Honda City, Amaze-সহ একাধিক গাড়িতে মিলছে বাম্পার ছাড়, জেনে নিন পুরো অফার সম্পর্কে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Amaze, Jazz, WR-V, City 4th-gen ও City 5th-gen এর মধ্যে সামিল রয়েছে ৷ এই সমস্ত গাড়ি এখন অনেকটাই ছাড় পাওয়া যাচ্ছে ৷
#নয়াদিল্লি: চলতি অর্থবর্ষ শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে ৷ গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি তাদের বিক্রি বাড়ানোর জন্য এই সময় একাধিক আর্কষণীয় অফার দিয়ে থাকে ৷ সম্প্রতি Honda Cars India Ltd তাদের সংস্থার বিভিন্ন মডেলের গাড়িতে বাম্পার ডিসকাউন্টের ঘোষণা করেছে ৷ ভারতীয় বাজারে Honda ৫টি গাড়ি বিক্রি করে থাকে ৷ Amaze, Jazz, WR-V, City 4th-gen ও City 5th-gen এর মধ্যে সামিল রয়েছে ৷ এই সমস্ত গাড়ি এখন অনেকটাই ছাড় পাওয়া যাচ্ছে ৷
হন্ডা অ্যামেজ -
হন্ডা অ্যামেজে বর্তমানে ৪০০০ টাকার কর্পোরেট ছাড় পাওয়া যাচ্ছে ৷ পাশাপাশি এক্সচেঞ্জে মিলছে ৬০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ৷ এছাড়া মিলছে ৫০০০ টাকার লয়েল্টি বোনাস ৷ Honda Amaze পেট্রোল ও ডিজেল দুটি ইঞ্জিনের অপশন রয়েছে ৷
advertisement
হন্ডা সিটি 4th-Gen-
ফোর্থ জেনারেশন হন্ডা সিটিতে এখনও ২০,০০০ টাকার ছাড়ের অফার পাওয়া যাচ্ছে ৷ এখানে সামিল রয়েছে ৫ হাজার টাকার লয়েল্টি বোনাস ৷ এছাড়া ৭০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৮০০০ টাকার কর্পোরেট বোনাসও পাওয়া যাচ্ছে ৷ হন্ডা সিটি কেবল ১.৫ লিটার পেট্রোল মোটরের সঙ্গে বিক্রি হয়ে থাকে ৷ সংস্থার তরফে দাবি করা হয় এই মডেল ১৭.১৪ কিলোমিটার প্রতি লিটারের হিসেবে মাইলেজ দিয়ে থাকে ৷
advertisement
হন্ডা সিটি 5th-Gen
নতুন 5th জেনারেশন সিটি দেশের মধ্যে জাপানি গাড়ি নির্মাতা সংস্থাদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল ৷ চলতি মাসে এই মডেলে ভারী ছাড় পাওয়া যাচ্ছে ৷ এখানে ১০ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট, ৫০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৮০০০ টাকার কর্পোরেট ছাড় সামিল রয়েছে ৷ পাশাপাশি সংস্থার উপরে ৫ হাজার টাকার লয়েল্টি বোনাসও দিচ্ছে ৷
advertisement
হন্ডা জ্যাজ
সংস্থার প্রিমিয়াম হ্যাচব্যাক Jazz ও চলতি মাসে ৩৩,১৫৮ টাকার অফার মিলছে ৷ এই অফারে ৪০০০ টাকার কর্পোরেট ছাড়, ৫০০০ টাকার লয়েল্টি বোনাস, ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট ও ৫০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস সামিল রয়েছে ৷ যদি এক্সচেঞ্জ করা গাড়িটি হন্ডার হয় তাহলে Jazz এর এক্স শোরুম দাম থেকে ৭০০০ টাকা ছাড় পাওয়া যাবে ৷
advertisement
হন্ডা WR-V-
এই মডেলে আপাতত ২৬০০০ টাকার ছাড় মিলছে ৷ এর মধ্যে ১০০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস, ৪০০০ টাকার কর্পোরেট ছাড়, ৫০০০ টাকার লয়েল্টি বোনাস এবং ৭ হাজার টাকার হন্ডা কার এক্সচেঞ্জ বোনাস সামিল রয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 12, 2022 8:31 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Honda City, Amaze-সহ একাধিক গাড়িতে মিলছে বাম্পার ছাড়, জেনে নিন পুরো অফার সম্পর্কে