12 Children in 15 Years: ১৫ বছরের দাম্পত্যে ১২ সন্তান! এখানেই থামতে চান না এই দম্পতি
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
12 Children in 15 Years: বিয়ের ১৫ বছর পর এখন তাঁরা মোট ১২ সন্তানের বাবা মা৷
২০০৮ সালের অক্টোবর মাসে কোর্টনি রজার্সের সঙ্গে বিয়ে হয় ক্রিসের৷ দুজনের আলাপ হয় মিউচুয়াল বন্ধুদের মাধ্যমে৷ দু বছর পর জন্ম হয় তাঁদের প্রথম সন্তানের৷ সেই শুরু৷ তার পর থেকে প্রতি বছর সন্তানের জন্ম দিয়েছেন কোর্টনি৷ বিয়ের ১৫ বছর পর এখন তাঁরা মোট ১২ সন্তানের বাবা মা৷ সকলেরই বয়স ১২-র কম৷ এবং এখানেই শেষ নয়৷ আরও সন্তান পেতে চান এই দম্পতি৷
কোর্টনির স্বামী ক্রিস পেশায় কৃষক৷ তাঁরা দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়৷ নেটিজেনরা অবাক এই ভেবে যে কী করে অত জন ছোট ছোট সন্তানের দেখভাল করেন কোর্টনি৷ সম্প্রতি তাঁরা একটি ভিডিও শেয়ার করেছেন৷ ক্যাপশনে কোর্টনি লিখেছেন, ‘‘প্রায় ১৬ বছর কেটে গেল দম্পতি হিসেবে৷ বরের বয়স বেড়েছে কিছুটা আর আমি বেশ মোটা হয়েছি৷ হেয়ার কালারের দরকারও পড়ছে৷ সকলকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে-এর মরশুমের শুভেচ্ছা৷’’
advertisement
advertisement
advertisement
তাঁদের দু’জনের নামেরই আদ্যক্ষর সি৷ তাই সন্তানদের নামও রেখেছেন ওই অক্ষর দিয়েই৷ তাঁদের সন্তানদের নাম ক্লিন্ট, ক্লে, কেড, ক্যালি, ক্যাশ, কোল্ট, ক্যাজি, ক্যালিনা, কেডি, কার্লি, ক্যারিস এবং ক্যাম্ব্রিয়া৷ ক্লিন্ট ও ক্লে-এর জন্মের পর জন্ম হয়েছে কেড এবং ক্যালির৷ প্রসঙ্গত তারা আইরিশ টুইনস৷ অর্থাৎ তাদের জন্ম একই বছরে৷ বয়সের ব্যবধান ১০ মাস ৯ দিন৷ আবার ছেলে ক্যাশের জন্মের ৩ মাস পরই ফের অন্তঃসত্ত্বা হন কোর্টনি৷ এ বার তিনি যমজ সন্তানের জন্ম দেন৷ তাদের নাম রাখেন কোল্ট এবং ক্যাসি৷ এর পর আরও পাঁচ সন্তান ভূমিষ্ঠ করেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 1:09 PM IST