Viral News: হনুমানের রূপ! আস্ত লেজ নিয়ে জন্ম হল শিশুর! তারপর? গোটা ঘটনায় অবাক যোগ
- Published by:Piya Banerjee
Last Updated:
Viral News: শিশুর শরীরে আস্ত লেজ! সদ্যোজাতকে দেখে অবাক ডাক্তাররা! গোটা ঘটনা জানলে চমকে যাবেন!
#মেক্সিকো: বিশ্বে যা ঘটে তার অনেকটা জুড়েই থেকে যায় বিস্ময়! অনেক কিছুই রোজ ঘটছে পৃথিবীতে যার অনেকটাই অলৌকিক। সাইন্সের হিসেবের বাইরেও ঘটছে নানা অনেককিছু! সম্প্রতি একটি ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মানুষের শরীর থেকে অনেক কিছুই ধীরে ধীরে বিলুপ্ত হয়েছে। এক সময় মানুষের লেজ ছিল। কিন্তু এখন আর তা নেই। বনমানুষকেই বলা হয় মানুষের পূর্বপুরুষ। এ কথা যে সত্যি তা প্রমাণ করল মেক্সিকোতে জন্ম নেওয়া এক শিশু কন্যা!
শিশুর জন্মের পর অবাক হয়ে গেলেন সকলে। ডাক্তাররা বলছেন এমন ঘটনা সত্যিই বিরল। এই কন্যা সন্তান ইতিহাস তৈরি করল। জানা গিয়েছে, একটি হাসপাতালে জন্ম হয় এক শিশু কন্যার। দেখা যায় জন্মের সময় ২ ইঞ্চির লেজ রয়েছে তার। প্রথমে ডাক্তাররা ভাবেন, এই লেজে নিশ্চয় কোনও অনুভূতি থাকবে না! কারণ এই লেজ এখন বিলুপ্তপ্রায়! তবে সেখানেই থাকে এক বিরাট চমক।
advertisement
আরও পড়ুন: ইউক্রেনের যুদ্ধতেই ভবিষ্যৎ অন্ধকারে! পাশে নেই দেশ! নদিয়ার ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন মাঝ পথে!
advertisement
পরীক্ষা করার জন্য ওই সদ্যোজাতের লেজে চিমটি কাটেন এক ডাক্তার। চিমটি কাটার সঙ্গে সঙ্গে কেঁদে ভাসায় শিশুটি। সে এক অবাক কাণ্ড! বিরল হলেও এই ঘটনা চমকে দেয়! তবে লেজ নিয়ে শিশুটিকে ছাড়া হয়নি হাসপাতাল থেকে। অপারেশন করে বাদ দেওয়া হয় এই লেজ। তবে কন্যা সন্তানের লেজ নিয়ে জন্মের ঘটনায় অনেকেই অবাক হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার হতেই ভাইরাল হয়। বহু মানুষ বলছেন এতো অলৌকিক ঘটনা! যদিও এটা অলৌকিক নয় এমনটাই বলছেন ডাক্তাররা!
Location :
First Published :
November 29, 2022 10:23 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: হনুমানের রূপ! আস্ত লেজ নিয়ে জন্ম হল শিশুর! তারপর? গোটা ঘটনায় অবাক যোগ