Mamata Banerjee on Rampurhat Violence: কতদূর এগোল তদন্ত? রামপুরহাট যাওয়ার আগে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে মমতা

Last Updated:

এ দিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটি অনুষ্ঠানে রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: রামপুরহাট কাণ্ড (Rampurhat Violence) নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ বৈঠকে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী ছাড়াও ছিলেন স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা৷ আগামিকাল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বগটুই গ্রামে যওয়ার কথা মুখ্যমন্ত্রীর৷ তার আগে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জেনে নেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷
এ দিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটি অনুষ্ঠানে রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই তিনি জানান, রামপুরহাটের ঘটনায় দোষীদের কাউকে রেয়াত করা হবে না৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারকে বদনাম করতেই ষড়যন্ত্র হয়ে থাকতে পারে রামপুরহাটে৷
আরও পড়ুন: 'কেউ ছাড় পাবে না', চক্রান্তের অভিযোগ তুলে বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়!
advertisement
advertisement
সূত্রের খবর, এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ফিরেই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ বৈঠক চলাকালীনই তিনি রাজ্য পুলিশের ডিজি এবং রামপুরহাটের ঘটনায় তদন্তের দায়িত্বে থাকা সিট-এর সদস্য এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং-কেও ফোন করেন মুখ্যমন্ত্রী৷ নবান্ন সূত্রে খবর, আগামিকাল মুখ্যমন্ত্রীর সঙ্গেই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও রামপুরহাটে যেতে পারেন৷
মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরের সভা থেকেই জানান, এ দিনই তিনি রামপুরহাটে যেতে চেয়েছিলেন৷ কিন্তু যেহেতু আজ বিজেপি বিধায়করা সেখানে যাচ্ছেন সেই কারণেই তিনি আগামিকাল রামপুরহাট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী৷ এ দিনই লোকসভায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রামপুরহাটের ঘটনায় ইতিমধ্যেই কুড়ি জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Rampurhat Violence: কতদূর এগোল তদন্ত? রামপুরহাট যাওয়ার আগে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে মমতা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement