Social Media Influencer: ইনস্টাতে উত্তেজক ছবি দেখিয়ে বিপুল টাকা আয়! এখন হাঁটতেও পারছেন না যুবতী, কারণ...

Last Updated:

social media influencer: ২৯ বছরের ফেনেলার ভয়ানক মাথাব্যথা শুরু হয়। ঘাড়েও প্রবল যন্ত্রণা টের পেতে থাকেন। তার কিছু দিন পর থেকে বমি বমি ভাব আর মাথা ঘোরানো শুরু হয়।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
লন্ডন: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়েও এত বিপদ! ফোনই সর্বনাশ ডেকে আনল তাঁর। ১৪ ঘণ্টা টানা ফোন ব্যবহার করে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লেন তরুণী। সকালে চোখ খুলে ফোন, রাতে চোখ বন্ধ করার আগে ফোন। ইনস্টাগ্রামই তাঁর নেশা, তাঁর পেশা। তিনি অ্যাডল্ট মডেল হিসেবে খুবই জনপ্রিয়। ১ লক্ষ ৫৬ হাজার অনুগামী তাঁর প্রোফাইলের। কিন্তু এর ফলশ্রুতি যে ভাল নয়, তার জলজ্যান্ত উদাহরণ এবার ফেনেলা ফক্স। সেই তরুণী হাঁটাচলা করার ক্ষমতা হারিয়েছেন।
ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে আজ তিনি হুইলচেয়ারে। 'ডিজিটাল ভার্টিগো' রোগে আক্রান্ত হয়েছেন ফেনেলা। কোনও চিকিৎসক এই রোগ চিহ্নিত করেছেন কিনা, সে বিষয়ে স্পষ্ট করে জানান তিনি। তবে তাঁর পরিবার মেয়ের রোগের লক্ষণগুলি গবেষণা করে এই শব্দটির কথা জানতে পারেন।

কী কী হয়েছিল ফেনেলার?

advertisement
২৯ বছরের ফেনেলার ভয়ানক মাথাব্যথা শুরু হয়। ঘাড়েও প্রবল যন্ত্রণা টের পেতে থাকেন। তার কিছু দিন পর থেকে বমি বমি ভাব আর মাথা ঘোরানো শুরু হয়। সাক্ষাৎকারে তিনি জানান, ঠিক করে হাঁটতে পারছিলেন না ফেনেলা। কিন্তু কেন এটা হচ্ছে, সেটা বুঝতে পারছিলেন না তরুণী।
advertisement
সেই সময়ে ফেনেলা ছিলেন পর্তুগালে। সেখানে একাধিক ডাক্তার দেখানো হয়। কিন্তু কেউ স্পষ্ট করে কিছু বলতে পারেন না। রোগ চিহ্নিত করতে পারেন না। তার পরেই ফেনেলা নিজের মা-বাবার কাছে ইংল্যান্ড চলে যান। তাঁর কথায়, ‘‘বিমানবন্দর পর্যন্ত কোনও ভাবে পৌঁছাই। কিন্তু তার পরই আর হাঁটতে পারছিলাম না। হুইলচেয়ারে বিমানে উঠি। সেখান থেকে বাড়ি পর্যন্ত আর উঠে দাঁড়াতে পারিনি।’’
advertisement
এরপর তাঁর চিকিৎসা চলে। কিন্তু যেহেতু কারণ তখনও স্পষ্ট ছিল না, তাই শয্যাশায়ী অবস্থাতেও তিনি ফোন ঘাঁটতে থাকেন সারাদিন ধরে। একদিন তাঁর পরিবারের সদস্যরা গবেষণা করে বুঝতে পারেন যে এই সবের মূলে মেয়ের ফোন ব্যবহার। সারাদিন ধরে একটানা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেই এই ভয়ঙ্কর রোগ বাঁধিয়েছেন ফেনেলা। এই রোগের আর এক নাম ‘সাইবার সিকনেস’।
advertisement
রোগের কারণ ধরতে পেরেই ফেনেলা তাঁর জীবন থেকে ফোন দূরে সরিয়ে ফেলেন। বেশ কয়েক মাস ফোন ব্যবহার না করে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। এখন আবার অল্প অল্প ইনস্টা পোস্ট করতে দেখা যায় তাঁকে। কিন্তু এটাই দুর্ভাগ্যজনক যে ফেনেলার রোজগারের বেশির ভাগটাই নির্ভর করে ইনস্টাগ্রামের উপর। মাসে প্রায় ১৫ হাজার ডলার রোজগার তাঁর। কিন্তু অতিরিক্ত ফোন দেখলে যে কী ভয়ানক তার পরিণতি, সে কথা নিজেই জানিয়েছেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Social Media Influencer: ইনস্টাতে উত্তেজক ছবি দেখিয়ে বিপুল টাকা আয়! এখন হাঁটতেও পারছেন না যুবতী, কারণ...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement