Provident Fund Interest Rate Slashed: মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ, ইপিএফে সুদের হার কমাল সরকার

Last Updated:
Provident Fund Interest Rate Slashed: করোনাকালে মুল্যবৃদ্ধির জেরে এমনিতেই নাজেহাল মধ্যবিত্ত। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে আরও মূল্যবৃদ্ধির আশঙ্কা।
1/4
চাকরিজীবী মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ। ইপিএফে সুদের হার কমে হল ৮.১ শতাংশ। যা গত ৪৪ বছরে সর্বনিম্ন। করোনা পরিস্থিতিতে দু’বছর অপরিবর্তিত ছিল কর্মচারী ভবিষ্যনিধি বা এম্লইজ প্রবিডেন্ট ফান্ডে সুদের হার। সঙ্কট কাটতেই - মধ্যবিত্ত চাকরিজীবীর সঞ্চয়ের সুদে কোপ।
চাকরিজীবী মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ। ইপিএফে সুদের হার কমে হল ৮.১ শতাংশ। যা গত ৪৪ বছরে সর্বনিম্ন। করোনা পরিস্থিতিতে দু’বছর অপরিবর্তিত ছিল কর্মচারী ভবিষ্যনিধি বা এম্লইজ প্রবিডেন্ট ফান্ডে সুদের হার। সঙ্কট কাটতেই - মধ্যবিত্ত চাকরিজীবীর সঞ্চয়ের সুদে কোপ।
advertisement
2/4
করোনা-অতিমারীর ধাক্কা সামলানোর আগেই মধ্যবিত্তের সঞ্চয়ের ভবিষ্যতে কোপ। অন্যান্য স্বল্পসঞ্চয়ের থেকে বেশি সুদ মেলে ইপিএফ-এ।  গত কয়েক বছরে অন্যান্য স্বল্প সঞ্চয়ের মতোই কমেছে ইপিএফওতে সুদের হার।
করোনা-অতিমারীর ধাক্কা সামলানোর আগেই মধ্যবিত্তের সঞ্চয়ের ভবিষ্যতে কোপ। অন্যান্য স্বল্পসঞ্চয়ের থেকে বেশি সুদ মেলে ইপিএফ-এ। গত কয়েক বছরে অন্যান্য স্বল্প সঞ্চয়ের মতোই কমেছে ইপিএফওতে সুদের হার।
advertisement
3/4
২০১৫-১৬ অর্থবর্ষে ইপিএফওর সুদের হার ছিল ৮.৮%, ২০১৬-২০১৭ তে তা কমে হয় ৮.৬৫%, পরের অর্থবর্ষে তা কমে হয়,  ৮.৫৫%,  ২০১৮-১৯ অর্থবর্ষে সামান্য বেড়ে ফের  ৮.৬৫%হয় সুদের হার, ২০১৯-২০ অর্ছবর্ষে ফের  কোপ- সুদের হার হয়  ৮.৫‍%, করোনাকালে ২০২০-২১ অর্থবর্ষে সুদের হার বদল হয়নি, এবার ফের সুদের হারে কোপ-
২০১৫-১৬ অর্থবর্ষে ইপিএফওর সুদের হার ছিল ৮.৮%, ২০১৬-২০১৭ তে তা কমে হয় ৮.৬৫%, পরের অর্থবর্ষে তা কমে হয়, ৮.৫৫%, ২০১৮-১৯ অর্থবর্ষে সামান্য বেড়ে ফের ৮.৬৫%হয় সুদের হার, ২০১৯-২০ অর্ছবর্ষে ফের কোপ- সুদের হার হয় ৮.৫‍%, করোনাকালে ২০২০-২১ অর্থবর্ষে সুদের হার বদল হয়নি, এবার ফের সুদের হারে কোপ-
advertisement
4/4
করোনাকালে মুল্যবৃদ্ধির জেরে এমনিতেই নাজেহাল মধ্যবিত্ত।  ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে আরও মূল্যবৃদ্ধির আশঙ্কা। এই পরিস্থিতিতে মরার উপর খাড়ার ঘা। ব্যাঙ্ক-ডাকঘরে জমা আমানতে সুদের হার আগেই কমেছে। এবার চারদশকে সর্বনিম্ন ইপিএফও-র সুদের হারও। মোদি সরকারের পদক্ষেপে  চিন্তা বাড়ছে  আম জনতার।
করোনাকালে মুল্যবৃদ্ধির জেরে এমনিতেই নাজেহাল মধ্যবিত্ত। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে আরও মূল্যবৃদ্ধির আশঙ্কা। এই পরিস্থিতিতে মরার উপর খাড়ার ঘা। ব্যাঙ্ক-ডাকঘরে জমা আমানতে সুদের হার আগেই কমেছে। এবার চারদশকে সর্বনিম্ন ইপিএফও-র সুদের হারও। মোদি সরকারের পদক্ষেপে চিন্তা বাড়ছে আম জনতার।
advertisement
advertisement
advertisement