Viral Image: গাছ, শিকড় না ঠোঁট! আপনার সঙ্গীর মনের গোপন কথা জানাবে এই ছবিটি, দেখুন

Last Updated:

Viral Image: কী মনে হচ্ছে, গাছ, ঠোঁট না গাছের মূল, তা জিজ্ঞাসা করতে পারতেন আপনার সঙ্গীকে।

দেখে নিন এই ছবিটি।
দেখে নিন এই ছবিটি।
#নয়াদিল্লি: অনেক অপটিক্যাল ইলিউশন আছে, যেগুলি আসলে দর্শকের মনের নাগাল দিতে সাহায্য করে। মানে, সেই ব্যক্তির মনের অন্দরে ঠিক কী কী চলছে, তা বোঝা যায় সেই মানুষটি ছবিটিতে কী দেখছেন তার উপর। এমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিটি এক ঝলকে প্রথমবার দেখে কী মনে হচ্ছে, গাছ, ঠোঁট না গাছের মূল, তা জিজ্ঞাসা করতে পারতেন আপনার সঙ্গীকে। তা হলে আপনার সঙ্গীর মনের নাগাল পেতে পারেন আপনি।
গাছ
হার্ট ডট কোম্পানির নিয়ম অনুসারে, যদি আপনার সঙ্গীর চোখে পড়ে যে এটিতে গাছ রয়েছে, তাহলে বুঝতে হবে তিনি খুবই বর্হিমূখী একজন মানুষ। এই মানুশগুলি সাধারণত আশেপাশের মানুষের মতামত নিয়ে বড় চিন্তা করেন। তাঁরা বড় ভাবেন যে আশেপাশের মানুষ তাঁদের নিয়ে কী ভাবছেন। এ ছাড়াও লেখা হয়েছে, অনেকেই শান্ত থাকলেও তাঁদের নিয়ে পাশের মানুষটির আসল বিষয়টি বোঝা কার্যত অসম্ভব হয়ে পড়ে। কারণ, এই মানুষেরা এতটাই রহস্যময় হন যে তাঁদের মনের মধ্যে কী চলছে তা বোঝা কার্যত অসম্ভব হয়ে পড়ে।
advertisement
advertisement
গাছের মূল
যদি কোনও মানুষ এই গাছটির মূলটির ছবি দেখেন, তা হলে বুঝতে হবে তিনি খুবই ইন্ট্রোভার্ট। তাঁরা খুবই নিজের মধ্যে থাকতে ভালবাসেন। হার্ট ডট কো ড় ইউকে জানিয়েছেন, এই মানুষগুলি নিজেদের মধ্যে গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে পারেন। তবে তাঁদের আত্মবিশ্বাস খুবই কম থাকে। সাধারণত এই মানুষদের দেখে অনেকে ভাবতে থাকেন যে এঁদের তেমন কোনও গুণ নেই, কিন্তু পরে যখন একে অপরের সঙ্গে  আলাপ পরিচয় হয়, তখনই পরিস্থিতি পাল্টে যায়।
advertisement
ঠোঁট
এ বার যদি কেউ গাছের মূল বা গাছ দেখার বদলে ঠোঁট দেখেন, তা হলে বুঝতে হবে তিনি হলেন ভীষণই শান্ত এবং সরল। তিনি সাধারণত কোনও বিশেষ উত্তেজনা জীবনে পছন্দ করেন না। এঁরা মনে করেন, সাধারণত জীবনের গতির সঙ্গেই যাওয়া উচিত।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Image: গাছ, শিকড় না ঠোঁট! আপনার সঙ্গীর মনের গোপন কথা জানাবে এই ছবিটি, দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement