিতেই তাঁরা এই বিয়ে করেছেন বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় নির্যাতিতাকে। শেষ পর্যন্ত নির্যাতিতা ওই তরুণীর শ্বশুরবাড়ির সদস্যরা অভয়ম মহিলা কমিশনে ওই তরুণীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার বন্ধের মুচলেকা দিয়ে বিষয়টি মীমাংসার কথা তুলেছেন বলে জানা গিয়েছে।
Location :
First Published :
April 18, 2022 1:46 PM IST