'মেরে নয়না সাওয়ান ভাদো' গাওয়া দরিদ্র পরিবারের মহিলাকে বড় সুযোগ দিলেন সোনু সুদ

Last Updated:

সোনু সুদ একজন গরিব মহিলাকে তার প্রতিভাকে সবার সামনে তুলে ধরার সুযোগ করে দিলেন ,একবার ওই মহিলার গাওয়া গান 'মেরে নয়না সাওয়ান ভাদো' সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। sonu sood helping woman with singing opportunity in film

সোশ্যাল মিডিয়ার সুবাদে আজকের দিনে বহু হারিয়ে যাওয়া প্রতিভা আমাদের সামনে উঠে আসছে। সেই প্রতিভা শহরের এক প্রান্তে হোক বা দূরে কোন গ্রামে ,ইন্টারনেট এমনি একটা মাধ্যম যা ছোট্ট একটা পোস্টের দ্বারা তাদের প্রতিভাকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে। আজ আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক প্রতিভা লুকিয়ে আছে যারা অভাব কিংবা সুযোগের অভাবে সমাজের সামনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে না। এমন বহু প্রতিভা রাতারাতি ইন্টারনেটে ভাইরাল হয়ে মানুষের মন জয় করে নিয়েছে।
মুখেশ কুমার সিনহা নামে একজন টুইটারে ওই মহিলার গানের ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিও ক্লিপটিতে দেখা গেছে একজন মহিলা তার মেয়ের অনুরোধে লতা মঙ্গেশকরের একটি বিখ্যাত গান গাইছেন। প্রথমে গাইতে ইতস্তত করলেও মেয়ের কথা ফেলতে না পেরে , মহিলাটি তার রান্নাঘরে চাপাটি তৈরি করতে করতে তার মনভরানো কন্ঠে 'মেরে নয়না সাওয়ান ভাদো' গানটি গাইছে। ঘরের কাজে পারদর্শী এই মহিলা গানেও যে কাউকে হার মানাতে পারে। তার এই গান শুনে নেটিজেনরা অবাক হয়ে গেছিল। ভাইরাল ক্লিপটি অভিনেতা এবং মানবতাবাদী সোনু সুদেরও দৃষ্টি আকর্ষণ করেছিল, যিনি তার গানে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি মহিলাকে চলচ্চিত্রে গান করার সুযোগ দিয়েছিলেন।
advertisement
সোনু সুদ গত  ২৭ শে জানুয়ারী টুইটারে 'মেরে নয়না সাওয়ান ভাদন' গান গাওয়া মহিলার ভিডিওটি পুনরায় শেয়ার করেছেন । এই গানটি বিখ্যাত বলিউড মুভি ১৯৭৬ সালের 'মেহবুবা' থেকে নেওয়া। ভিডিওটি এখানে দেখুন -
advertisement
advertisement
সোনু সুদ পোস্টের ক্যাপশনে, এই মহিলাকে চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তার কন্ট্যাক্ট নম্বর চেয়েছেন । তিনি লিখেছেন "তার নম্বর পাঠান। মা এখন চলচ্চিত্রের জন্য গান করবেন। ”
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ঘটনাটি ছড়িয়ে যাওয়ার পর ইন্টারনেট ইউসাররা সোনু সুদের মানবিকতার প্রশংসা করে বহু কমেন্টস পোস্ট করেছেন। তাদের মধ্যে অনেকেই সোনু সুডকে গরিবের মশীহা বলে সম্মান জ্ঞাপন করেছেন।
advertisement
এছাড়াও বহু লোকেরা ওই প্রতিভাবান মহিলার কণ্ঠস্বরে মুগ্ধ হয়ে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছিল।
একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'অসাধারণ! আপনি যা করছেন সমস্ত কঠোর পরিশ্রম এবং ভাল কাজের জন্য ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আপনার রাজনীতিতে যোগ দেওয়া উচিত এবং সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে আসা উচিত। রাজনীতিতে আপনার মতো লোকের প্রয়োজন।''
advertisement
অন্য একজন মন্তব্য করেছেন, ''আমাদের প্রতিভাবান ব্যক্তিরা অভ্যন্তরীণ অঞ্চলে লুকিয়ে থাকে আমাদের তাকে খুঁজে বের করতে হবে এবং তাদের জীবনে সাফল্যের জন্য তাদের এইধরণের অফার দিতে হবে।''
আপনারাও ওই প্রতিভাবান মহিলার গান শুনুন এবং নিজেদের প্রতিক্রিয়া জানান।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
'মেরে নয়না সাওয়ান ভাদো' গাওয়া দরিদ্র পরিবারের মহিলাকে বড় সুযোগ দিলেন সোনু সুদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement