Viral News: তারিখ ঠিক, বিলি হয়েছে কার্ডও! বিয়ের এক দিন আগে ২ লাখ টাকা হাতিয়ে পালাল পাত্রী!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Looteri Dulhan Of Katni: পুলিশ এই মামলায় সেই পাত্রীর নকল মা, নকল মামা এবং দুই দালালকে গ্রেফতার করেছে।
#কাটনি: কাটনিতে সক্রিয় রয়েছে নকল পাত্রীর গ্যাং। যাদের কাজ হল অন্যদের বোকা বানিয়ে টাকা লুঠ করা। জানা গিয়েছে যে, এক পাত্রী ছেলের বাড়ির কাছ থেকে ২ লাখ টাকার ওপরে হাতিয়ে নিয়ে গায়েব হয়ে গিয়েছে (Looteri Dulhan Of Katni)। সেই পাত্রী বিভিন্ন অজুহাত দিয়ে ছেলের বাড়ির থেকে বিয়ের জন্য ২ লাখ টাকার ওপরে নিয়ে নেয়। এর পর বিয়ের ঠিক ১ দিন আগে সেই পাত্রী এবং তার পরিবার হয়ে যায় বেপাত্তা। পুলিশ এই মামলায় সেই পাত্রীর নকল মা, নকল মামা এবং দুই দালালকে গ্রেফতার করেছে (Viral News)।
পুলিশ জানিয়েছে যে, ৭৬ বছর বয়সী জগদম্বা দীক্ষিত বরাহি গ্রামে থাকেন। সম্প্রতি তিনি কেমোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন যে তাঁর দুই ছেলে রয়েছে, তাঁদের নাম বসন্তলাল দীক্ষিত এবং রাজেশ দীক্ষিত। তাঁরা দু'জনেই অবিবাহিত। তাঁদের সম্বন্ধের প্রসঙ্গ তুলে দুই মাস আগে সতনায় বসবাসকারী অরুণ কুমার তিওয়ারি দীক্ষিতদের বাড়িতে আসেন। অরুণ কুমার তিওয়ারি বলেন যে, সতনার সিন্ধিতে ববিতা তিওয়ারি থাকেন। ববিতার দুই মেয়ে রয়েছে, তাদের বাবা না থাকার জন্য তাদের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। জগদম্বা দীক্ষিত তাঁর দুই ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। ফলে ঘটকের কথা শুনে তাঁরা ২৩ অক্টোবর সতনায় যান সেই মেয়ে দু'টিকে দেখতে। সেখানে তাঁরা ববিতা তিওয়ারির দুই মেয়ে সাধনা তিওয়ারি এবং শিবানি তিওয়ারির সঙ্গে দেখা করেন। জগদম্বার সেই মেয়ে দু'টিকে পছন্দ হয়, তিনি সঙ্গে সঙ্গে বিয়ের সম্বন্ধ পাকা করে ফেলেন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
টাকা লোপাটের পরিকল্পনা
দুই পরিবারের মধ্যে বিয়ের সম্বন্ধ পাকা হওয়ার পর তিওয়ারি পরিবারের সদস্যদের বরাহি গ্রামে ছেলের বাড়ি আসতে বলা হয়। সেখানে দুই পাত্রীর সঙ্গে কেশব প্রসাদ নামে এক ব্যক্তি নকল মামা সেজে এবং দীপক নামের এক ব্যক্তি নকল ভাই সেজে উপস্থিত হয়। বরাহি গ্রামে ছেলের বাড়িতে বিয়ের আগের সকল আচার-অনুষ্ঠানও পালন করা হয় এবং ২৯ নভেম্বর বিয়ের তারিখ ঠিক করা হয়। এর পরেই ওঠে টাকার প্রসঙ্গ- মেয়ে বাড়ির আর্থিক পরিস্থিতি খারাপ বলে নকল মামা কেশব এবং নকল ভাই দীপক ছেলের বাড়ির থেকে ১১ নভেম্বর ৬০ হাজার টাকা নেয়। এর পর ছেলের বাড়ি থেকে ববিতার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও বিয়ের খরচ বাবদ ৫০ হাজার টাকা পাঠানো হয়। এখানেই শেষ নয়, বিভিন্ন অজুহাতে তারা ছেলে বাড়ি থেকে আরও ১ লাখ টাকার ওপরে আদায় করে। এভাবে ছেলে বাড়ির থেকে মোট প্রায় ২ লাখ টাকার ওপরে নেওয়া হয়।
advertisement
মিথ্যা কথা বলে আটকে দেয় বিয়ে
বিয়ের ১ দিন আগে ২৮ নভেম্বর মেয়ের মা ববিতা জানায় যে তাদের এক নিকট আত্মীয় মারা গিয়েছে, এর জন্য এখনই বিয়ে দেওয়া সম্ভব নয়। এর পর ছেলের বাড়ির থেকে যখন মেয়ের বাড়ি দেখা করতে যাওয়া হয়, তখন সতনায় গিয়ে দেখা যায় যে সেই বাড়ি ফাঁকা। জানা যায় যে সেই বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল এবং ববিতার কোনও মেয়ে নেই!
Location :
First Published :
December 24, 2021 2:41 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: তারিখ ঠিক, বিলি হয়েছে কার্ডও! বিয়ের এক দিন আগে ২ লাখ টাকা হাতিয়ে পালাল পাত্রী!