Honda City, Amaze-সহ একাধিক গাড়িতে মিলছে বাম্পার ছাড়, জেনে নিন পুরো অফার সম্পর্কে

Last Updated:

Amaze, Jazz, WR-V, City 4th-gen ও City 5th-gen এর মধ্যে সামিল রয়েছে ৷ এই সমস্ত গাড়ি এখন অনেকটাই ছাড় পাওয়া যাচ্ছে ৷

#নয়াদিল্লি: চলতি অর্থবর্ষ শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে ৷ গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি তাদের বিক্রি বাড়ানোর জন্য এই সময় একাধিক আর্কষণীয় অফার দিয়ে থাকে ৷ সম্প্রতি Honda Cars India Ltd তাদের সংস্থার বিভিন্ন মডেলের গাড়িতে বাম্পার ডিসকাউন্টের ঘোষণা করেছে ৷ ভারতীয় বাজারে Honda ৫টি গাড়ি বিক্রি করে থাকে ৷ Amaze, Jazz, WR-V, City 4th-gen ও City 5th-gen এর মধ্যে সামিল রয়েছে ৷ এই সমস্ত গাড়ি এখন অনেকটাই ছাড় পাওয়া যাচ্ছে ৷
হন্ডা অ্যামেজ -
হন্ডা অ্যামেজে বর্তমানে ৪০০০ টাকার কর্পোরেট ছাড় পাওয়া যাচ্ছে ৷ পাশাপাশি এক্সচেঞ্জে মিলছে ৬০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ৷ এছাড়া মিলছে ৫০০০ টাকার লয়েল্টি বোনাস ৷ Honda Amaze পেট্রোল ও ডিজেল দুটি ইঞ্জিনের অপশন রয়েছে ৷
advertisement
হন্ডা সিটি 4th-Gen-
ফোর্থ জেনারেশন হন্ডা সিটিতে এখনও ২০,০০০ টাকার ছাড়ের অফার পাওয়া যাচ্ছে ৷ এখানে সামিল রয়েছে ৫ হাজার টাকার লয়েল্টি বোনাস ৷ এছাড়া ৭০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৮০০০ টাকার কর্পোরেট বোনাসও পাওয়া যাচ্ছে ৷ হন্ডা সিটি কেবল ১.৫ লিটার পেট্রোল মোটরের সঙ্গে বিক্রি হয়ে থাকে ৷ সংস্থার তরফে দাবি করা হয় এই মডেল ১৭.১৪ কিলোমিটার প্রতি লিটারের হিসেবে মাইলেজ দিয়ে থাকে ৷
advertisement
হন্ডা সিটি 5th-Gen
নতুন 5th জেনারেশন সিটি দেশের মধ্যে জাপানি গাড়ি নির্মাতা সংস্থাদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল ৷ চলতি মাসে এই মডেলে ভারী ছাড় পাওয়া যাচ্ছে ৷ এখানে ১০ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট, ৫০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৮০০০ টাকার কর্পোরেট ছাড় সামিল রয়েছে ৷ পাশাপাশি সংস্থার উপরে ৫ হাজার টাকার লয়েল্টি বোনাসও দিচ্ছে ৷
advertisement
হন্ডা জ্যাজ
সংস্থার প্রিমিয়াম হ্যাচব্যাক Jazz ও চলতি মাসে ৩৩,১৫৮ টাকার অফার মিলছে ৷ এই অফারে ৪০০০ টাকার কর্পোরেট ছাড়, ৫০০০ টাকার লয়েল্টি বোনাস, ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট ও ৫০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস সামিল রয়েছে ৷ যদি এক্সচেঞ্জ করা গাড়িটি হন্ডার হয় তাহলে Jazz এর এক্স শোরুম দাম থেকে ৭০০০ টাকা ছাড় পাওয়া যাবে ৷
advertisement
হন্ডা WR-V-
এই মডেলে আপাতত ২৬০০০ টাকার ছাড় মিলছে ৷ এর মধ্যে ১০০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস, ৪০০০ টাকার কর্পোরেট ছাড়, ৫০০০ টাকার লয়েল্টি বোনাস এবং ৭ হাজার টাকার হন্ডা কার এক্সচেঞ্জ বোনাস সামিল রয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Honda City, Amaze-সহ একাধিক গাড়িতে মিলছে বাম্পার ছাড়, জেনে নিন পুরো অফার সম্পর্কে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement