Mamata Banerjee on Rampurhat Violence: কতদূর এগোল তদন্ত? রামপুরহাট যাওয়ার আগে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে মমতা

Last Updated:

এ দিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটি অনুষ্ঠানে রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: রামপুরহাট কাণ্ড (Rampurhat Violence) নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ বৈঠকে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী ছাড়াও ছিলেন স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা৷ আগামিকাল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বগটুই গ্রামে যওয়ার কথা মুখ্যমন্ত্রীর৷ তার আগে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জেনে নেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷
এ দিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটি অনুষ্ঠানে রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই তিনি জানান, রামপুরহাটের ঘটনায় দোষীদের কাউকে রেয়াত করা হবে না৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারকে বদনাম করতেই ষড়যন্ত্র হয়ে থাকতে পারে রামপুরহাটে৷
আরও পড়ুন: 'কেউ ছাড় পাবে না', চক্রান্তের অভিযোগ তুলে বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়!
advertisement
advertisement
সূত্রের খবর, এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ফিরেই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ বৈঠক চলাকালীনই তিনি রাজ্য পুলিশের ডিজি এবং রামপুরহাটের ঘটনায় তদন্তের দায়িত্বে থাকা সিট-এর সদস্য এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং-কেও ফোন করেন মুখ্যমন্ত্রী৷ নবান্ন সূত্রে খবর, আগামিকাল মুখ্যমন্ত্রীর সঙ্গেই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও রামপুরহাটে যেতে পারেন৷
মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরের সভা থেকেই জানান, এ দিনই তিনি রামপুরহাটে যেতে চেয়েছিলেন৷ কিন্তু যেহেতু আজ বিজেপি বিধায়করা সেখানে যাচ্ছেন সেই কারণেই তিনি আগামিকাল রামপুরহাট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী৷ এ দিনই লোকসভায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রামপুরহাটের ঘটনায় ইতিমধ্যেই কুড়ি জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Rampurhat Violence: কতদূর এগোল তদন্ত? রামপুরহাট যাওয়ার আগে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে মমতা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement