Nora Fatehi: মাত্র ৫০০০ টাকা নিয়ে এসেছিলেন স্বপ্ননগরীতে! নোরা ফতেহির লড়াইয়ের কাহিনি চোখে জল আনবে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
২০১৪ সালে ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ ছবির হাত ধরে বি-টাউনে নোরার হাতেখড়ি। এরপর ধীরে ধীরে স্বপ্ননগরীতে পায়ের তলার জমি শক্ত করেন অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement
১. মাত্র ৫ হাজার টাকা হাতে নিয়ে আর দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে ভারতে এসেছিলেন ‘ও সাকি সাকি’ তারকা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “মাত্র ৫০০০ টাকা নিয়ে ভারতে এসেছিলাম। আর যে এজেন্সির সঙ্গে কাজ করতাম, তারা আমায় প্রতি সপ্তাহে মাত্র ৩০০০ টাকা করে দিত। আর সেই টাকায় রোজকার খরচ চালানোই মুশকিল ছিল! যদিও বিষয়টা আমি দারুণ ভাবে সামলেছি। তাই সপ্তাহের শেষে আর আমায় টাকার অভাববোধ করতে হয়নি।”
advertisement
২. কেরিয়ারের প্রথম দিকে সকলের ঠাট্টা-তামাশার মুখে পড়তে হয়েছিল নোরাকে। সেই সময়ের কথা মনে করে এক সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তিনি বলেন, “আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম। আর সরল সাদাসিধে প্রকৃতিরও ছিলাম। কিন্তু ভারতে পৌঁছে বুঝলাম বাস্তবটা অন্য রকম। ভেবেছিলাম লিম্যুজিনে চাপিয়ে কোনও বাটলার আমায় স্যুইটে নিয়ে যাবেন। তারপর সেখান থেকে অডিশন দিতে যাব। কিন্তু বিষয়টা একেবারেই সেটা ছিল না। একটা যেন বড় চড় পড়েছিল আমার গালে! ঠাট্টা-তামাশা, প্রত্যাখ্যান এবং যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল আমায়।
advertisement
advertisement
advertisement
advertisement