Viral Digital Beggar|| রেলস্টেশনে বসে ডিজিট্যাল ভিক্ষুক! ফোন পে-গুগল পে'তে অ্যাকাউন্টে যাচ্ছে টাকা! দেখুন কাণ্ড...

Last Updated:

New-Age Digital Beggar Raju Patel: স্টেশনে বসে ডিজিট্যাল ভিক্ষা! গল্প মনে হলেও এমনটাই ঘটেছে বাস্তবে। তাও আবার বিদেশে নয়, এ দেশেই। বিহারের এক ভিক্ষুক নজির গড়েছেন অনলাইনে ভিক্ষা নেওয়ার।

রাজু প্যাটেল। ছবি সৌজন্যে: ANI
রাজু প্যাটেল। ছবি সৌজন্যে: ANI
#ভাইরাল ভিডিও: লকডাউনের জেরে আমরা অনলাইন স্কুল দেখেছি, বিয়ে থেকে পুজো, শ্রাদ্ধানুষ্ঠান সবই হয়েছে অনলাইনে। সংক্রমণে রাশ টানতে দেশে বেড়েছে ক্যাশলেস ট্রানজাকশন বা অনলাইনে টাকা দেওয়া-নেওয়ার মাত্রা। কিন্তু অনলাইনের মাধ্যমে ভিক্ষাবৃত্তি করেছে কেউ কখনও, দেখেছেন কখনও? গল্প মনে হলেও এমনটাই ঘটেছে বাস্তবে। তাও আবার বিদেশে নয়, এ দেশেই। বিহারের এক ভিক্ষুক নজির গড়েছেন অনলাইনে ভিক্ষা নেওয়ার।
৪০ বছরের রাজু প্যাটেল বিহারের বাসিন্দা। পেশায় ভিক্ষুক। বেত্তিয়া রেল স্টেশনে (Bettiah Railway Station) ভিক্ষা করেন। তাঁর গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা QR কোড এবং ফোন নম্বর। হাতে ট্যাব। রাজু ভিক্ষা করার সময়ে টাকা অনলাইনে অর্থাৎ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার জন্য আবেদন জানান। রাজু ANI-কে জানিয়েছেন, "ছোটবেলা থেকে ভিক্ষা করি। এ ভাবেই দিন চলে। অনেকেই এখন নগদ টাকা নিয়ে যাতায়াতে স্বচ্ছন্দ নন। তাই আমিও আপডেট করেছি নিজেকে। এখন ডিজিট্যাল মাধ্যমেও ভিক্ষার টাকা নিই। অনেকেই বলেন ডিজিট্যাল দুনিয়ায় ক্যাশ নিয়ে যাতায়াতে সমস্যা হয়। তাই এ ভাবে টাকা নিলে অনেক সময়ে সুবিধা হয়। সব দিক ভেবে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ই-ওয়ালেট খুলেছিলাম।"
advertisement
advertisement
রাজু প্যাটেল। ছবি সৌজন্যে: ANI রাজু প্যাটেল। ছবি সৌজন্যে: ANI
রাজু প্যাটেল আরও জানিয়েছেন, "জীবনধারণের জন্য আর কনও কাজ পাইনি। তাই ভিক্ষাই আমার পেশা। ভিক্ষা করে যেটুকু রোজগার হয়, তাতে আমার চলে যায়। খাওয়া-দাওয়া করে স্টেশনেই ঘুমাই।"
advertisement
রাজু জানিয়েছেন, ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময়ে তাঁর কাছ থেকে পান এবং আধার নম্বর চাওয়া হয়েছিল। সেই সময়ে তিনি নিজের প্যান কার্ড তৈরি করান। বর্তমানে  Bettiah-র স্টেট ব্যাঙ্কের মূল শাখায় অ্যাকাউন্ট রয়েছে তাঁর নামে। সেখানে টাকা জমা পড়ে তাঁর। এ দিকে, রাজু জানিয়েছেন তিনি লালু প্রসাদ যাদবের দলের সমর্থক। লালুকে সমর্থন করেন এখনও। এমনকি নরেন্দ্র মোদির 'মন কি বাত' শুনতে কখনও ভোলেন না।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Digital Beggar|| রেলস্টেশনে বসে ডিজিট্যাল ভিক্ষুক! ফোন পে-গুগল পে'তে অ্যাকাউন্টে যাচ্ছে টাকা! দেখুন কাণ্ড...
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement