হোম /খবর /পাঁচমিশালি /
ইংরেজির কোন অক্ষর ছাড়া মানুষ বাঁচতে পারে না...? ৯৯ % মানুষই উত্তর খুঁজে ফেল!

ইংরেজির কোন অক্ষর ছাড়া মানুষ বাঁচতে পারে না...? ৯৯ % মানুষই উত্তর খুঁজে ফেল! সঠিক উত্তর চমকে দেবে আপনাকে

ইংরেজির কোন অক্ষর ছাড়া মানুষ বাঁচতে পারে না

ইংরেজির কোন অক্ষর ছাড়া মানুষ বাঁচতে পারে না

Trending News || Interesting Facts: সঠিক উত্তর খুঁজতে গিয়ে হয়রান অধিকাংশ মানুষ। এমনই কিছু মাথা ঘুরিয়ে দেওয়া প্রশ্ন যা চমকে দেবে আপনাকে।

  • Share this:

ট্রেন্ডিং নিউজ : পড়াশোনার পাঠ চোকাতে না চোকাতে ছেলে-মেয়েদের মনে একটাই চিন্তা কাজ করতে থাকে, চাকরির চিন্তা। আর যে কোনও চাকরি পরীক্ষায় পাশ করতে হলে চাকরির ইন্টারভিউ চলে বেশ কয়েক রাউন্ড। আর সেই কারণে অনেকে ইন্টারভিউ নিয়ে প্রাক্টিস করতে থাকে। কিন্তু তবুও এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর অনেকেরই অজানা। বর্তমানে এই ইন্টারভিউগুলিতে একদিকে যেমন নানা বিষয়ভিত্তিক প্রশ্ন করা হয়, তেমনই করা হয় কিছু জামাই ঠকানো প্রশ্ন। যাচাই করার চেষ্টা করা হয় চাকরিপ্রার্থীর বুদ্ধিমত্তা। এই সব প্রশ্নে জানা উত্তরকেই এভাবে ঘুরিয়ে দেওয়া হয় যে সেটি একটি বিভ্রান্তিকর প্রশ্ন হয়ে দাঁড়ায়।

এক্ষেত্রে জ্ঞানের থেকেও বেশি প্রয়োজন পরে বুদ্ধির। সেরকমই কিছু বিভ্রান্তিকর এবং অবাক করার মতো আর সেই সঙ্গে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্নও তুলে ধরছি আমরা, দেখুন তো উত্তর দিতে পারেন কিনা।

আরও পড়ুন: কোটি কোটি মানুষের জন্য জরুরি...! 'কোন' রেশন কার্ডে কত কেজি চাল-গম-চিনি? জানুন গুরুত্বপূর্ণ আপডেট

১)ফেবিকল যে বোতলে ভরা থাকে তার সাথে লেগে যায় না কেন?

উত্তর:- আসলে ফেভিকল বাতাসের সংস্পর্শে এলেই আটকে যায়।

২)বছরের কোন মাসে ২৮ তারিখ থাকে?

উত্তর:- আসলে বছরের প্রতিটি মাসেই ২৮ তারিখ থাকে, কিন্তু বিভ্রান্ত হয়ে সবাই ফেব্রুয়ারি বলেন।

৩)সাদা বিষ কাকে বলে?

উত্তর:- চিনি ।

আরও পড়ুন: ভয়ে আতঙ্কে গ্রাম ছাড়ছেন মানুষ...! বাড়ি-ঘর-দোকান ছেড়ে পালাচ্ছেন সবাই...! হঠাৎ কী হল বাংলার এই গ্রামে? শিউরে উঠবেন শুনলে

৪)কোন দেশে নীল জিন্স পরা উপর নিষেধাজ্ঞা আছে?

উত্তর:- উত্তর কোরিয়ায় জিন্স নিষিদ্ধ।

৫)বিশ্বের কোন দেশে কৃষিকাজ হয় না?

উত্তর :- সিঙ্গাপুর এমন একটি দেশ যেখানে কোনও চাষবাস হয়না।

৬) প্রশ্ন: বলুন তো ভারতের কোন রাজ্যকে ‘সমুদ্রের দান’ বলা হয়?

উত্তর:- কেরালা।

৭) প্রশ্ন: পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয় জানেন?

উত্তর: ১৯৪৭ সাল, দেশ ভাগের সময়।

৮) প্রশ্ন: আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?

উত্তর:- ভুটান।

৯) প্রশ্ন: কী না থাকলে মেয়েদের বিয়ে হয় না?

উত্তর:- মেয়েদের বিয়ে করবার ইচ্ছা না থাকলে মেয়েদের বিয়ে হয় না। (আসলে প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন)

১০)এমন কোন প্রশ্ন যার উত্তর প্রতিনিয়ত পরিবর্তিত হয়?

উত্তর:- সময় কত?

১১)এমন কি জিনিস যা যত কমায় তত বাড়ে?

উত্তর:- আয়ুকাল।

১৫) ইংরেজির কোন অক্ষর ও সংখ্যা ছাড়া মানুষ বাঁচতে পারবে না?উত্তর :- O, অর্থাৎ অক্সিজেন।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Interview, Trending News