সোশ্যাল মিডিয়ার সুবাদে আজকের দিনে বহু হারিয়ে যাওয়া প্রতিভা আমাদের সামনে উঠে আসছে। সেই প্রতিভা শহরের এক প্রান্তে হোক বা দূরে কোন গ্রামে ,ইন্টারনেট এমনি একটা মাধ্যম যা ছোট্ট একটা পোস্টের দ্বারা তাদের প্রতিভাকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে। আজ আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক প্রতিভা লুকিয়ে আছে যারা অভাব কিংবা সুযোগের অভাবে সমাজের সামনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে না। এমন বহু প্রতিভা রাতারাতি ইন্টারনেটে ভাইরাল হয়ে মানুষের মন জয় করে নিয়েছে।
মুখেশ কুমার সিনহা নামে একজন টুইটারে ওই মহিলার গানের ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিও ক্লিপটিতে দেখা গেছে একজন মহিলা তার মেয়ের অনুরোধে লতা মঙ্গেশকরের একটি বিখ্যাত গান গাইছেন। প্রথমে গাইতে ইতস্তত করলেও মেয়ের কথা ফেলতে না পেরে , মহিলাটি তার রান্নাঘরে চাপাটি তৈরি করতে করতে তার মনভরানো কন্ঠে 'মেরে নয়না সাওয়ান ভাদো' গানটি গাইছে। ঘরের কাজে পারদর্শী এই মহিলা গানেও যে কাউকে হার মানাতে পারে। তার এই গান শুনে নেটিজেনরা অবাক হয়ে গেছিল। ভাইরাল ক্লিপটি অভিনেতা এবং মানবতাবাদী সোনু সুদেরও দৃষ্টি আকর্ষণ করেছিল, যিনি তার গানে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি মহিলাকে চলচ্চিত্রে গান করার সুযোগ দিয়েছিলেন।
সোনু সুদ গত ২৭ শে জানুয়ারী টুইটারে 'মেরে নয়না সাওয়ান ভাদন' গান গাওয়া মহিলার ভিডিওটি পুনরায় শেয়ার করেছেন । এই গানটি বিখ্যাত বলিউড মুভি ১৯৭৬ সালের 'মেহবুবা' থেকে নেওয়া। ভিডিওটি এখানে দেখুন -
नंबर भेजिए माँ फ़िल्म के लिए गाना गाएगी ❤️ https://t.co/rLebxFRhWX
— sonu sood (@SonuSood) January 27, 2023
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ঘটনাটি ছড়িয়ে যাওয়ার পর ইন্টারনেট ইউসাররা সোনু সুদের মানবিকতার প্রশংসা করে বহু কমেন্টস পোস্ট করেছেন। তাদের মধ্যে অনেকেই সোনু সুডকে গরিবের মশীহা বলে সম্মান জ্ঞাপন করেছেন।
এছাড়াও বহু লোকেরা ওই প্রতিভাবান মহিলার কণ্ঠস্বরে মুগ্ধ হয়ে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছিল।
একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'অসাধারণ! আপনি যা করছেন সমস্ত কঠোর পরিশ্রম এবং ভাল কাজের জন্য ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আপনার রাজনীতিতে যোগ দেওয়া উচিত এবং সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে আসা উচিত। রাজনীতিতে আপনার মতো লোকের প্রয়োজন।''অন্য একজন মন্তব্য করেছেন, ''আমাদের প্রতিভাবান ব্যক্তিরা অভ্যন্তরীণ অঞ্চলে লুকিয়ে থাকে আমাদের তাকে খুঁজে বের করতে হবে এবং তাদের জীবনে সাফল্যের জন্য তাদের এইধরণের অফার দিতে হবে।''
আপনারাও ওই প্রতিভাবান মহিলার গান শুনুন এবং নিজেদের প্রতিক্রিয়া জানান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood film, Internet, Song, Sonu Sood, Twitter, Viral Video, Woman