Sakshi Dhoni: ধোনির কোনও ম্যাচেই গ্যালারিতে দেখা নেই স্ত্রী-মেয়ের, সাক্ষী-জিভার হলটা কী?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
গ্যালারিতে স্ত্রী সাক্ষী ধোনি ও মেয়ে জিভাকে অবশ্যই দেখা যাবে (Sakshi Dhoni)।
#কলকাতা: চেন্নাই সুপারকিংসের খেলা, মাঠে নামছেন এম এস ধোনি। গ্যালারিতে স্ত্রী সাক্ষী ধোনি ও মেয়ে জিভাকে অবশ্যই দেখা যাবে (Sakshi Dhoni)। এত বছর ধরে ধোনির ম্যাচে এই দৃশ্য খুব স্বাভাবিক ভাবেই দেখা যায়। ভক্তরাও মুখিয়ে থাকেন, ধোনির ম্যাচে স্ত্রী সাক্ষী ধোনি ও মেয়ে জিভাকে দেখা যাবে। তবে এবারের আইপিএল ২০২২-এ চেন্নাইয়ের কোনও ম্যাচেই গ্যালারিতে দেখা যাচ্ছে না সাক্ষী বা জিভাকে। ইতিমধ্যেই চারটি ম্যাচ খেলা হয়েছে চেন্নাইয়ের। পর পর চারটি ম্যাচেই হেরেছে ধোনির দল।
কিন্তু গ্যালারিতে কেন দেখা যাচ্ছে না সাক্ষী বা জিভাকে? বিয়ের পর থেকে সাক্ষী ও জিভা গ্যালারিতে বসে যেখানে ধোনির জন্য, চেন্নাইয়ের জন্য গলা ফাটিয়েছেন, সেখানে এবারে একেবারেই গরহাজির তাঁরা। ভক্তদের মনে প্রশ্ন উঠছে, তবে কি দাম্পত্য কলহ নাকি রয়েছে অন্য কোনও কারণ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, সাক্ষীর দ্বিতীয় বার মা হতে চলার কথা। তবে কি গ্যালারিতে অনুপস্থিত থেকে সেই জল্পনাই আরও জোরালো করলেন ধোনি-ঘরণী?
advertisement
আরও পড়ুন: আর নয় 'গোপন কম্মোটি', মনের মানুষকে এবার সবার সামনে এনেই ফেললেন ঋতাভরী চক্রবর্তী!
সূত্রের খবর, ব্যক্তিগত কোনও কারণেই সাক্ষী এখনও মাঠে আসেননি। তার উপর চেন্নাইয়ের একের পর এক হারে খানিকটা মনও খারাপ। তবে আশাহত হননি সাক্ষী। তাঁর বিশ্বাস, খুব শীঘ্রই আইপিএল ২০২২-এ কামব্যাক করবে চেন্নাই সুপারকিংস। এর জেরে হয়তো শীঘ্রই তাঁকে ও জিভাকেও মাঠে দেখা যাবে বলেই বুক বাঁধছেন ধোনির অনুরাগীরা। কারণ অনেকেই মনে করেন, সাক্ষী ও জিভা চেন্নাইয়ের 'লাকি চার্ম'।
advertisement
advertisement
আরও পড়ুন: মাতৃরূপেণ, রামনবমীতে দক্ষিণেশ্বর আদ্যাপীঠে ২ হাজার কুমারীর পুজো দেখতে ভক্তসমাগম
গত বছর আইপিএল শেষ হওয়ার পর নেটদুনিয়ায় সাক্ষীর দ্বিতীয় বার মা হতে চলার খবরও ছড়িয়ে পড়েছিল। এবারে গ্যালারিতে উপস্থিত না থাকা নিয়ে সেই কথাও অনেকেই তুলে এনেছেন। হয়তো বেবি-বাম্প না দেখাতে চেয়েই গ্যালারিতে অনুপস্থিত সাক্ষী। ফলে জিভাও আসছে না খেলা দেখতে। তবে আপাতত, ধোনি ও চেন্নাইয়ের ফ্যানেরা আইপিএল ২০২২-এ কামব্যাক চাইছে দলের। পর পর চার হারে মন ভাঙা অনুরাগীরা গ্যালারিতে চাইছেন ধোনির 'লাকি' পরিবারকেও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 10, 2022 3:13 PM IST