Viral Optical Illusion: কোন পেশা আপনার জন্য উপযুক্ত! এই ছবিতে প্রথম কী দেখছেন উত্তর লুকিয়ে সেখানেই
- Published by:Madhurima Dutta
Last Updated:
Which Job Suits you: যাদের প্রথম নজরেই মানচিত্রটি চোখে পড়বে তাঁদের সমস্যা সমাধানের ক্ষমতা রয়েছে।
Optical Illusion Personality Test: বেশ কিছুকাল ধরেই নেটমাধ্যমে জনপ্রিয় হয়েছে নানা অপটিক্যাল ইলিউশন। ব্রেন টিজার এবং পাজল নিয়ে মাথা খাটিয়ে গলদঘর্ম হয়েছেন নেটিজেনরা। সম্প্রতি ‘দ্য মাইন্ড জার্নাল’ এ প্রকাশিত হয়েছে একটি ব্রেইন টিজার যা আপনাকে আপনার স্বপ্নের চাকরি খুঁজে পেতে সহায়তা করবে। কীভাবে? আপনি এই ছবিতে প্রথমেই যা দেখবেন তা আপনাকে আপনার প্রতিভা এবং পেশাদার কোন কাজে আপনার সাফল্য তা বুঝতে সাহায্য করবে।
দর্শকরা ছবিটিতে তিনটি পৃথক ছবি দেখতে পাবেন। একটি শামুক, একটি খুলি এবং একটি মানচিত্র। কিছুক্ষণের জন্য ছবিটির দিকে তাকালে অবশ্য দর্শকরা তিনটিই একসঙ্গে লক্ষ্য করতে পারবেন। কিন্তু আপনি প্রথমে যা দেখবেন তাই নির্ধারণ করবে কোন ধরনের কাজ আপনার জন্য উপযুক্ত।

advertisement
advertisement
শামুক
দর্শকরা যদি প্রথমেই একটি শামুক দেখেন তবে তাঁদের প্রকৃতি শব্দে সমৃদ্ধ। তাঁরা তাঁদের কণ্ঠ ব্যবহার করা যায় এমন যে কোনও কাজের অংশ হতে পারেন। আপনার গলার আওয়াজ ব্যবহার প্রয়োজন এমন যে কাজ আছে সেই কাজেই সাফল্য আসবে। YourTango-এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মানুষরা শিক্ষক, বাস ড্রাইভার এবং সমাজকর্মীও হতে পারেন। আপনার গভীরভাবে কথা বলার ক্ষমতা আপনাকে যেকোনও কাজকেই আরও ভালোভাবে করতে সাহায্য করবে কারণ বেশিরভাগ পেশার ক্ষেত্রেই যোগাযোগই মূল চাবিকাঠি।
advertisement
মাথার খুলি
যে দর্শকরা প্রথমেই একটি মাথার খুলি লক্ষ্য করেন তাঁরা অন্যদের চেয়ে বেশি সৃজনশীল বলে মনে করা হয়। তাঁদের পেশাদারিত্ব সৃজনশীল ক্ষেত্রে যেমন চিত্রশিল্প, নৃত্যশিল্প এবং অন্যান্য ধরনের শিল্প মাধ্যমেই থাকবে। তাঁদের নিজস্ব সৃজনশীল ক্ষেত্রে নিজেদের দক্ষতা বাড়ানোর উপর আরও বেশি জোর দেওয়া উচিত।
advertisement
মানচিত্র
যাদের প্রথম নজরেই মানচিত্রটি চোখে পড়বে তাঁদের সমস্যা সমাধানের ক্ষমতা রয়েছে। এর কারণ তাঁদের মন বিশ্লেষণাত্মক। নিজেদের মাথাকে সর্বোচ্চভাবে ব্যবহার করতে পারলে পেশগত দিকে সফল হবেনই তাঁরা। এই ধরনের মানুষ প্রায়শই জীবনে চ্যালেঞ্জ খোঁজে এবং যতটা সম্ভব অর্জন করার চেষ্টা করে। এই ব্যক্তিদের আইন, স্থাপত্য, বিজ্ঞান এবং প্রকৌশলে জীবিকা গড়ার সিদ্ধান্ত নেওয়া উচিত।
advertisement
মানুষজনকে বুঝতে হবে তাঁরা কোন বিষয়ে ভাল এবং কোথায় তাঁদের বেশি মনোযোগ দেওয়া উচিত। প্রাথমিক পর্যায়ে এই অভ্যাস যে কোনও পেশাদারের পক্ষেই ভাল। তবে আপনি যা পছন্দ করেন এবং যাতে ভাল তা করতে কখনই দেরি করবেন না।
Location :
First Published :
June 03, 2022 2:43 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: কোন পেশা আপনার জন্য উপযুক্ত! এই ছবিতে প্রথম কী দেখছেন উত্তর লুকিয়ে সেখানেই