Success Story: IIT, IIM-এর চাকরি ছেড়ে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং স্পেশ্যালিস্ট; সহেলির রোজগার শুনলে মাথা ঘুরে যাবে!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Success Story Of Saheli Chatterjee: আইআইটি, আইআইএম-এর মোটা প্যাকেজের হাতছানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছেন ভিন্ন পথ। আর সেটা সোশ্যাল মিডিয়া।
দুর্দান্ত অ্যাকাডেমিক কেরিয়ার থাকলেই কর্পোরেট দুনিয়া তাকে লুফে নেয়। দুটো বৃত্ত যেন হাত ধরাধরি করে চলে। কিন্তু বাঙালি কন্যা সহেলি চট্টোপাধ্যায়ের গল্পটা অন্যরকম। গতে বাঁধা রাস্তায় পা ফেলেননি তিনি। আইআইটি, আইআইএম-এর মোটা প্যাকেজের হাতছানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছেন ভিন্ন পথ। আর সেটা সোশ্যাল মিডিয়া। (Image Source: Linkedin)
advertisement
সহেলি সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং স্পেশালিস্ট। বিভিন্ন ব্র্যান্ডকে অর্গ্যানিক বৃদ্ধিতে সাহায্য করেন তিনি। তৈরি করেছেন নিজস্ব কোম্পানিও। উদ্যোক্তাদের ব্যবসা দাঁড় করাতে সোশ্যাল মিডিয়ায় কৌশলগুলিকে কাজে লাগান তিনি। এটাই সহেলির ব্যবসা। এই কাজ করে প্রথম ক্লায়েন্টের থেকে ১১০ টাকা পারিশ্রমিক পান সহেলি। সেখান থেকে আজ তাঁর ১৬৪২০০০০ কোটি টাকার সম্পত্তি। ধন্যি মেয়ে বটে। কী রকম ছিল এই যাত্রা পথ। সে কথা নিজেই জানিয়েছেন সহেলি। (Photo: X)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement