Suhagrat Viral Video: ফুলশয্যার 'ঘনিষ্ঠ মুহূর্ত' রেকর্ড করে 'ফাঁসলেন' বর-কনে! ঘুম ভাঙতেই আকাশ ভেঙে পড়ল মাথায়! ভিডিও Super ভাইরাল
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Suhagrat Viral Video: সুপার ভাইরাল এই ভিডিওতে বর ও কনে তাদের ফুলশয্যার রাতের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রেকর্ড করেন এবং সেটিকে ইনস্টাগ্রামে শেয়ারও করে বসেছেন। কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার পরে কী হল সেটা জানলে আপনার চোখ কপালে উঠবে নিশ্চিত।
ভাইরাল ফুলসজ্জা ভিডিও: টয়লেট থেকে বিয়ের মণ্ডপ। আজকাল সব জায়গাতেই হাতে সবার মোবাইল। এই কথা অস্বীকার করার উপায় নেই যে মোবাইল কতটা প্রয়োজন আর ঠিক কতটা অভ্যাস। অথচ এই ছোট্ট জিনিসটিই কী বিস্ফোরক হয়ে উঠতে পারে মাঝে মাঝে সে কথা কেউই সে ভাবে মনে রাখেন না !
প্রযুক্তির দুনিয়ায় মোবাইল যেমন মানুষের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, তেমনই কিন্তু অনেক সময় একটা ছোট্ট ভুল কারও জীবন নষ্ট করে দেয়। আজকাল সবাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য একাধিক কাজ করে থাকে। তবে অনেক সময় তাদের অনিচ্ছাকৃত ভুলের ও অসাবধানতার জন্যই তাঁরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরকম একটি নিদর্শন আজকের এই ভিডিওটি।
advertisement
advertisement
ইতিমধ্যেই সুপার ভাইরাল এই ভিডিওতে বর ও কনে তাদের ফুলশয্যার রাতের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রেকর্ড করেন এবং সেটিকে ইনস্টাগ্রামে শেয়ারও করে বসেছেন। কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার পরে কী হল সেটা জানলে আপনার চোখ কপালে উঠবে নিশ্চিত।
advertisement
বিয়ের মরশুমে সোশ্যাল মিডিয়ায় বর ও কনের নানা ধরনের মজার ভিডিও দেখা যায়। কিন্তু এই একটি ভিডিও দেখলে আপনার মন এর থেকে সরানো মুশকিল হবে এমনই এই বিয়ের ভিডিও। আসলে এই ভিডিওটি ফুলশয্যার রাতের। ধারণা করা হচ্ছে, এই দম্পতি তাদের বিশেষ রাতটিকে স্মরণীয় করে রাখতে এই ভিডিওটি রেকর্ড করেছিলেন। কিন্তু সম্ভবত ভুলবশত এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।
advertisement
advertisement
বর-কনের এই ভাইরাল ভিডিওতে এক নববিবাহিত দম্পতিকে দেখা যায়। সম্ভবত বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তাদের ঘরে পৌঁছেছেন ট্যারা। দুজনকেই খুব ক্লান্ত দেখাচ্ছে। প্রথমে কনে ক্যামেরার সামনেই তার সমস্ত গয়না খুলে ফেলতে শুরু করেন। এদিকে বর এসে পেছন থেকে তাকে ধরে সাহায্য করতে থাকে। এই সময়ে, বরও কনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যান ক্রমশ। তারা দুজনেই হয়তো ভিডিও তৈরির বিষয়ে জানেন অথবা জানেন না। কিন্তু এই সব বিশেষ মুহূর্তের ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই রাতে। বর-কনের রোমান্সের এই ভিডিও ইন্টারনেটে সেনসেশন তৈরি করছে। যদিও শোনা যায়, ভুলবশত শেয়ার বোতামে হাত লাগাতেই এই ভিডিও শেয়ার ও ভাইরাল হয়েছে। কনে ও বর ইচ্ছে করে তা করেননি মোটেও। আরুশি রাহুল অফিসিয়াল নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 12:38 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Suhagrat Viral Video: ফুলশয্যার 'ঘনিষ্ঠ মুহূর্ত' রেকর্ড করে 'ফাঁসলেন' বর-কনে! ঘুম ভাঙতেই আকাশ ভেঙে পড়ল মাথায়! ভিডিও Super ভাইরাল