Viral News: একটি প্রশ্ন করে নতুন চাকরি খোয়ালেন যুবক! কী প্রশ্ন জানলে চমকে উঠবেন

Last Updated:

নিমেষে খবরটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Viral News)

Viral News
Viral News
#কলকাতা: চাকরির ইতিহাসে এমন ঘটনা সত্যিই বিরল। নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থীর মধ্যে কথোপকথনের সময় এই প্রশ্নটা যে কতটা স্বাভাবিক, তা বলার কোনও অপেক্ষাই রাখে না। কিন্তু এমনই স্বাভাবিক ও সাধারণ প্রশ্ন করে শেষমেশ চাকরিই খোয়ালেন নতুন চাকরি পাওয়া এক যুবক। রেডিট ইউজার ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার বর্ণনা দিয়েছেন। তুলে ধরেছেন তাঁর ও নিয়োগকর্তার সোশ্যাল কথাবার্তাও। নিমেষে খবরটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Viral News)
রেডিট ইউজার @doggolover482-কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে যেদিন তিনি চাকরিটা পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করেছেন ওই ব্যক্তি। সেদিনই তাঁর নিয়োগের কাগজপত্রে সই করতে যাওয়ার কথা ছিল। নতুন বসের সঙ্গে তার আগে সোশ্যাল মিডিয়ায় কথা বলেছিলেন তিনি। সেখানেই কাজ শুরুর আগেই চাকরি খোয়ান তিনি। কী এমন প্রশ্ন করেছিলেন ওই ব্যক্তি?
advertisement
আরও পড়ুন: মাতৃরূপেণ, রামনবমীতে দক্ষিণেশ্বর আদ্যাপীঠে ২ হাজার কুমারীর পুজো দেখতে ভক্তসমাগম
কথোপকথন অনুযায়ী দেখা গিয়েছে, চাকরিপ্রার্থী প্রশ্ন করেন, বেতন কবে দেওয়া হয়? সেখানে নিয়োগকর্তা বলেন, সাপ্তাহিক। এর পর চাকরিপ্রার্থী প্রশ্ন করেন, আচ্ছা, তাহলে আমি প্রথম কবে বেতন পাব? তার পরেই নিয়োগকর্তা জবাব দেন, আমি আমার মত বদলে ফেলেছি। আমি অন্য কাউকে নেব, যিনি কোম্পানির সঙ্গে কাজ করতে চান। এমনকী ওই প্রার্থীকে তিনি জানিয়ে দেন, অফিসে আসার আর কোনও প্রয়োজন নেই।
advertisement
advertisement
আরও পড়ুন: ধোনির কোনও ম্যাচেই গ্যালারিতে দেখা নেই স্ত্রী-মেয়ের, সাক্ষী-জিভার হলটা কী?
চাকরিপ্রার্থী ক্ষমা চেয়ে নিয়ে লেখেন, আমি দুঃখিত, আমি ঠিক বুঝলাম না, আমি কোম্পানির সঙ্গে কাজ করতে চাই না। কিন্তু বেতন জেনে নেওয়া তো জরুরি, সেই অনুযায়ী তো জীবন চলবে। বস জবাবে লেখেন, আমি এমন একজনকে খুঁজছি যে কোম্পানির সঙ্গে কাজ করতে চায়, এমন পরিবেশে। কিন্তু আপনার উপলক্ষ শুধু টাকা। এবং আমি এমন কাউকে চাকরি দিতে চাই না যাঁর উদ্দেশ্য শুধু টাকা রোজগার করা। আপনি অন্য সহকর্মী, পোশাক কিছু নিয়েই প্রশ্ন করেননি। আপনি শুধু টাকার কথা জানতে চেয়েছেন। ফলে আমি আপনাকে বরখাস্ত করছি। চাকরিপ্রার্থীও এমন জবাবে হতভম্ব হয়ে যান এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই কথোপকথন। নেটপাড়ায় ভাইরাল হয়েছে এই ঘটনা। জায়গা না জানা গেলেও, ঘটনাটি বিদেশের বলেই মনে করা হচ্ছে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: একটি প্রশ্ন করে নতুন চাকরি খোয়ালেন যুবক! কী প্রশ্ন জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement