জানেন কি ! পুজোয় শুধুই এই বেলপাতা প্রয়োজন হয় . . .তবে কেন ?

Last Updated:

ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বেলপাতায় অবস্থান করেন বলেই তিনটি বেলপাতা একসঙ্গে না থাকলে যেকোনও পুজোই সম্ভব হয়না

#কলকাতা: বেলপাতা প্রতিটি পুজোয় প্রয়োজন হয়ে থাকে ৷ বেলপাতা ছাড়া পুজোই হয়না ৷ বেলপাতার অনেক ঔষধি গুণাগুণ আছে ৷ তবে জানেন কি ? যে কোনও পুজোতেই বেলপাতা সব সময়েই তিনটি করে দরকার হয়ে থাকে ৷ এর পিছনে একটি গভীর কারণ আছে ৷ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বেলপাতায় অবস্থান করেন বলেই তিনটি বেলপাতা একসঙ্গে না থাকলে যেকোনও পুজোই সম্ভব হয়না ৷
পুরাণ অনুযায়ী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর ছাড়া কোনও কিছুই সম্ভব হয়না, হয়না কোনও পুজোও ৷ পুরাণ মতে ব্রহ্মা সৃষ্টি, বিষ্ণু প্রতিপালন ও মহেশ্বর অর্থাৎ ভগবান শিব ধ্বংস করে ৷ সৃষ্টি, প্রতিপালন ও ধ্বংস জীবনের এই তিন সত্যি, এই নিয়েই জীবন ৷ তবে বেলপাতা তিনটি একসঙ্গে নিয়েই সম্পন্ন হয়ে থাকে ষোলোকলা ৷
advertisement
advertisement
বেলপাতা সব পুজোয় প্রয়োজন হয়ে থাকে ৷ বেলপাতা শুধুই পুজোয় প্রয়োজন হয় তাই নয় ৷ বেলাপাতার অনেক ওষুধের গুণাগুণ বর্তমান ৷ বেলপাতা যদি খাওয়া যায় কমতে পারে সর্দিকাশি ৷ এছাড়াও ক্যনসার ছাড়া একাধিক মারণ রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই বেলপাতাতেই ৷ বেলপাতা ষড়রিপুর এর রিপুকে বিশেষত নিয়ন্ত্রণ করে থাকে বেলপাতা ৷ সর্বোপরি যেখানে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বিরাজ যেখানে, সেখানে অত্যন্ত সহজেই মানুষের মধ্যে এক রক্ষাকবচ তৈরি করে ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
জানেন কি ! পুজোয় শুধুই এই বেলপাতা প্রয়োজন হয় . . .তবে কেন ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement