Nadia News:ইউক্রেনের যুদ্ধতেই ভবিষ্যৎ অন্ধকারে! পাশে নেই দেশ! নদিয়ার ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন মাঝ পথে!

Last Updated:

Nadia News: ইউক্রেন যুদ্ধে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরেছিল ডাক্তারি পড়ুয়া চতুর্থ বর্ষের ছাত্র! তবে প্রাণ বাঁচলেও ডাক্তার হওয়ার স্বপ্ন অন্ধকারে! পাশে নেই কেউ!

+
ইউক্রেন

ইউক্রেন ফেরত যুবক অরিন্দম বিশ্বাস

#মাজদিয়া: রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দামামা যখন বেজেছিল বহু দেশের নাগরিকেরা ইউক্রেনে আটকে পড়েছিলেন। ইউক্রেনে বহু ভারতীয় নাগরিকেরা মেডিকেল পড়তে যান। তুলনামূলকভাবে উন্নতমানের শিক্ষার পাশাপাশি পড়াশোনা খরচটা একটু কম বলেই বেশিরভাগ ছাত্রছাত্রীরা ইউক্রেনে ডাক্তারি পড়তে যান বলে জানা যায়। তবে যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় পড়াশোনা। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত হয়ে পড়েন ইউক্রেনের বহু ভারতীয় পড়ুয়ারা।
রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় ইউক্রেনে পাঠরত সমস্ত নাগরিকদের ভারতীয় সেনাবাহিনীদের তৎপরতায় ফিরিয়ে আনা হয় দেশে। দেশে সুস্থ ও স্বাভাবিকভাবে ফিরলেও অনিশ্চিত হয়ে পড়ে তাদের ভবিষ্যৎ। ঠিক তেমনই নদিয়ার মাজদিয়ার অরিন্দম বিশ্বাস ইউক্রেনে চতুর্থ বর্ষের ছাত্র ছিল। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জন্য ফিরে আসতে হয় তাকে দেশে। দেশে ফেরার পর সরকার থেকে সাহায্যের আশ্বাস পেয়েছিলেন তারা। তবে তাদের অভিযোগ এখনও পর্যন্ত সেই অর্থে কোনও রকম প্রতিশ্রুতি পূরণ করেনি কেউই।
advertisement
advertisement
আপাতত বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই পঞ্চম বর্ষের পড়াশোনা করছে অরিন্দম। যুদ্ধের কারণে ওখানকার অবস্থা খুবই শোচনীয় বলে জানায় সে। অনলাইনে পড়াশোনা ঠিকঠাক মত হয় না। সে জানায় সরকার থেকে তাদের পড়াশোনার কোনও ব্যবস্থা যদি করে দেওয়া হয় তাহলে তারা উপকৃত হবে। দেশে ফেরার পর বেশ কিছু সরকারি আধিকারিকেরা তার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেন এবং তাকে আশ্বাস দিয়ে আসেন ভবিষ্যতে তার পাশে দাঁড়ানোর কিন্তু এখনও সেই আশ্বাস পূরণ হয়নি বলে তার অভিযোগ।
advertisement
এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদার কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান আমরা গিয়েছিলাম পঞ্চায়েত সমিতি ও বিডিও অফিসের পক্ষ থেকে। আমরা তাদের বলে এসেছিলাম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এখনও যদি সে কোনও সুযোগ সুবিধা না পায় আগামী দিনে আবারও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News:ইউক্রেনের যুদ্ধতেই ভবিষ্যৎ অন্ধকারে! পাশে নেই দেশ! নদিয়ার ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন মাঝ পথে!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement