ফ্যাশনের মঞ্চে সৌন্দর্যের জাদু ছড়িয়ে দিলেন আইএএস অফিসার; ছাপিয়ে গেলেন পেশাদার মডেলদেরও

Last Updated:
IAS Officer in Ramp Show: মার্জার সরণিতে আত্মবিশ্বাসী এবং স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে হাঁটতে দেখা গেল সুন্দরী ঋতু সুহাসকে। শুধু মঞ্চই মাতালেন না, গুনে গুনে দশ গোল দিলেন পেশাদার মডেলদের।
1/5
বিশাল ঝাঁ, গাজিয়াবাদ: উত্তরপ্রদেশের দুঁদে আইএএস অফিসারদের মধ্যে অন্যতম হলেন ঋতু সুহাস। বর্তমানে তিনিই নেটিজেনদের সমস্ত চর্চার কেন্দ্রে। আসলে সম্প্রতি উত্তরপ্রদেশ সিল্ক ডিরেক্টোরেট অ্যান্ড খাদি ডিপার্টমেন্ট লখনউয়ে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করেছিল। সেখানেই দেবী সীতার রূপে মঞ্চে অবতরণ করতে দেখা গেল ওই আমলাকে।
বিশাল ঝাঁ, গাজিয়াবাদ: উত্তরপ্রদেশের দুঁদে আইএএস অফিসারদের মধ্যে অন্যতম হলেন ঋতু সুহাস। বর্তমানে তিনিই নেটিজেনদের সমস্ত চর্চার কেন্দ্রে। আসলে সম্প্রতি উত্তরপ্রদেশ সিল্ক ডিরেক্টোরেট অ্যান্ড খাদি ডিপার্টমেন্ট লখনউয়ে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করেছিল। সেখানেই দেবী সীতার রূপে মঞ্চে অবতরণ করতে দেখা গেল ওই আমলাকে।
advertisement
2/5
মার্জার সরণিতে আত্মবিশ্বাসী এবং স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে হাঁটতে দেখা গেল সুন্দরী ঋতু সুহাসকে। শুধু মঞ্চই মাতালেন না, গুনে গুনে দশ গোল দিলেন পেশাদার মডেলদের।
মার্জার সরণিতে আত্মবিশ্বাসী এবং স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে হাঁটতে দেখা গেল সুন্দরী ঋতু সুহাসকে। শুধু মঞ্চই মাতালেন না, গুনে গুনে দশ গোল দিলেন পেশাদার মডেলদের।
advertisement
3/5
অ্যাডিশনাল ডিরেক্টর আরবান লোকাল বডির দায়িত্ব সামলান ঋতু। মূলত ভারতীয় পোশাকআশাক এবং সংস্কৃতির প্রচারে মঞ্চ কাঁপালেন ঋতু। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন রাম এবং লক্ষ্মণও। আর সেই মুহূর্তের ভিডিওই এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
অ্যাডিশনাল ডিরেক্টর আরবান লোকাল বডির দায়িত্ব সামলান ঋতু। মূলত ভারতীয় পোশাকআশাক এবং সংস্কৃতির প্রচারে মঞ্চ কাঁপালেন ঋতু। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন রাম এবং লক্ষ্মণও। আর সেই মুহূর্তের ভিডিওই এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
4/5
এই ফ্যাশন শোয়ের উদ্দেশ্য কী? আইএএস ঋতু সুহাস সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় জানান যে, “কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশ সরকার খাদির প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে। এই কারণে খাদিতে তৈরি জামাকাপড়ের জন্য একটি ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল। এটা শুধুমাত্র ফ্যাশন শো নয়, আসলে এর মূল উদ্দেশ্য হল খাদির বিষয়ে মানুষের মনে সচেতনতা বৃদ্ধি করা। সেই সঙ্গে বয়নশিল্পীদের উদ্যম এবং প্রয়াস যাতে মানুষের কাছে পৌঁছতে পারে, সেই কারণেও আরও এই ফ্যাশন শোয়ের উদ্যোগ। এর ফলে মানুষ সিল্ক এবং খাদির বিষয়ে ওয়াকিবহাল হতে পারবে। আর দীপাবলি আসছে। ফলে এই শোয়ের থিম ছিল অযোধ্যার দীপোৎসব। সেই কারণেই এই থিমের অঙ্গ ছিলেন মা সীতা এবং ভগবান রাম-লক্ষ্মণ। সত্যিই এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল!”
এই ফ্যাশন শোয়ের উদ্দেশ্য কী? আইএএস ঋতু সুহাস সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় জানান যে, “কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশ সরকার খাদির প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে। এই কারণে খাদিতে তৈরি জামাকাপড়ের জন্য একটি ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল। এটা শুধুমাত্র ফ্যাশন শো নয়, আসলে এর মূল উদ্দেশ্য হল খাদির বিষয়ে মানুষের মনে সচেতনতা বৃদ্ধি করা। সেই সঙ্গে বয়নশিল্পীদের উদ্যম এবং প্রয়াস যাতে মানুষের কাছে পৌঁছতে পারে, সেই কারণেও আরও এই ফ্যাশন শোয়ের উদ্যোগ। এর ফলে মানুষ সিল্ক এবং খাদির বিষয়ে ওয়াকিবহাল হতে পারবে। আর দীপাবলি আসছে। ফলে এই শোয়ের থিম ছিল অযোধ্যার দীপোৎসব। সেই কারণেই এই থিমের অঙ্গ ছিলেন মা সীতা এবং ভগবান রাম-লক্ষ্মণ। সত্যিই এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল!”
advertisement
5/5
২০১৯ সালে মিসেস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন: ঋতু সুহাস হলেন ২০০৪ ব্যাচের পিসিএস অফিসার। আর সম্প্রতি সরকার তাঁর পদোন্নতি করেছে। অফিসার হওয়া সত্ত্বেও ঋতু সুহাসের মাথায় উঠেছিল ২০১৯ সালের মিসেস ইন্ডিয়ার খেতাব। আর সবথেকে বড় কথা হল, সুন্দরী এই আইএএস অফিসারের স্টাইল এবং ফ্যাশন সব সময় সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
২০১৯ সালে মিসেস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন: ঋতু সুহাস হলেন ২০০৪ ব্যাচের পিসিএস অফিসার। আর সম্প্রতি সরকার তাঁর পদোন্নতি করেছে। অফিসার হওয়া সত্ত্বেও ঋতু সুহাসের মাথায় উঠেছিল ২০১৯ সালের মিসেস ইন্ডিয়ার খেতাব। আর সবথেকে বড় কথা হল, সুন্দরী এই আইএএস অফিসারের স্টাইল এবং ফ্যাশন সব সময় সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
advertisement
advertisement
advertisement