Snake Story: ভয়ঙ্কর কাণ্ড! সবুজ পাতার আড়ালে ওটা কী! লুকিয়ে রয়েছে যে ভয়ঙ্কর প্রাণীটি

Last Updated:

The Snake Hidden In This Viral Video: আপনার জন্য কোনও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে রয়েছে৷ এই সবুজ পাতার ফাঁকেই লুকিয়ে থাকে সেই ভয় ধরিয়ে দেওয়া প্রাণীটি৷

সবুজ পাতার আড়ালে ওটা কী? (Photo Credits: Instagram)
সবুজ পাতার আড়ালে ওটা কী? (Photo Credits: Instagram)
সবুজ পাতায় ঘেরা বাড়ি৷ এত সবুজ দেখে গাছের পাতায় হাত ছোঁয়াতে মন করে৷ প্রক-তির সান্নিধ্য পেতে ইচ্ছা হয়৷ কিন্তু সাবধান! হতে পারে এই সবুজ পাতায় হাত ছোঁয়ানোই আপনার কার হয়ে দাঁড়াল৷
আপনার জন্য কোনও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে রয়েছে৷ এই সবুজ পাতার ফাঁকেই লুকিয়ে থাকে সেই ভয় ধরিয়ে দেওয়া প্রাণীটি৷
advertisement
advertisement
সাপ নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই৷ এই প্রাণীটি যেন আতঙ্ক ও রোমাঞ্চের যৌথ প্রতিমূর্তি৷ যাই হোক, তবে এই প্রাণীটি ঘিরে আগ্রহেরও শেষ নেই৷ কোবরা, চন্দ্রচূড় প্রভৃতি এমনই কিছু ভয়ঙ্কর সাপের নাম আমরা সকলেই জানি৷
advertisement
এমনই আরও এক সাপ রয়েছে, যার নাম ভাইন স্নেক৷ এর অদ্ভুত সবুজ চেহারার জন্য একে অনেকে গ্রিনভাইন স্নেকও বলে থাকেন৷ ভারতের পশ্চিমঘাট ও উত্তরভারতের বেশ কিছু অংশে এই সাপের প্রাদুর্ভাব অনেক বেশি৷
এই সাপটির চেহারা সরু, লম্বা৷ গায়ের রঙ পাতার মতোই উজ্জ্বল সবুজ বর্ণের৷ এর ফলে সহজেই পাতার ফাঁকে ওরা লুকিয়ে থাকতে পারে৷
advertisement
ওয়ার্ল্ড লাইফ ফোটোগ্রাফার ইশান শানাভাস সোশ্যালমিডিয়ায় এই ভাইন স্নেকের কিছু ছবি ভাইরাল হয়৷ তিনি ভাইরাল ছবি শেয়ার করে বলেছেন, ‘‘আপনি যদি দূর থেকে তাকান, তা হলে আপনি কিন্তু কিছুই দেখতে পাবেন না৷ মনে হবে যেন অনেক সবুজ পাতা একসঙ্গে রয়েছে৷ কিন্তু যদি জুম করে দেখেন তা হলে বুঝতে পারবেন, এইগুলো পাতার ছদ্মবেশে আসলে সবুজ সাপ৷’’
advertisement
তাহলে সবুজ উজ্জ্বল পাতা দেখেই কিন্তু স্পর্শ করার চেষ্টা করবেন না৷ কে জানে! সবুজের আড়ালে কী ভয়ঙ্কর সুন্দর কেউ আপনার জন্য অপেক্ষা করছে৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake Story: ভয়ঙ্কর কাণ্ড! সবুজ পাতার আড়ালে ওটা কী! লুকিয়ে রয়েছে যে ভয়ঙ্কর প্রাণীটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement