Viral News: সিনেমা শুরুর আগে কেন দেখানো হয় এমন Certificate? এর মানেই বা কী?

Last Updated:

Viral News: যখনই কোনও ছবি শুরু হয়, আমরা ১০ সেকেন্ডের জন্য স্ক্রিনে একটি সার্টিফিকেট দেখতে পাই। এই সার্টিফিকেটের অর্থ কী?

কেন এমন সার্টিফিকেট?
কেন এমন সার্টিফিকেট?
#ভাইরাল নিউজ: বলিউড থেকে হলিউডে মুক্তি পাচ্ছে একের পর এক শক্তিশালী সিনেমা। কিন্তু যখনই কোনও ছবি শুরু হয়, আমরা ১০ সেকেন্ডের জন্য স্ক্রিনে একটি সার্টিফিকেট দেখতে পাই। অনেক সময় মানুষের মনে এই প্রশ্ন জাগে যে এই সার্টিফিকেটের অর্থ কী? কিন্তু খুব কম মানুষই জানেন যে, ছবির শুটিং শেষ হওয়ার পর এই সার্টিফিকেট পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। কারণ, যদি এই সার্টিফিকেট না পাওয়া যায়, তাহলে সেই চলচ্চিত্রটিও মুক্তি পাবে না।
সার্টিফিকেটটিতে কী ধরনের তথ্য আছে?
ফিল্ম শুরু করার আগে প্রায় ১০ সেকেন্ডের জন্য এই শংসাপত্রটি দেখানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ এই সার্টিফিকেটে প্রতিটি চলচ্চিত্র সম্পর্কে অনেক তথ্য লেখা থাকে। অধিকাংশ মানুষ এই সার্টিফিকেটে দেখেন ছবিটি কত দৈঘ্যের এবং কত রিলের। কিন্তু এর পাশাপাশি এই সার্টিফিকেটে অন্যান্য বিষয়ও লেখা থাকে। চলুন জেনে নিই ঠিক কী কী জানা যায় এই সার্টিফিকেট থেকে যা অত্যন্ত জরুরি।
advertisement
advertisement
জানিয়ে রাখি, যে যদি কোনও ফিল্মের সার্টিফিকেটে 'A' লেখা থাকে তবে এর অর্থ এই ছবিটি শিশু থেকে বড় যে কেউ দেখতে পাবে।
কিন্তু যদি কোনো ফিল্মের সার্টিফিকেটে 'Av' লেখা থাকে, তাহলে এর মানে হল ১২ বছরের কম বয়সি শিশুরা শুধুমাত্র তাদের বাবা-মায়ের সঙ্গে এই ছবিটি দেখতে পারবে।
advertisement
অন্যদিকে, যদি কোনও ফিল্মের সার্টিফিকেটে 'V' লেখা থাকে, তাহলে এর মানে হল ১৮ বছরের কম বয়সি শিশুরা এই ছবিটি দেখতে পারবে না।
যদি কোনও ফিল্মের সার্টিফিকেটের গায়ে 'S' লেখা থাকে, তাহলে এর মানে হল ফিল্মটি একটি নির্দিষ্ট দর্শকের জন্য তৈরি, অর্থাৎ এটি একজন ডাক্তার বা বিজ্ঞানীর জন্য তৈরি।
advertisement
শুধু তাই নয়, ছবির সার্টিফিকেট ছবির রিল সম্পর্কে তথ্য দেওয়া হয়। ছবিটি কত দিনের, সেটাও লেখা থাকে এই শংসাপত্রে।
সেন্সর বোর্ড যদি মনে করে ছবির কোনও দৃশ্য বাদ দেওয়া উচিত, তাও সার্টিফিকেটের গায়ে লেখা থাকে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: সিনেমা শুরুর আগে কেন দেখানো হয় এমন Certificate? এর মানেই বা কী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement