Viral Wedding Video: পছন্দের মানুষের সঙ্গে বিয়ের এফেক্ট! বিবাহ লগ্নেই নতুন বরবউ জনপ্রিয় বাংলা গানে নেচে ঝড় তুললেন, নিমেষেই ভাইরাল

Last Updated:

Viral Video|Bride Dances|Groom Dancing|Viral Video of Popular Song|Facebook Viral Video: বিয়ের বাড়ির ভিডিওতে ঝড় তুলেছেন নতুন বউ যা তোলপাড় করেছে নিমেষেই

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
সোশ্যাল মিডিয়ায় (Social Media) দুর্বার গতিতে ছড়িয়েছে ভিডিওটি (Viral Video) কেননা বিয়ের অনুষ্ঠানের মাঝেই বরবউয়ের কমলায় নৃত্য করে গানটিতে জমিয়ে নেচেছেন নতুন বর ও বউ (Viral Groom and Bride) সেই গানের ভিডিওটির ভিউ ফেসবুকে প্রায় সাড়ে সাতশ ৷ ফেসবুকে ভিডিওটি (Facebook Viral Video) শেয়ার করে লেখা হয়েছে বিয়ে পছন্দের মানুষের সঙ্গে হলে এমনই অভিব্যক্তি হবে ৷ আনন্দ যেন কয়েকগুণ বেড়েছে লাগামছাড়া আনন্দের মাঝে যেন সমস্ত কিছুই এক বিশেষ মাত্রা যোগ করেছে ৷
বর্তমানে বাংলার এটি মাঘ মাস এরপরে ফাল্গুন একই সঙ্গে ইংরেজির ফেব্রুয়ারি (February 2022) চলছে মার্চের (March 2022) মাঝামাঝি পর্যন্ত ফাল্গুন মাস চলবে ৷ তাই এই সময়কে বিয়ের মরশুমও বলা যেতে পারে ৷ বিয়েবাড়ির এক একটি ভিডিও বারেবারে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে ৷ বিয়েবাড়ির আনন্দ এক আলাদা রকমের অনেক রাতিনীতি মেনেই চার হাত এক হয় সেই সূত্রেই বিয়ের নানান ঘটনা মনে দারুণ ভাবে দাগ কেটে যায় ৷
advertisement
advertisement
বিশেষত বিয়েবাড়ির (Wedding Video) সমস্ত অতিথি, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে সেই বিশেষ দিনটির নায়ক নায়িকা হলেন বরকনে তাঁদেরকে ঘিরে বিয়েবাড়ির প্রতিটি মুহূর্তই যেন আরও জমজমাট হয়ে ওঠে ৷ এমনিতেই বিয়েবাড়ির আনন্দ কয়েকগুণ হয়ে থাকে ৷ তারপরে যদি বিয়ে বাড়িতে বরবউয়ের এমন পারফরমেন্স পাওয়া যায় এর থেকেই আর কিছুই ভাল হতে পারেনা ৷ এই ভিডিওটি (Viral Video) মাত্র কয়েক দিনেই মধ্যে লাফিয়ে লাফিয়ে ভিউ সংখ্যা বেড়ে গিয়েছে এখানেই শেষ নয় পাল্লা দিয়ে বাড়ছে লাইক ও কমেন্টের ৷ একনজরে দেখে নেওয়া যাক ভিডিওটি (Have a look) ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Wedding Video: পছন্দের মানুষের সঙ্গে বিয়ের এফেক্ট! বিবাহ লগ্নেই নতুন বরবউ জনপ্রিয় বাংলা গানে নেচে ঝড় তুললেন, নিমেষেই ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement