চেয়ার বসে কাজ করছেন ব্যক্তি, পিছন থেকে এগিয়ে আসছে বিষাক্ত সাপ! দেখুন হাড়হিম করা ভিডিও

Last Updated:

Viral Video : এবিসি নিউজ চ্যানেল সম্প্রতি এমনই একটি ভিডিও তাদের ইনস্টাগ্রামে (Australia snake crawls near man viral video) পোস্ট করেছে যা দেখে রীতিমত ভয়ে আতঙ্কে উঠছে নেটিজেনরা ৷

#সিডনি: চিড়িয়াখানায় হোক বা টিভিতে সাপ দেখলে বেশির ভাগ মানুষেরই হৃদস্পন্দন বেড়ে যায় ৷ আজকের সোশ্যাল মিডিয়ার যুগে মাঝে মধ্যেই একাধিক ভিডিও ভাইরাল হয়ে থাকে যা দেখেই গা শিউরে উঠে ৷ সম্প্রতি এমনই একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ৷ সিসিটি ফুটেজটি অস্ট্রেলিয়ার বলে জানা গিয়েছে ৷ ফুটেজে দেখা যাচ্ছে চেয়ারে বসে এক মাঝ বয়সী ব্যক্তি মন দিয়ে কাজ করছেন ৷ তার অজান্তেই পিছন থেকে এগিয়ে আসছে সাপ ৷
আমাদের জীবনে এরকম একাধিক ঘটনা ঘটে থাকে যা হয়তো ক্যামেরায় বা ছবিতে ধরা না পড়লে আমার তার উপর কখনই বিশ্বাস করতাম না ৷ এবিসি নিউজ চ্যানেল সম্প্রতি এমনই একটি ভিডিও তাদের ইনস্টাগ্রামে (Australia snake crawls near man viral video) পোস্ট করেছে যা দেখে রীতিমত ভয়ে আতঙ্কে উঠছেন নেটিজেনরা ৷ পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিওটি জিপ্সল্যান্ড, অস্ট্রেলিয়ার (Gippsland, Australia) ৷ ভিডিও-তে ম্যালকম নামে এক ব্যক্তি টেবিল চেয়ারে আরামে বসে নিজের কাজ করছিলেন ৷
advertisement
advertisement
ভিডিতে দেখা যায় ম্যালকমের পিছন থেকে একটি ভয়ঙ্কর সাপ তার দিকে এগিয়ে আসছে ৷ সাপটি বেশ অনেকটাইন লম্বা ৷ কাজে এতটাই ব্যস্ত ছিলেন ম্যালকম যে তার দিকে এগিয়ে আসা বিপদের বিষয়ে কিছুই বুঝতে পারেননি ৷ সাপটি চেয়ারে কাছে এসে ম্যালকমের পা বেয়ে ওঠতে শুরু করেতেই হুঁশ ফেরে তাঁর ৷ ম্যালকম বুঝতে পেরে চেয়ার থেকে লাফিয়ে উঠতেই সাপটি সেখান থেকে পালিয়ে যায় ৷
advertisement
View this post on Instagram

A post shared by ABC News (@abcnews)

advertisement
ম্যালকম পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন এবং জানিয়েছেন ঘটনাটি প্রায় দু’সপ্তাহের আগে ৷ ভিডিও টি আপলোড হতেই দ্রুত গতিতে সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে ৷  তিনি জানিয়েছেন ওটা একটি টাইগার স্নেক ছিল যা অত্যন্ত বিষাক্ত হয় এবং কাটলে সঙ্গে সঙ্গে প্রাণ হারাতে পারে মানুষ ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
চেয়ার বসে কাজ করছেন ব্যক্তি, পিছন থেকে এগিয়ে আসছে বিষাক্ত সাপ! দেখুন হাড়হিম করা ভিডিও
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement