Protest Against Poor Roads: অবাক করা কাণ্ড! জল ভরা গর্তকে পুজো, বেহাল রাস্তা মেরামতের দাবিতে বেনজির প্রতিবাদ

Last Updated:

Protest Against Poor Roads: এর প্রতিবাদে তাঁরা জল ভরা গর্তে ফুলের পাঁপড়ি, হলুদের গুঁড়ো, কুমকুম দিয়ে পুজো করেছে৷ এই ঘটনা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে৷

বেহাল রাস্তার জন্য অভূতপূর্ব প্রতিবাদে সামিল হলেন বেঙ্গালুরুতে বসবাসকারী এক দম্পতি (Image: News18)
বেহাল রাস্তার জন্য অভূতপূর্ব প্রতিবাদে সামিল হলেন বেঙ্গালুরুতে বসবাসকারী এক দম্পতি (Image: News18)
বেঙ্গালুরু: ভারতের রাস্তা-ঘাট জুড়ে খানাখন্দের দৃশ্য নতুন নয়৷ ভারতের যে কোনও রাজ্যে বেশিরভাগ রাস্তার অবস্থাই বেহাল৷ বিশেষ করে বর্ষাকালে এই খারাপ রাস্তার অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে৷ গর্তে জল জমে যায়৷ ফলে আখছাড় দুর্ঘটনার শিকার হতে হয় মানুষকে৷
এই বেহাল রাস্তার জন্য অভূতপূর্ব প্রতিবাদে সামিল হলেন বেঙ্গালুরুতে বসবাসকারী এক দম্পতি৷ সেখানে তাঁরা একটা রাস্তার জলভরা গর্তকে রীতিমতো পুজো করছে৷ দম্পতি বেঙ্গালুরুর জয়নগর অঞ্চলের বাসিন্দা৷ এই অঞ্চলে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ৷
advertisement
তাই এর প্রতিবাদে তাঁরা জল ভরা গর্তে ফুলের পাঁপড়ি, হলুদের গুঁড়ো, কুমকুম দিয়ে পুজো করেছে৷ এই ঘটনা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে৷
advertisement
রাস্তার শোচনীয় অবস্থার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করাই ছিল তাঁদের প্রধান কারণ৷ তাঁরা সংবাদপত্রের  মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘‘প্রায় একবছরেও বেশি সময় ধরে রাস্তার অবস্থা খুব খারাপ৷ তাই বাধ্য হয়ে এই পদক্ষেপ৷’’
তাঁর এই ঘটনায় নেটিজেনরাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷ একজন লিখেছেন, ‘‘প্রথমে রাস্তা মেরামত করুন৷ আগামী বর্ষার জন্য আগে উপযুক্ত নিকাশি ব্যবস্থা করুন৷ দ্বিতীয়, তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর না হয় তার পর বানানোর কথা ভাবা যাবে৷’’
advertisement
বেহাল রাস্তার জন্য আগেও নানা ধরনের প্রতিবাদ হয়েছে৷ কখনও রাস্তা অবরোধ অথবা গর্তে মাছ ছেড়ে দেওয়ার মতো অদ্ভুত সে আন্দোলনের ভাষা৷ এই তালিকায় সংযোজিত হল আরও এক অদ্ভুত অন্যরকম প্রতিবাদের পন্থা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Protest Against Poor Roads: অবাক করা কাণ্ড! জল ভরা গর্তকে পুজো, বেহাল রাস্তা মেরামতের দাবিতে বেনজির প্রতিবাদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement