Gama Pehalwan Google Doodle: স্বাধীনতাপূর্ব বিখ্যাত কুস্তিগীরকে শ্রদ্ধার্ঘ্য গুগল ডুডলের! কে এই গামা পালোয়ান?

Last Updated:

Gama Pehlwan 144th birth Anniversary Google Doodle 22 May: ভারত সফরের সময়, প্রিন্স অফ ওয়েলস গামাকে সম্মান জানাতে একটি রুপোর গদা উপহার দিয়েছিলেন।

Google Doodle Gama Pehalwan
Google Doodle Gama Pehalwan
#নয়াদিল্লি: গামা পালোয়ান! এমন এক ব্যক্তি যিনি রীতিমতো প্রবাদে পরিণত হয়েছিলেন এই ভারতে। স্বাধীনতাপূর্ব ভারতের অন্যতম বিখ্যাত কুস্তিগীর রবিবার গামা পালোয়ানের জন্মবার্ষিকী (Gama Pehlwan 144th birth anniversary) উদযাপন করছে Google Doodle। কুস্তির অপরাজিত বিশ্ব চ্যাম্পিয়ন কুস্তির আখড়ায় দ্য গ্রেট গামা নামেই সুপরিচিত ছিলেন। এছাড়াও রুস্তম-ই-হিন্দ নামেও ডাকা হত তাঁকে। এমনকি ব্রুস লিও দ্য গ্রেট গামার সুপরিচিত প্রশংসক। শোনা যায়, গামার নানা কৌশল তাঁর নিজস্ব প্রশিক্ষণের রুটিনে অন্তর্ভুক্ত করেছেন ব্রুস লি।
১৮৭৮ সালে অমৃতসরে জন্মগ্রহণ করেন গোলাম মোহাম্মদ বকশ বাট। কুস্তিগীরদের পরিবারেই জন্ম হয়েছিল গামার। ১৯১০ সালে ওয়ার্ল্ড হেভিওয়েট খেতাব লাভ করেন গামা। শোনা যায়, মাত্র ১০ বছর বয়সেই ৫০০ বার ডন বৈঠক করতেন তিনি এবং ৫০০ বার পুশ আপও অন্তর্ভুক্ত ছিল তার রোজের রুটিনে, জানিয়েছে Google। ১৮৮৮ সালে, গামা একটি ডনবৈঠক প্রতিযোগিতা জিতেছিলেন যাতে উপমহাদেশ জুড়ে ৪০০ জনেরও বেশি কুস্তিগীর অংশগ্রহণ করেছিলেন। ওই প্রতিযোগিতায় জয়ের পরেই অল্প বয়সেই সুখ্যাতি অর্জন করেছিলেন গামা।
advertisement
advertisement
গামার সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে একটি হল ১৯০২ সালে ১,২০০-কেজির পাথর উত্তোলন! সেই পাথরটি এখন বরোদা মিউজিয়ামে রাখা আছে বলে জানা গিয়েছে একটি প্রতিবেদনে।
গামা পালোয়ানের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন রহিম বখশ সুলতানিওয়ালা। তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন রহিম বখশের উচ্চতা ছিল প্রায় সাত ফুট, গামা পালোয়ানের ছিল ৫ ফুট ৮ ইঞ্চি। এই দু’জনের মধ্যে চারবার মল্লযুদ্ধ হয়েছিল, প্রথম তিনটিতে ড্র হয় এবং শেষটিতে জিতে যান গামা পালোয়ান।
advertisement
ভারত সফরের সময়, প্রিন্স অফ ওয়েলস গামাকে সম্মান জানাতে একটি রুপোর গদা উপহার দিয়েছিলেন। জীবনের শেষ দিনগুলি লাহোরে কাটিয়েছিলেন গামা। ১৯৬০ সালে প্রয়াত হন তিনি।
রবিবারের গুগল ডুডলটি গামা পালোয়ানের বিশেষ কৃতিত্বকেই উদযাপন করে। এই ডুডলটি তৈরি করেছেন শিল্পী বৃন্দা জাভেরি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Gama Pehalwan Google Doodle: স্বাধীনতাপূর্ব বিখ্যাত কুস্তিগীরকে শ্রদ্ধার্ঘ্য গুগল ডুডলের! কে এই গামা পালোয়ান?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement