Viral News: এক টুকরো চিপসের দাম ১ লক্ষ ৯০ হাজার! বিক্রি হচ্ছে অনলাইনে! কেন এত দাম? জানুন

Last Updated:

Viral News: এক প্যাকেট না মাত্র একটা টুকরো চিপসের দাম নাকি ১ লক্ষ ৯০ হাজার! এসব কী চলছে? কিনতেও চাইছেন অনেকে!

#ব্রিটেন: অনলাইনে মাঝে মধ্যেই নানা আজগুবি জিনিস বিক্রি হতে দেখা যায়। কিছুদিন আগেই ঘুঁটে পর্যন্ত অনলাইনে বিক্রি হতে দেখা গেছে। অনলাইন থেকে ঘুঁটে কে বা কারা কিনবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়! তবে এবার যা হল তা অবাক করবে। এক টুকরো চিপসের দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দু'হাজার পাউন্ড দাম একটুকরো চিপসের। ভারতীয় টাকায় যার দাম দাঁড়াচ্ছে ১ লক্ষ ৯০ হাজার টাকা। এত টাকাতে গোটা এক প্যাকেট চিপসও নয় মাত্র ১ টা চিপস!
ই-বে তে এই এক টুকরো চিপসের ছবি দিয়ে বিক্রি করছেন এক ব্যক্তি। জানা গিয়েছে ওই ব্যক্তি ব্রিটেনের বাসিন্দা। মাত্র ১ টা চিপসের দাম এত কেন? তাতে ওই ব্যক্তি যুক্তি দিয়েছেন, এই চিপস নাকি এতটাই দুষ্প্রাপ্য যে এর দাম বহুমূল্য টাকা।
advertisement
advertisement
কী দিয়ে তৈরি এই চিপস। প্রিঙ্গল চিপসের মধ্যে রয়েছে ক্রিম ও পেঁয়াজের ফ্লেভার। এরকম তো বাজারের আরও দশটা চিপসেও থাকে। তাহলে কেন এত দাম চাইছেন? কেন কেউ কিনবেন এই এক টুকরো চিপস। এই বিষয়টা সামনে আসার পর অনেকেই ওই অনলাইন সংস্থার ওপর প্রশ্ন তুলেছেন। কেন যাচাই না করেই যা খুশি বিক্রির অনুমতি দেওয়া হয় তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে মজার বিষয় হল, অনেকে আবার এই চিপস কিনতেও চেয়েছেন। অর্ডার করলেই বাড়িতে পৌঁছে যাবে এক টুকরো চিপস। কিন্তু ১ লক্ষ ৯০ হাজারের চিপস কেউ প্রাণে ধরে খেতে পারবেন তো? এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট শেয়ার করে লিখেছেন, এই চিপস কেনার পর ফটোফ্রেমে বাঁধিয়ে রেখে ঘর সাজাতে হবে। কারণ এত দামি চিপস গলা দিয়ে নামবে না!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: এক টুকরো চিপসের দাম ১ লক্ষ ৯০ হাজার! বিক্রি হচ্ছে অনলাইনে! কেন এত দাম? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement