Dreamy Wedding: পাত্রী সাংবাদিক, ছাত্রছাত্রীদের পড়ানোর মাঝে বিয়ে করলেন ‘ফিজিক্সওয়ালা’

Last Updated:

Dreamy Wedding: বিয়েতে তাঁর ছাত্রছাত্রীদের নেমন্তন্ন করতে পারলেন না, প্রকাশ করেছেন সেই খেদও৷

ছাত্রছাত্রীদের খুশি থাকতে হবে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি দেখেই
ছাত্রছাত্রীদের খুশি থাকতে হবে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি দেখেই
বিয়ে করলেন ফিজিক্সওয়ালা অলখ পাণ্ডে৷ গত ২২ ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠানে তিনি সাতপাকে বাঁধা পড়লেন প্রেমিকা শিবানী দুবের সঙ্গে৷ ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তাঁর ছাত্রছাত্রীদের অলখ লিখেছেন, ‘‘কী করে তোমাকে পেলাম৷ বিয়েও হয়ে গেল৷ ছোটরা, তোমাদের সঙ্গে জীবনের ৭ বছর কাটল৷ এই ৭ বছরে জীবনে যে যে পর্বগুলি এসেছে, তার সবকিছুতে তোমরা আমার পাশে ছিলে৷’’ বিয়েতে তাঁর ছাত্রছাত্রীদের নেমন্তন্ন করতে পারলেন না, প্রকাশ করেছেন সেই খেদও৷
কিন্তু সব পড়ুয়াকে তো আর বলা সম্ভব নয়৷ আবার বিয়ের লাইভ টেলিকাস্টও তাঁর মতে বিসদৃশ লাগে৷ তাই ছাত্রছাত্রীদের খুশি থাকতে হবে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি দেখেই৷ অভিনন্দন ও শুভেচ্ছার জন্য তিনি ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়েছেন৷ প্রসঙ্গত ফিজিক্সওয়ালার স্ত্রী শিবানী সাংবাদিক৷ গত বছর মে মাসে তাঁরা এনগেজড হন৷ বাগদানের ছবিও শেয়ার করেছিলেন৷
advertisement
advertisement
advertisement
২০১৪ সালে ইউটিউব চ্যানেল ফিজিক্সওয়ালা প্রথম শুরু হয়৷ জেইই এবং এনইইটি প্রত্যাশীদের সেখানে পড়ানো হত৷ এর পর ফিজিক্সওয়ালা আলাদা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়৷ ফিজিক্স, অঙ্ক, বায়োলজি, অর্থনীতির মতো বিষয়গুলি এখানে পড়ানো হয়৷ সাহায্য করা হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও৷ তামিল, কন্নড় ও গুজরাতি ভাষাতেও শুরু হয়েছে ফিজিক্সওয়ালা৷ দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সংস্থার অফলাইন ক্লাসও৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Dreamy Wedding: পাত্রী সাংবাদিক, ছাত্রছাত্রীদের পড়ানোর মাঝে বিয়ে করলেন ‘ফিজিক্সওয়ালা’
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement