Viral Wedding Video: পছন্দের মানুষের সঙ্গে বিয়ের এফেক্ট! বিবাহ লগ্নেই নতুন বরবউ জনপ্রিয় বাংলা গানে নেচে ঝড় তুললেন, নিমেষেই ভাইরাল

Last Updated:

Viral Video|Bride Dances|Groom Dancing|Viral Video of Popular Song|Facebook Viral Video: বিয়ের বাড়ির ভিডিওতে ঝড় তুলেছেন নতুন বউ যা তোলপাড় করেছে নিমেষেই

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
সোশ্যাল মিডিয়ায় (Social Media) দুর্বার গতিতে ছড়িয়েছে ভিডিওটি (Viral Video) কেননা বিয়ের অনুষ্ঠানের মাঝেই বরবউয়ের কমলায় নৃত্য করে গানটিতে জমিয়ে নেচেছেন নতুন বর ও বউ (Viral Groom and Bride) সেই গানের ভিডিওটির ভিউ ফেসবুকে প্রায় সাড়ে সাতশ ৷ ফেসবুকে ভিডিওটি (Facebook Viral Video) শেয়ার করে লেখা হয়েছে বিয়ে পছন্দের মানুষের সঙ্গে হলে এমনই অভিব্যক্তি হবে ৷ আনন্দ যেন কয়েকগুণ বেড়েছে লাগামছাড়া আনন্দের মাঝে যেন সমস্ত কিছুই এক বিশেষ মাত্রা যোগ করেছে ৷
বর্তমানে বাংলার এটি মাঘ মাস এরপরে ফাল্গুন একই সঙ্গে ইংরেজির ফেব্রুয়ারি (February 2022) চলছে মার্চের (March 2022) মাঝামাঝি পর্যন্ত ফাল্গুন মাস চলবে ৷ তাই এই সময়কে বিয়ের মরশুমও বলা যেতে পারে ৷ বিয়েবাড়ির এক একটি ভিডিও বারেবারে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে ৷ বিয়েবাড়ির আনন্দ এক আলাদা রকমের অনেক রাতিনীতি মেনেই চার হাত এক হয় সেই সূত্রেই বিয়ের নানান ঘটনা মনে দারুণ ভাবে দাগ কেটে যায় ৷
advertisement
advertisement
বিশেষত বিয়েবাড়ির (Wedding Video) সমস্ত অতিথি, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে সেই বিশেষ দিনটির নায়ক নায়িকা হলেন বরকনে তাঁদেরকে ঘিরে বিয়েবাড়ির প্রতিটি মুহূর্তই যেন আরও জমজমাট হয়ে ওঠে ৷ এমনিতেই বিয়েবাড়ির আনন্দ কয়েকগুণ হয়ে থাকে ৷ তারপরে যদি বিয়ে বাড়িতে বরবউয়ের এমন পারফরমেন্স পাওয়া যায় এর থেকেই আর কিছুই ভাল হতে পারেনা ৷ এই ভিডিওটি (Viral Video) মাত্র কয়েক দিনেই মধ্যে লাফিয়ে লাফিয়ে ভিউ সংখ্যা বেড়ে গিয়েছে এখানেই শেষ নয় পাল্লা দিয়ে বাড়ছে লাইক ও কমেন্টের ৷ একনজরে দেখে নেওয়া যাক ভিডিওটি (Have a look) ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Wedding Video: পছন্দের মানুষের সঙ্গে বিয়ের এফেক্ট! বিবাহ লগ্নেই নতুন বরবউ জনপ্রিয় বাংলা গানে নেচে ঝড় তুললেন, নিমেষেই ভাইরাল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement