Viral: '২৫টা রুটি খেয়েছি, এক থালা ভাত, তারপর...! 'ট্রেনিংএ ঘুম কীসের?' উত্তরে পুলিশকর্মীর 'চিঠি' Super ভাইরাল!

Last Updated:

Viral: কনস্টেবল রাম শরীফ যাদবের বিরুদ্ধে অভিযোগ, সোমবার তার প্রশিক্ষণের সময় তিনি ঘুমিয়ে ছিলেন। এরপরে তাঁর কমান্ডার তাঁকে বলেন যে এই কাজটি চরম অবহেলার লক্ষণ এবং এর জন্য তাঁকে প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেও বলা হয়।

পুলিশকর্মীর চিঠি ভাইরাল!
পুলিশকর্মীর চিঠি ভাইরাল!
#ভাইরাল : উত্তরপ্রদেশ থেকে রিপোর্ট করা একটি অস্বাভাবিক ঘটনায়, সুলতানপুরে প্রশিক্ষণের সময় এক হেড কনস্টেবল ঘুমন্ত অবস্থায় ধরা পড়েন। তাকে তাঁর এই কাজের জন্য ব্যাখ্যা দিতে বলা হয়। সেই স্পষ্টীকরণ চিঠিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চিঠির ছবি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে।
কনস্টেবল রাম শরীফ যাদবের বিরুদ্ধে অভিযোগ, সোমবার তার প্রশিক্ষণের সময় তিনি ঘুমিয়ে ছিলেন। এরপরে তাঁর কমান্ডার তাঁকে বলেন যে এই কাজটি চরম অবহেলার লক্ষণ এবং এর জন্য তাঁকে প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেও বলা হয়।
advertisement
advertisement
তার উত্তরে, পুলিশকর্মী বলেন, "আমি লখনউ থেকে প্রশিক্ষণের জন্য পিটিসি দাদুপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবং এখানে পৌঁছতে অনেক কষ্ট হয়েছিল। সঠিক খাবার না পাওয়ার কারণে, আমার পেট ভরেনি। তাই, পরের দিন সকালে, আমি খেয়েছিলাম ২৫টি রুটি, এক প্লেট ভাত, দুই বাটি ডাল এবং এক বাটি সবজি। এতে আমি অলস হয়ে পড়ি ও ঘুম আসে।"
advertisement
ওই পুলিশকর্মী অবশ্য এই অভিনব ব্যাখ্যা দেওয়ার পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং কর্মকর্তাকে আশ্বস্ত করেছিলেন যে এটি আর হবে না। তবে তাঁর এই নজিরবিহীন চিঠিটি সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে। নেটিজেনরা চিঠি ঘিরে বিভক্ত হয়ে পড়েছে। একজন ব্যবহারকারী বলেন, 'বান্দা সাচ্চা হ্যায়।' অর্থাৎ এই ব্যক্তি সৎ। আরেকজন লিখেছেন, "২৫ রুটি.. ভাবা যায় না!"
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: '২৫টা রুটি খেয়েছি, এক থালা ভাত, তারপর...! 'ট্রেনিংএ ঘুম কীসের?' উত্তরে পুলিশকর্মীর 'চিঠি' Super ভাইরাল!
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement