জানেন কি ! পুজোয় শুধুই এই বেলপাতা প্রয়োজন হয় . . .তবে কেন ?

Last Updated:

ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বেলপাতায় অবস্থান করেন বলেই তিনটি বেলপাতা একসঙ্গে না থাকলে যেকোনও পুজোই সম্ভব হয়না

#কলকাতা: বেলপাতা প্রতিটি পুজোয় প্রয়োজন হয়ে থাকে ৷ বেলপাতা ছাড়া পুজোই হয়না ৷ বেলপাতার অনেক ঔষধি গুণাগুণ আছে ৷ তবে জানেন কি ? যে কোনও পুজোতেই বেলপাতা সব সময়েই তিনটি করে দরকার হয়ে থাকে ৷ এর পিছনে একটি গভীর কারণ আছে ৷ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বেলপাতায় অবস্থান করেন বলেই তিনটি বেলপাতা একসঙ্গে না থাকলে যেকোনও পুজোই সম্ভব হয়না ৷
পুরাণ অনুযায়ী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর ছাড়া কোনও কিছুই সম্ভব হয়না, হয়না কোনও পুজোও ৷ পুরাণ মতে ব্রহ্মা সৃষ্টি, বিষ্ণু প্রতিপালন ও মহেশ্বর অর্থাৎ ভগবান শিব ধ্বংস করে ৷ সৃষ্টি, প্রতিপালন ও ধ্বংস জীবনের এই তিন সত্যি, এই নিয়েই জীবন ৷ তবে বেলপাতা তিনটি একসঙ্গে নিয়েই সম্পন্ন হয়ে থাকে ষোলোকলা ৷
advertisement
advertisement
বেলপাতা সব পুজোয় প্রয়োজন হয়ে থাকে ৷ বেলপাতা শুধুই পুজোয় প্রয়োজন হয় তাই নয় ৷ বেলাপাতার অনেক ওষুধের গুণাগুণ বর্তমান ৷ বেলপাতা যদি খাওয়া যায় কমতে পারে সর্দিকাশি ৷ এছাড়াও ক্যনসার ছাড়া একাধিক মারণ রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই বেলপাতাতেই ৷ বেলপাতা ষড়রিপুর এর রিপুকে বিশেষত নিয়ন্ত্রণ করে থাকে বেলপাতা ৷ সর্বোপরি যেখানে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বিরাজ যেখানে, সেখানে অত্যন্ত সহজেই মানুষের মধ্যে এক রক্ষাকবচ তৈরি করে ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
জানেন কি ! পুজোয় শুধুই এই বেলপাতা প্রয়োজন হয় . . .তবে কেন ?
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement