Protest Against Poor Roads: অবাক করা কাণ্ড! জল ভরা গর্তকে পুজো, বেহাল রাস্তা মেরামতের দাবিতে বেনজির প্রতিবাদ

Last Updated:

Protest Against Poor Roads: এর প্রতিবাদে তাঁরা জল ভরা গর্তে ফুলের পাঁপড়ি, হলুদের গুঁড়ো, কুমকুম দিয়ে পুজো করেছে৷ এই ঘটনা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে৷

বেহাল রাস্তার জন্য অভূতপূর্ব প্রতিবাদে সামিল হলেন বেঙ্গালুরুতে বসবাসকারী এক দম্পতি (Image: News18)
বেহাল রাস্তার জন্য অভূতপূর্ব প্রতিবাদে সামিল হলেন বেঙ্গালুরুতে বসবাসকারী এক দম্পতি (Image: News18)
বেঙ্গালুরু: ভারতের রাস্তা-ঘাট জুড়ে খানাখন্দের দৃশ্য নতুন নয়৷ ভারতের যে কোনও রাজ্যে বেশিরভাগ রাস্তার অবস্থাই বেহাল৷ বিশেষ করে বর্ষাকালে এই খারাপ রাস্তার অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে৷ গর্তে জল জমে যায়৷ ফলে আখছাড় দুর্ঘটনার শিকার হতে হয় মানুষকে৷
এই বেহাল রাস্তার জন্য অভূতপূর্ব প্রতিবাদে সামিল হলেন বেঙ্গালুরুতে বসবাসকারী এক দম্পতি৷ সেখানে তাঁরা একটা রাস্তার জলভরা গর্তকে রীতিমতো পুজো করছে৷ দম্পতি বেঙ্গালুরুর জয়নগর অঞ্চলের বাসিন্দা৷ এই অঞ্চলে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ৷
advertisement
তাই এর প্রতিবাদে তাঁরা জল ভরা গর্তে ফুলের পাঁপড়ি, হলুদের গুঁড়ো, কুমকুম দিয়ে পুজো করেছে৷ এই ঘটনা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে৷
advertisement
রাস্তার শোচনীয় অবস্থার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করাই ছিল তাঁদের প্রধান কারণ৷ তাঁরা সংবাদপত্রের  মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘‘প্রায় একবছরেও বেশি সময় ধরে রাস্তার অবস্থা খুব খারাপ৷ তাই বাধ্য হয়ে এই পদক্ষেপ৷’’
তাঁর এই ঘটনায় নেটিজেনরাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷ একজন লিখেছেন, ‘‘প্রথমে রাস্তা মেরামত করুন৷ আগামী বর্ষার জন্য আগে উপযুক্ত নিকাশি ব্যবস্থা করুন৷ দ্বিতীয়, তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর না হয় তার পর বানানোর কথা ভাবা যাবে৷’’
advertisement
বেহাল রাস্তার জন্য আগেও নানা ধরনের প্রতিবাদ হয়েছে৷ কখনও রাস্তা অবরোধ অথবা গর্তে মাছ ছেড়ে দেওয়ার মতো অদ্ভুত সে আন্দোলনের ভাষা৷ এই তালিকায় সংযোজিত হল আরও এক অদ্ভুত অন্যরকম প্রতিবাদের পন্থা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Protest Against Poor Roads: অবাক করা কাণ্ড! জল ভরা গর্তকে পুজো, বেহাল রাস্তা মেরামতের দাবিতে বেনজির প্রতিবাদ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement