GK: বলুন তো, পৃথিবীর সবথেকে পরিচ্ছন্ন দেশ কোনটি? নাম জানলে চমকে যাবেন গ্যারান্টি...!
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
GK: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সারা বিশ্বে ঘটা ৭৪ শতাংশ মৃত্যুর জন্য দায়ী অসংক্রামক রোগই। তাই সারা বিশ্বের মানুষের জীবনযাপনের গুণমান বাড়াতে সমস্ত ক্ষেত্রে দূষণ হ্রাস করতে হবে।
কোনও মানুষের দীর্ঘায়ু এবং সুস্থ থাকার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরিচ্ছন্নতার। যেসব দেশে দূষণ মাত্রাতিরিক্ত, সেই সব দেশে অ-সংক্রামক রোগের জেরে মৃত্যুহারও অনেকটাই বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সারা বিশ্বে ঘটা ৭৪ শতাংশ মৃত্যুর জন্য দায়ী অসংক্রামক রোগই। তাই সারা বিশ্বের মানুষের জীবনযাপনের গুণমান বাড়াতে সমস্ত ক্ষেত্রে দূষণ হ্রাস করতে হবে। তাই আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক বিশ্বের সবথেকে পরিচ্ছন্ন ১০টি দেশের তালিকা।
এস্টোনিয়া:
ইউরোপে অবস্থিত ছবির মতো সাজানো সুন্দর এই দেশটি। বিশ্বের সবথেকে পরিচ্ছন্ন দেশ এস্টোনিয়া। সবুজে সাজানো প্রকৃতি, পরিষ্কার জল এবং বিশুদ্ধ বাতাস -এই সবই এস্টোনিয়ার পরিচায়ক।
advertisement
লাক্সেমবার্গ:
বিশ্বের দ্বিতীয় সবথেকে পরিচ্ছন্ন দেশের তালিকায় রয়েছে লাক্সেমবার্গ। গ্রিন ট্রান্সপোর্ট পরিকাঠামো এবং দুর্দান্ত জল নিয়ন্ত্রণের জন্য সারা বিশ্বে প্রশংসিত হয় এই দেশটি।
জার্মানি:
বিশ্বের সবথেকে পরিচ্ছন্ন দেশগুলির মধ্যে তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে জার্মানি। এখানকার ওয়েস্টওয়াটার ম্যানেজমেন্ট এককথায় দুর্ধর্ষ। আর এখাকার সবুজ পরিকাঠামোর কথাও আলাদা করে বলে দিতে হয় না।
advertisement
ফিনল্যান্ড:
বিশ্বের সবথেকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন দেশগুলির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফিনল্যান্ড। কারণ স্যানিটেশন বা স্বাস্থ্যবিধি, গুণগতমান বিশিষ্ট পানীয় জল এবং দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে হাই স্ট্যান্ডার্ড মেনে চলে এই দেশটি।
advertisement
ইউনাইটেড কিংডম:
গোটা বিশ্বের সবথেকে পরিচ্ছন্ন দেশগুলির তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ইউনাইটেড কিংডম। সংরক্ষণের শক্তিশালী প্রয়াস এবং দূষণকারী পদার্থের নির্গমন হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দেশটি। যার ফলে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন দেশের তালিকায় উঠে এসেছে।
স্যুইডেন:
বিশ্বের সবথেকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন দেশগুলির মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে স্যুইডেন। পুনর্ব্যবহারযোগ্য শক্তি, পরিষ্কার বিশুদ্ধ জল এবং ভাল বাতাসের মান – সব মিলিয়ে পরিচ্ছন্নতার শিখরে পৌঁছে গিয়েছে এই দেশটি।
advertisement
নরওয়ে:
বিশ্বের সবথেকে পরিচ্ছন্ন দেশগুলির তালিকায় সপ্তম স্থান অধিকার করে রয়েছে নরওয়ে। আর তার পিছনে রয়েছে প্রধান দুটি কারণ। সেগুলি হল – দূষণ নিয়ন্ত্রণ এবং পুনর্ব্যবহারযোগ্য বৈদ্যুতিক শক্তির উপর নির্ভরশীলতা।
অস্ট্রিয়া:
ইউরোপের এই দেশটির সৌন্দর্যের কথা আলাদা করে বলে দিতে হয় না। বিভিন্ন কারণে তা বিশ্বের সবথেকে পরিচ্ছন্ন দেশগুলির মধ্যে অষ্টম স্থানে উঠে এসেছে। সবুজ প্রাকৃতিক দৃশ্য, বর্জ্য নিয়ন্ত্রণের দুর্দান্ত ব্যবস্থা এবং বিশুদ্ধ পানীয় জল – এই সবই এই সুন্দর এবং পরিচ্ছন্ন দেশটির পরিচায়ক।
advertisement
স্যুইৎজারল্যান্ড:
বহু মানুষের স্বপ্নের দেশ এটি। আর সৌন্দর্যের নিরিখে তো অসাধারণ। তবে বিশ্বের পরিচ্ছন্ন দেশগুলির তালিকাতেও কিন্তু অন্যতম স্থান স্যুইৎজারল্যান্ডের। পরিষ্কার বিশুদ্ধ জল, স্বাস্থ্যবিধি এবং সমৃদ্ধ বন্যপ্রাণের উপস্থিতির কারণে পরিচ্ছন্নতার শিখরে উঠে এসেছে ছবির মতো সুন্দর এই দেশটি।
ডেনমার্ক:
বিশ্বের সবথেকে পরিচ্ছন্ন দেশগুলির মধ্যে দশম স্থান অধিকার করেছে ডেনমার্ক। ওয়েস্টওয়াটার ম্যানেজমেন্ট এবং জলবায়ু পরিবর্তন প্রতিরোধে এই দেশ বর্তমানে অন্যতম শীর্ষস্থানে রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2025 6:46 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
GK: বলুন তো, পৃথিবীর সবথেকে পরিচ্ছন্ন দেশ কোনটি? নাম জানলে চমকে যাবেন গ্যারান্টি...!