Train Ticket Benefits| Indian Railways|| ৩৫ পয়সার ভ্রমণ বীমায় ১০ লক্ষ কভারেজ, ট্রেনের টিকিট কাটলেই বিনামূল্যে আর কী কী সুবিধা মেলে? জানুন বিস্তারিত

Last Updated:
Train Ticket Benefits: অধিকাংশ মানুষই জানেন না ট্রেনের টিকিট কাটলেই যাত্রীরা বিনামূল্যে বেশ কিছু সুবিধা পান। জেনে নিন কী কী সুবিধা মেলে, অবাক হয়ে যাবেন।
1/7
*রেল বা ট্রেন, ভ্রমণের সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চড়ে দেশের বিভিন্ন রুটে যাতায়াত করেন, টিকিটও কাটেন। কিন্তু, অধিকাংশ মানুষই জানেন না ট্রেনের টিকিট কাটলেই যাত্রীরা বিনামূল্যে বেশ কিছু সুবিধা পান। সংগৃহীত ছবি। 
*রেল বা ট্রেন, ভ্রমণের সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চড়ে দেশের বিভিন্ন রুটে যাতায়াত করেন, টিকিটও কাটেন। কিন্তু, অধিকাংশ মানুষই জানেন না ট্রেনের টিকিট কাটলেই যাত্রীরা বিনামূল্যে বেশ কিছু সুবিধা পান। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*যারা টিকিট কেটে ভ্রমণ করেন, তারা ভারতীয় রেল থেকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পান। যাত্রাকালীন সময়ে যদি কোনও যাত্রীর স্বাস্থ্যের অবনতি হয়, সেই সময়ে রেল কর্তৃপক্ষের দায়িত্ব তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেই জন্য TTE-র সঙ্গে যোগাযোগ করতে হবে। সংগৃহীত ছবি। 
*যারা টিকিট কেটে ভ্রমণ করেন, তারা ভারতীয় রেল থেকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পান। যাত্রাকালীন সময়ে যদি কোনও যাত্রীর স্বাস্থ্যের অবনতি হয়, সেই সময়ে রেল কর্তৃপক্ষের দায়িত্ব তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেই জন্য TTE-র সঙ্গে যোগাযোগ করতে হবে। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*ট্রেন যাত্রীরা প্লাটফর্মে বসে ট্রেনের অপেক্ষা করেন। অনেকে জানলেও, অনেকেই জানেন অপেক্ষারত যাত্রীরা বিনামূল্যে ওয়েটিং রুম ব্যবহারের সুবিধা পেতে পারেন। বৈধ টিকিট থাকলে বিনামূল্যে এই সুবিধা মেলে। সংগৃহীত ছবি। 
*ট্রেন যাত্রীরা প্লাটফর্মে বসে ট্রেনের অপেক্ষা করেন। অনেকে জানলেও, অনেকেই জানেন অপেক্ষারত যাত্রীরা বিনামূল্যে ওয়েটিং রুম ব্যবহারের সুবিধা পেতে পারেন। বৈধ টিকিট থাকলে বিনামূল্যে এই সুবিধা মেলে। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*শুধু  যাত্রা শুরুর আগেই নয়। টিকিট কাটার পর ট্রেন আসার দু’ঘণ্টা আগে এবং যাত্রা শেষ করার দু’ঘণ্টা পরও বিনামূল্যে ওয়েটিং রুম ব্যবহার করতে পারেন যাত্রীরা। তবে দিনের বেলা সেটা ২ ঘণ্টা এবং রাতে সেটা ৬ ঘন্টা পর্যন্ত।
*শুধু  যাত্রা শুরুর আগেই নয়। টিকিট কাটার পর ট্রেন আসার দু’ঘণ্টা আগে এবং যাত্রা শেষ করার দু’ঘণ্টা পরও বিনামূল্যে ওয়েটিং রুম ব্যবহার করতে পারেন যাত্রীরা। তবে দিনের বেলা সেটা ২ ঘণ্টা এবং রাতে সেটা ৬ ঘন্টা পর্যন্ত।
advertisement
5/7
*যাত্রীদের বিনামূল্যে ওয়াইফাই-র সুবিধা পান। যে কোনও যাত্রী সম্পূর্ণ বিনামূল্যে ৩০ মিনিট ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তারপরে অবশ্য সেই পরিষেবা পেতে রেলটেল থেকে প্ল্যান কিনতে হয়।
*যাত্রীদের বিনামূল্যে ওয়াইফাই-র সুবিধা পান। যে কোনও যাত্রী সম্পূর্ণ বিনামূল্যে ৩০ মিনিট ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তারপরে অবশ্য সেই পরিষেবা পেতে রেলটেল থেকে প্ল্যান কিনতে হয়।
advertisement
6/7
*রেল সূত্রে জানা গিয়েছে, প্ল্যাটফর্মে ১০ টাকায় ৫ জিবি ডাটা, ১৫ টাকায় ১০ জিবি ডেটা পাওয়া যায়, যার মেয়াদ একদিন এবং গতি ৩৪ এমবিপিএস। দেশের বেশিরভাগ স্টেশনেই এই সুবিধা মেলে।
*রেল সূত্রে জানা গিয়েছে, প্ল্যাটফর্মে ১০ টাকায় ৫ জিবি ডাটা, ১৫ টাকায় ১০ জিবি ডেটা পাওয়া যায়, যার মেয়াদ একদিন এবং গতি ৩৪ এমবিপিএস। দেশের বেশিরভাগ স্টেশনেই এই সুবিধা মেলে।
advertisement
7/7
*টিকিট কাটার ক্ষেত্রে যাত্রীরা বীমার সুবিধাও অপেতে পারেন। যদিও তা বিনামূল্যে নয়। টাকা দিতে হয় এই পরিষেবা পেতে। টিকিট কাটার সময় ৪৯ পয়সা দিয়ে ভ্রমণবীমা করালে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যু হলে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়া সম্ভব। হাসপাতালে ভর্তি হলে ২ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়।
*টিকিট কাটার ক্ষেত্রে যাত্রীরা বীমার সুবিধাও অপেতে পারেন। যদিও তা বিনামূল্যে নয়। টাকা দিতে হয় এই পরিষেবা পেতে। টিকিট কাটার সময় ৪৯ পয়সা দিয়ে ভ্রমণবীমা করালে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যু হলে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়া সম্ভব। হাসপাতালে ভর্তি হলে ২ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement