মুম্বই: বেড়াতে গিয়ে ‘খতরো কি খিলাড়ি’ খেলার শখ অনেকদেরই থাকে ৷ অনেক পর্যটকই পছন্দ করেন বিভিন্ন ওয়াটার স্পোর্টস থেকে শুরু আরও সাংঘাতিক সব অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং রাইডে অংশ নিতে ৷ কিন্তু এই সব করতে গিয়ে মাঝেমধ্যেই নিজেদের বিপদ তারা নিজেরাই ডেকে আনেন (Viral Video) ৷ দেশে হোক কিংবা বিদেশে, সমুদ্রে প্যারাসেলিং করতে অনেককেই দেখা যায় ৷ কিন্তু হঠাৎ দুর্ঘটনা ঘটলে কী ঘটতে পারে, তার আরও একবার উদাহরণ পাওয়া গেল সম্প্রতি মহারাষ্ট্রের আলিবাগে (Alibaug Parasailing Accident Video) ৷
মুম্বইয়ের দু’জন মহিলা পর্যটক আলিবাগে প্যারাসেলিং করছিলেন ৷ সেইসময় আচমকাই বোটের দড়ি ছিঁড়ে যায় তাদের ৷ এই সাংঘাতিক দুর্ঘটনার ভিডিও ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি ৷ ভিডিও দেখেই চমকে উঠতে হয় ৷ সেখানে দেখা গিয়েছে, মুম্বইয়ের সাকি নাকার বাসিন্দা দুই মহিলা পর্যটক হাসিমুখেই প্যারাসেলিং করা শুরু করেছিলেন ৷ কিন্তু তাদের বোট কিছুদূরে যেতে না যেতেই দড়ি ছিঁড়ে যায় ৷ সোজা গিয়ে দু’জনেই জলের মধ্যে পড়েন ৷
সংবাদসংস্থার খবর অনুযায়ী প্রায় ১০০ মিটার উচ্চতা থেকে নিচে জলে পড়েন ওই দুই মহিলা ৷ লাইফ জ্যাকেট পরেছিলেন বলে এ যাত্রায় কোনওমতে বেঁচে যান তাঁরা ৷ নাহলে মৃত্যু নিশ্চিত ছিল ৷ কোনওমতে জলে ভাসতে থাকেন তাঁরা ৷ শেষপর্যন্ত বোটের চালক গিয়ে উদ্ধার করেন তাদের ৷
আরও পড়ুন-কী কাণ্ড ! বয়ফ্রেন্ড তাঁকে চুমু খান না... এই অভিযোগ জানাতে সোজা পুলিশকে ফোন তরুণীর
এই ভিডিও এখন তুমুলভাবে ভাইরাল ৷ প্রায় সাড়ে চার মিলিয়ন ভিউ ইতিমধ্যেই হয়ে গিয়েছে ভিডিওটির ৷ সবারই প্রশ্ন, একের পর এক এরকম দুর্ঘটনা ঘটছে দেখেও কেন হুঁশ ফেরে না মানুষের ৷ বেড়াতে গিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নেওয়ার কি খুব প্রয়োজন রয়েছে ?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Viral Video