#জাফনা: ঘুড়ি ওড়ানোর শখ অনেকেরই রয়েছে। বিশেষ বিশেষ দিনে অনেক জায়গায় ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে। আবার অনেক জায়গায় বিভিন্ন সময় অনুষ্ঠিত হয় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা (Kite Flying Competition)। প্রায় সকলেই আকাশে ঘুড়ি ওড়া দেখলেও, ঘুড়ির সঙ্গে সঙ্গে মানুষকেও উড়তে হয় তো দেখেননি। এটি কোনও মজার ঘটনা নয়, সত্যি সত্যিই একটি জায়গায় ঘটেছে এমন ঘটনা, যেখানে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা চলছিল। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Viral Video)। সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি নিজের ঘুড়ির সঙ্গে সঙ্গে নিজেও অনেক ওপরে উড়ছেন।
আরও পড়ুন-বড়দিনে এ কেমন কেক! সান্তা ক্লজের হাল দেখে চোখ কপালে উঠেছে দুনিয়ার
ঘুড়ির সঙ্গে উড়ন্ত ব্যক্তি
யாழில் இளைஞனை பட்டம் இழுத்து உயரத்துக்கு தூக்கிச் சென்ற பரபரப்புக் காட்சிகள் இதோ!! இளைஞன் கீழே விழுந்து கால்முறிந்து படுகாயம்!! pic.twitter.com/3IHknsNAY4
— SANGAR/வீரசைவன் (@UMASANGAR8) December 21, 2021
মনে করা হচ্ছে ভাইরাল হওয়া সেই ভিডিওটি শ্রীলঙ্কার জাফনার। সেখানে একটি ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা চলছিল। সেখানেই এক ব্যক্তি নিজের দলের সাহায্যে ঘুড়ির সুতো ধরে একটি বড় ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছিলেন। এরপর সেই বড় ঘুড়ি আকাশে উড়তে শুরু করে। বড় ঘুড়িটি হাওয়া পাওয়ার সঙ্গে সঙ্গে ওপরে উড়তে শুরু করে। সেই সময় সকলেই অবাক হয়ে যান সেই ঘটনা দেখে। বড় ঘুড়িটি হাওয়ার সঙ্গে সঙ্গে ওপরে উঠতে শুরু করে এবং সেই ব্যক্তিকেও উড়িয়ে নিয়ে যায়। সেই ব্যক্তি ঘুড়ির সঙ্গে সঙ্গে উড়তে থাকেন আকাশে। দেখতে দেখতেই তিনি ঘুড়ির সঙ্গে ৩০ ফুট ওপরে উঠে যান। সেখানে উপস্থিত সকলেই তা দেখে বেশ খানিকটা ঘাবড়ে যান। তাঁরা কী করবেন বুঝে উঠতে পারেন না। বড় ঘুড়ির সঙ্গে ৩০ ফুট ওপরে উঠে সেই ব্যক্তির অবস্থাও স্বাভাবিক ভাবেই দিশাহারা হয়ে যান।
লাফ দিয়ে বাঁচিয়েছেন জীবন
বড় ঘুড়ির সঙ্গে উড়ে যাওয়া সেই ব্যক্তি যখন মনে করেন তাঁর আর নিচে নামা সম্ভব নয়, তখন তিনি ঘুড়ির সুতো থেকে নিজের হাত ছেড়ে দেন এবং সোজা মাটিতে আছড়ে পড়েন। অত ওপর থেকে সোজা মাটিতে এসে পরায় সেই ব্যক্তি কিছুটা জখম হন। স্থানীয় রিপোর্ট অনুযায়ী সেই ব্যক্তি ঘুড়ির প্রতিযোগিতায় একটি বড় ঘুড়ি উড়িয়ে জয়লাভ করতে চেয়েছিলেন। এর জন্য সেই ব্যক্তি নিজের দলের সঙ্গে একটি বিশাল ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছিলেন। হাওয়া পাওয়ার পরে সেই বড় ঘুড়ি উড়তে শুরু করে এবং নিমেষের মধ্যে অনেকটা ওপরে উঠে যায়। সেই ব্যক্তি ঘুড়ির সুতো ধরে থাকায় তাঁকেও উড়িয়ে নিয়ে যায় ঘুড়িটি। ঘটনাটি এমন আচমকা ঘটে যে, সেই ব্যক্তি কিছু বোঝার আগেই ৩০ ফুট ওপরে উঠে যান। এমন হাড় হিম করা ভিডিও স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kite, Viral Video