লন্ডন: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়েও এত বিপদ! ফোনই সর্বনাশ ডেকে আনল তাঁর। ১৪ ঘণ্টা টানা ফোন ব্যবহার করে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লেন তরুণী। সকালে চোখ খুলে ফোন, রাতে চোখ বন্ধ করার আগে ফোন। ইনস্টাগ্রামই তাঁর নেশা, তাঁর পেশা। তিনি অ্যাডল্ট মডেল হিসেবে খুবই জনপ্রিয়। ১ লক্ষ ৫৬ হাজার অনুগামী তাঁর প্রোফাইলের। কিন্তু এর ফলশ্রুতি যে ভাল নয়, তার জলজ্যান্ত উদাহরণ এবার ফেনেলা ফক্স। সেই তরুণী হাঁটাচলা করার ক্ষমতা হারিয়েছেন।
ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে আজ তিনি হুইলচেয়ারে। 'ডিজিটাল ভার্টিগো' রোগে আক্রান্ত হয়েছেন ফেনেলা। কোনও চিকিৎসক এই রোগ চিহ্নিত করেছেন কিনা, সে বিষয়ে স্পষ্ট করে জানান তিনি। তবে তাঁর পরিবার মেয়ের রোগের লক্ষণগুলি গবেষণা করে এই শব্দটির কথা জানতে পারেন।
২৯ বছরের ফেনেলার ভয়ানক মাথাব্যথা শুরু হয়। ঘাড়েও প্রবল যন্ত্রণা টের পেতে থাকেন। তার কিছু দিন পর থেকে বমি বমি ভাব আর মাথা ঘোরানো শুরু হয়। সাক্ষাৎকারে তিনি জানান, ঠিক করে হাঁটতে পারছিলেন না ফেনেলা। কিন্তু কেন এটা হচ্ছে, সেটা বুঝতে পারছিলেন না তরুণী।
সেই সময়ে ফেনেলা ছিলেন পর্তুগালে। সেখানে একাধিক ডাক্তার দেখানো হয়। কিন্তু কেউ স্পষ্ট করে কিছু বলতে পারেন না। রোগ চিহ্নিত করতে পারেন না। তার পরেই ফেনেলা নিজের মা-বাবার কাছে ইংল্যান্ড চলে যান। তাঁর কথায়, ‘‘বিমানবন্দর পর্যন্ত কোনও ভাবে পৌঁছাই। কিন্তু তার পরই আর হাঁটতে পারছিলাম না। হুইলচেয়ারে বিমানে উঠি। সেখান থেকে বাড়ি পর্যন্ত আর উঠে দাঁড়াতে পারিনি।’’
আরও পড়ুন: ১৫ বছরের দাম্পত্যে ১২ সন্তান! এখানেই থামতে চান না এই দম্পতি
এরপর তাঁর চিকিৎসা চলে। কিন্তু যেহেতু কারণ তখনও স্পষ্ট ছিল না, তাই শয্যাশায়ী অবস্থাতেও তিনি ফোন ঘাঁটতে থাকেন সারাদিন ধরে। একদিন তাঁর পরিবারের সদস্যরা গবেষণা করে বুঝতে পারেন যে এই সবের মূলে মেয়ের ফোন ব্যবহার। সারাদিন ধরে একটানা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেই এই ভয়ঙ্কর রোগ বাঁধিয়েছেন ফেনেলা। এই রোগের আর এক নাম ‘সাইবার সিকনেস’।
রোগের কারণ ধরতে পেরেই ফেনেলা তাঁর জীবন থেকে ফোন দূরে সরিয়ে ফেলেন। বেশ কয়েক মাস ফোন ব্যবহার না করে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। এখন আবার অল্প অল্প ইনস্টা পোস্ট করতে দেখা যায় তাঁকে। কিন্তু এটাই দুর্ভাগ্যজনক যে ফেনেলার রোজগারের বেশির ভাগটাই নির্ভর করে ইনস্টাগ্রামের উপর। মাসে প্রায় ১৫ হাজার ডলার রোজগার তাঁর। কিন্তু অতিরিক্ত ফোন দেখলে যে কী ভয়ানক তার পরিণতি, সে কথা নিজেই জানিয়েছেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Social Media Influencer