পাহাড় আর সমুদ্রে ঘেরা ইতালির এই গ্রামে থাকতে চান? সরকার ২৭ লাখ টাকা দেবে, সুযোগ হারাবেন না
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Place Offers 27 lakh to Move here: কেউ যদি বলে, ‘কড়কড়ে ২৭ লাখ টাকা দিচ্ছি, এখানেই থেকে যান’? তাহলে? এমন প্রস্তাব ফেরানো সম্ভব?
সমুদ্রের ধারে ছোট্ট শহর। নারকেল গাছের সারি আর শতাব্দী প্রাচীন বাড়ি। ঠিক যেন স্বপ্ন। এরকম জায়গায় ঘুরতে গেলে মনে হয়, ‘‘আহা, যদি এখানেই থেকে যেতে পারতাম!’’ কিন্তু সেটা তো আর সম্ভব নয়। চাকরিবাকরি আছে, সন্তানের স্কুল। সে সব তো আর সেখানে নিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু কেউ যদি বলে, ‘কড়কড়ে ২৭ লাখ টাকা দিচ্ছি, এখানেই থেকে যান’? তাহলে? এমন প্রস্তাব ফেরানো সম্ভব?
সমুদ্রে ঘেরা এক টুকরো ছোট্ট শহরে থাকতে পেলে কে আর না করতে পারে! আর থাকার জন্য যদি মোটা টাকা দেওয়া হয়, তাহলে তো কথাই নেই। ব্যাগপত্তর গুছিয়ে অনেকেই প্রস্তুত হয়ে যাবেন। ২৭ লাখ টাকা কম না কি! তার ওপর স্বর্গের মতো জায়গায় থাকার সুযোগ। এমন প্রস্তাব আমআদমির কাছে লোভনীয় তো বটেই। ফেরাবার আগে দু’বার ভাবতেই হবে।
advertisement
advertisement
২৭ লাখ টাকা নাও, এখানেই থিতু হও: কোথায় এমন সুযোগ পাওয়া যাচ্ছে? ডেইলি স্টারের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়াতে বসতি স্থাপনের জন্য যে কোনও দেশের নাগরিকদের আমন্ত্রণ জানানো হচ্ছে। ক্যালাব্রিয়া প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। পাহাড়ে ঘেরা মনোরম গ্রাম। পাশেই সমুদ্র। একপলক দেখলে চোখ জুড়িয়ে যায়। পাহাড় আর সমুদ্রের এমন যুগলবন্দীর জন্য পর্যটক লেগেই থাকে। কিন্তু এখানকার জনসংখ্যা অত্যন্ত কম। সে জন্য স্থানীয় প্রশাসন ২০২১ সালের জুলাই মাসে একটা স্কিম চালু করে। বলা হয়, এখানে এসে যদি কেউ থাকতে চায় তাহলে তাকে ২৭ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।
advertisement
কারা এই সুযোগ পাবেন: এক কথায় এর উত্তর হল, যে কেউ। তবে কিছু শর্ত রয়েছে। এখানে থাকার জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের বয়স হতে হবে ৪০ বছরের কম। অনুমতি পাওয়ার ৯০ দিনের মধ্যে এখানে চলে আসতে হবে। যাঁরা আসবেন তাঁদের এখানে চাকরি বা নতুন ব্যবসা করতে হবে। এমন স্কিমের উদ্দেশ্য হল, জনসংখ্যা এবং স্থানীয় অর্থনীতির বৃদ্ধি। যাতে এখানে বসবাসরত ২ হাজার মানুষ উন্নত জীবনযাপন করতে পারেন। তবে হ্যাঁ, ২৭ লাখ টাকা একসঙ্গে দেওয়া হবে না। টাকা হাতে আসবে কিস্তিতে। প্রতি মাসে ১ লাখ টাকা করে।
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 10, 2023 12:53 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পাহাড় আর সমুদ্রে ঘেরা ইতালির এই গ্রামে থাকতে চান? সরকার ২৭ লাখ টাকা দেবে, সুযোগ হারাবেন না