Viral News: বিমানের অতিরিক্ত ওজন, কমানোর জন‍্য বিস্ময়কর ঘটনা ঘটাল বিমানসংস্থা! ভাইরাল সেই ভিডিও

Last Updated:

Viral News: অতিরিক্ত ওজনের কারণে প্রায় ১৯ জন যাত্রীকে ফ্লাইট থকে নেমে যেতে হল। বুধবার, ৫ জুলাই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ল্যানজারোট থেকে লিভারপুলগামী ইজিজেট বিমানে ঘটনাটি ঘটে।

বিমানের অতিরিক্ত ওজন, কমানোর জন‍্য বিস্ময়কর ঘটনা ঘটাল বিমানসংস্থা!
বিমানের অতিরিক্ত ওজন, কমানোর জন‍্য বিস্ময়কর ঘটনা ঘটাল বিমানসংস্থা!
অতিরিক্ত ওজনের কারণে প্রায় ১৯ জন যাত্রীকে ফ্লাইট থকে নেমে যেতে হল। বুধবার, ৫ জুলাই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ল্যানজারোট থেকে লিভারপুলগামী ইজিজেট বিমানে ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে পড়ে সেই ঘটনার ভিডিও। এই নজিরবিহীন ঘটনায় অবাক নেটদুনিয়া।
ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে পাইলট যাত্রীদের সম্বোধন করে বলছেন, ‘বিমান ওড়ার পক্ষে খুব ভারী।” এবং তিনি অনুরোধ করেন কিছু যাত্রীকে স্বেচ্ছায় নেমে যেতে। বিমানসংস্থা টাকা দিয়ে ক্ষতির ক্ষতিপূরণ দেবে বলেও জানানো হয়। বিমানটি ছাড়তে না পারার কারণ হিসেবে প্রতিকূল আবহাওয়া এবং অতিরিক্তি ওজনের কথা বলেন বিমানচালক।
advertisement
advertisement
ফ্লাইট বিলম্বের কারণগুলি বলার আগে পাইলট যাত্রীদের নিরাপত্তাকে তাঁদের শীর্ষ অগ্রাধিকার হিসাবে জোর দেন। তিনি বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার যাত্রী নিরাপত্তা। বর্তমান আবহওয়ার যা অবস্থা আমদের এই বিমানটিকে ওড়ানোর কোন উপায় নেই। তার অনেকগুলি কারণ রয়েছে যেমন খুব গরম, দিক করা যাচ্ছে না।”
advertisement
আরও পড়ুনঃ কোন মাছ সারা বিশ্বে সব থেকে বেশি খাওয়া হয়? ইলিশ কত নম্বরে? অবাক হবেন শুনে
পাইলটের কথায় বিমানের এই সমস্যাটি সমাধান করার জন্য সবচেয়ে ভাল উপায় যদি বিমানটির ওজন কিছুটা কমানো যায়। তিনি অনুরোধ করেন, ‘যদি সম্ভব হয়, ২০ জন যাত্রী যদি স্বেচ্ছায় আজ রাতে লিভারপুলে উড়ে না যাওয়ার সিদ্ধান্ত না নেয়।’ বিমান থেকে নামতে ইচ্ছুক হবেন যারা তাদের জন্য ক্ষতিপূরনের কথাও ঘোষণা করেন বিমানচালক। প্রতি যাত্রীকে €500 (প্রায় ৪৫,০০০ টাকা) পর্যন্ত দেওয়া হবে।
advertisement
এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানান, যাত্রী কমানো একটি ‘রুটিন অপারেশনাল সিদ্ধান্ত’ যখন একটি বিমান ওজন সীমা অতিক্রম করে তখন। মুখপাত্র আরও জানান, ‘ইজিজেটের কাছে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই, যে সকল যাত্রীরা স্বেচ্ছায় নেমে যান তাঁদের বিনা মূল্যে পরবর্তী ফ্লাইটে গন্তব‍্যে পৌচ্ছে দেওয়া হয়।’
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: বিমানের অতিরিক্ত ওজন, কমানোর জন‍্য বিস্ময়কর ঘটনা ঘটাল বিমানসংস্থা! ভাইরাল সেই ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement