Viral Video : বোতল ধরে অবাক জলপান! একরত্তি কাঠবিড়ালির তৃষ্ণা নিবারণ করে ভাইরাল জনৈক পশুপ্রেমী

Last Updated:

Viral Video : ট্যুইটারে শেয়ার করে এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে ‘স্টে হাইড্রেটেড’৷

Viral Video
Viral Video
মানুষের মতো পশুপ্রাণীরাও নাজেহাল হয়ে যায় প্রাণান্তকর গরমে ৷ অনেকেই গরমে পাখিদের জন্য বাড়ির বারান্দা ও ছাদে খাবারের সঙ্গে রেখে দেন ছোট্ট এক পাত্র জল ৷ পশুর তৃষ্ণা নিবারণের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে৷
তাপপ্রবাহে জেরবার ছোট্ট এক কাঠবিড়ালিও ৷ ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা জলপান করাচ্ছে তৃষ্ণার্ত কাঠবিড়ালিকে ৷ একরত্তি কাঠবিড়ালিও দিব্যি জলের বোতল ধরে পান করছে জল ৷ ট্যুইটারে শেয়ার করে এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে ‘স্টে হাইড্রেটেড’৷
আরও পড়ুন : একটা আম ১৫০০ টাকা! নবাবি মুর্শিদাবাদে কোহিতুর নাকি খাওয়া হত সোনার টুথপিকে গেঁথে
সামাজিক মাধ্যমে ভিডিওটির ভিউজ ছাপিয়ে গিয়েছে ২.৫ মিলিয়ন ৷ এসেছে অসংখ্য মন্তব্য ও শুভেচ্ছাবার্তা ৷ অনেক ট্যুটারেত্তি শেয়ার করেছেন নিজেদের পোষ্যর ছবি এবং ভিডিও-ও ৷ ১ হাজারের বেশি ট্যুইারেত্তি রিট্যুইট করেছেন এই পোস্ট৷
advertisement
advertisement
এক জন নেটিজেন লিখেছেন ‘‘এটা দেখে মন ভাল হয়ে যায়, শেয়ারিং ইজ কেয়ারিং৷’’ আর একজনের মন্তব্য ‘‘বেচারা ছোট্ট প্রাণীটির খুবই তেষ্টা পেয়েছিল৷’’ এই প্রসঙ্গে আর এক নেটিজেন মনে করিয়ে দিয়েছেন ছোট ছোট প্রাণীদেরও তৃষ্ণ নিবারণের গুরুত্ব৷
advertisement
আরও পড়ুন : বুস্টার ডোজ নিলেও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ভাইরাস, জানুন কাদের বিপদ বেশি
ভাইরাল ভিডিও ক্লিপটি কোথাকার জানা যায়নি৷ কিন্তু ইন্টারনেটের দুনিয়ায় ভাইরাল হতে তো আর স্থান-কাল-পাত্রের প্রয়োজন হয় না ৷ তাই নেটিজেনরা চুটিয়ে উপভোগ করছেন কাঠবিড়ালির অবাক জলপান ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : বোতল ধরে অবাক জলপান! একরত্তি কাঠবিড়ালির তৃষ্ণা নিবারণ করে ভাইরাল জনৈক পশুপ্রেমী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement