‘মহিলা পুলিশ হয়ে স্বামীর গায়ে হাত তুললেন...’! রাস্তায় দাঁড়িয়ে অফিসারের ক্লাস নিলেন বিবাহিত মহিলা

Last Updated:

স্বামীর গায়ে হাত! ব্যস, আর কোনও কিছুর তোয়াক্কা করেননি মহিলা। প্রকাশ্য দিবালোকে মাঝরাস্তায় দাঁড়িয়ে মহিলা পুলিশ অফিসারের সঙ্গে তর্ক শুরু করে দেন মহিলা। তাঁর রণচণ্ডী রূপ দেখে ভিড় জমান আশপাশের মানুষও।

রাস্তায় দাঁড়িয়ে অফিসারের ক্লাস নিলেন বিবাহিত মহিলা
রাস্তায় দাঁড়িয়ে অফিসারের ক্লাস নিলেন বিবাহিত মহিলা
গুলশন কাশ্যপ, জামুই: ভারতীয় সংস্কৃতিতে পতিকে পরমেশ্বরের মর্যাদা দেওয়া হয়েছে। সাবিত্রী-সত্যবানের কথাই ধরা যাক। স্বামীকে বাঁচাতে স্বয়ং যমরাজকে চ্যালেঞ্জ করে বসেন সাবিত্রী। আজ সে রামও নেই, সে অযোধ্যাও নেই। তবে বিহারের জামুইতে স্বামীকে বাঁচাতে পুলিশ অফিসারের সঙ্গে স্ত্রীর মারামারি সেই পৌরাণিক যুগকেই মনে করিয়ে দিল আবার।
স্বামীর গায়ে হাত! ব্যস, আর কোনও কিছুর তোয়াক্কা করেননি মহিলা। প্রকাশ্য দিবালোকে মাঝরাস্তায় দাঁড়িয়ে মহিলা পুলিশ অফিসারের সঙ্গে তর্ক শুরু করে দেন মহিলা। তাঁর রণচণ্ডী রূপ দেখে ভিড় জমান আশপাশের মানুষও। পুলিশ অফিসার ভদ্রভাবেই কথা বলছিলেন। কিন্তু মহিলা কিছু শুনতে রাজি নন। তাঁর স্বামীর গায়ে হাত দেওয়ার সাহস হয় কী করে! তাঁর একটাই লবজ। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
…মহিলা পুলিশ হয়ে আমার স্বামীর গায়ে হাত তুলবেন: জামুল-মলয়পুর প্রধান সড়কের সাতগামার কাছে ঘটনাটি ঘটেছে। সামনে লোকসভা ভোট। চেকপোস্ট বসিয়ে নাকা চেকিং শুরু করেছে পুলিশ। নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে। প্রতি গাড়িতে চলছে কড়া তল্লাশি। সেই সময়ই এই ঘটনা ঘটে।
advertisement
স্বামীকে ধাক্কা দেওয়ার অভিযোগ মহিলার: তল্লাশির সময় তাঁর স্বামীকে ধাক্কা দিয়েছেন কর্তব্যরত মহিলা পুলিশ অফিসার। এমনই অভিযোগ করেছেন ওই মহিলা। সেখান থেকেই গণ্ডগোলের সুত্রপাত। ভিডিও-তে দেখা যাচ্ছে, মহিলা একটা প্রশ্নই বারবার করছেন, “মহিলা পুলিশ অফিসার হয়ে আমার স্বামীকে কীভাবে ধাক্কা দিতে পারেন”? রীতিমতো আঙুল উঁচিয়ে মহিলা পুলিশ অফিসারের দিকে তেড়েও যান তিনি। ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য।
advertisement
যদিও ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ওই মহিলাকে সে কথা বুঝিয়েও বলেন কর্তব্যরত অফিসাররা। কিন্তু তিনি কিছু শুনতে রাজি নন। ঘটনা দেখতে ভিড় জমান আশেপাশের মানুষ। কর্তব্যরত পুলিশ উপ-পরিদর্শক জ্যোতি কুমারী বলেন, “আমরা প্রত্যেক গাড়িতে তল্লাশি চালাচ্ছি। কোথাও কিছু হয়নি। ওঁরা প্রথম থেকেই ইচ্ছাকৃতভাবে খারাপ ব্যবহার করছিলেন’। তিনি জানান, গোটা বিষয়টা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপর থেকে নির্দেশ এলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
‘মহিলা পুলিশ হয়ে স্বামীর গায়ে হাত তুললেন...’! রাস্তায় দাঁড়িয়ে অফিসারের ক্লাস নিলেন বিবাহিত মহিলা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement