Viral Income Idea: অর্ধেক বিছানা ভাড়া দিয়েই মালামাল মহিলা! মাসে ৫০ হাজার ডলার ইনকামে শুধু 'কাডলিং'-এর অনুমতি আছে...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Income Idea: বিছানার অর্ধেক ভাড়া দিয়ে প্রতি মাসে ৫০,০০০ ডলার আয় করছেন মনিক জেরেমায়া। হট বেডিং নামের এই পদ্ধতি ঘিরে এখন উত্তাল নেটপাড়া...
অটোয়া: কানাডায় জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়ে চলেছে, বিশেষ করে বড় শহরগুলিতে, তাতে ভারতীয় অভিবাসীদের—বিশেষ করে পাঞ্জাব ও হরিয়ানা থেকে আগতদের—জীবন কাটানো দিন দিন কঠিন হয়ে উঠছে। এই চাপে পড়ে অনেকেই নতুন ও অদ্ভুত পন্থা খুঁজে নিচ্ছেন টিকে থাকার জন্য।
শুধু কানাডাই নয়, গোটা বিশ্বেই এখন জীবনযাত্রার খরচ এক লাফে বেড়ে গিয়েছে অনেকটা। এদিকে কাজেরও অভাব। এমন পরিস্থিতি জীবন চালাতে অনেকেই নতুন নতুন এবং অভিনব পন্থা নিয়ে বেড়াচ্ছেন। যেগুলি অবাক শুনতে লাগলেও, বেশ নতুনত্ব রয়েছে। তেমন এক ঘটনা আমাদের সামনে। যা অবাক হয়ে যাবেন যে কেউ।
advertisement
advertisement
অর্থ উপার্জনে অভিনব উপায় বেছে নিয়েছেন কানাডার ৩৭ বছর বয়সী মহিলা মনিক জেরেমায়া। কোভিড-১৯ লকডাউনের সময় সম্পর্ক ভেঙে যাওয়া এবং আয় বন্ধ হয়ে যাওয়ার পর, তিনি ঠিক করেন নিজের বিছানার অর্ধেক ভাড়া দেবেন।
এই পদ্ধতিকে বলা হচ্ছে হট বেডিং (Hot Bedding)। মনিক অনলাইনে বিজ্ঞাপন দেন এবং অল্প টাকায় বিছানার একটি পাশ শেয়ার করার প্রস্তাব রাখেন। অবাক করার মতো বিষয়, এটি ব্যাপক সাড়া ফেলে। এক মাসে তিনি প্রায় ৫০,০০০ ডলার পর্যন্ত আয় করতে সক্ষম হন।
advertisement
তিনি জানান, কিছু নিয়ম মেনে চলে এই চুক্তি। চাইলে পারস্পরিক সম্মতিতে জড়িয়ে ঘুমানো (cuddling) যেতে পারে। যদিও অনেকে এই পদ্ধতিকে নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও অনৈতিক বলেই মনে করছেন, তবে অনেকেই এটিকে নতুন অর্থ উপার্জনের বিকল্প হিসেবে সমর্থন করেছেন।
advertisement

এই সেই মহিলা…Image – News18
মনিকের অভিজ্ঞতা এখন বহু অনাবাসীর জন্য এক অনুপ্রেরণা, যারা বিদেশে বাঁচতে গিয়ে অচেনা পথ খুঁজছেন। তবে অর্ধেক বিছানা ভাড়া দিয়েও যে মালামাল হওয়া যায়, সেই পথই দেখালেন মনিকা। বিষয়টা আপনার কেমন লাগল?
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2025 1:12 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Income Idea: অর্ধেক বিছানা ভাড়া দিয়েই মালামাল মহিলা! মাসে ৫০ হাজার ডলার ইনকামে শুধু 'কাডলিং'-এর অনুমতি আছে...