Indian Railways: IRCTC ছাড়া ১০০-র বেশি ফুড প্লাজা খুলতে চলেছে ভারতীয় রেল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Indian Railways: ৮ মার্চ জারি নির্দেশ অনুযায়ী, ১৭ টি জোনাল রেলওয়েকে এরকম ইউনিট খোলার জন্য স্টেশনে খালি জায়গা ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে ৷
#নয়াদিল্লি: আয় বাড়ানোর উদ্দেশ্যে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে রেলওয়ে বোর্ড (Railway Board) ৷ জানা গিয়েছে, রেলওয়ে বোর্ড একটি নির্দেশে রেলের আয় বাড়ানোর জন্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation) থেকে আলাদা নিজেদের ফুড প্লাজা, ফাস্ট ফুড সেন্টার ও রেস্তোরাঁ খুলবে ৷
ট্রেনে ও স্টেশনে যাত্রীদের খাবার পরিষেবা দিয়ে থাকে IRCTC ৷ কিন্তু বেশ কিছু ক্ষেত্রে নিজেদের ইউনিট খুলতে সফল না হওয়ায় রেলকে বড়সড় লোকসানের মুখে পড়তে হয়েছে ৷ এর জেরে এবার এর দায়িত্ব জোনাল রেলওয়ের উপর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ৮ মার্চ জারি নির্দেশ অনুযায়ী, ১৭ টি জোনাল রেলওয়েকে এরকম ইউনিট খোলার জন্য স্টেশনের খালি জায়গা ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
রেলের আয় বৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
নির্দেশে বলা হয়েছে, আইআরসিটিসিকে বরাদ্দ করা বেশ কয়েকটি জায়গা এখনও খালি রয়ে গিয়েছে ৷ এর জেরে যাত্রীরা পরিষেবা থেকে বঞ্চিত থাকছেন এবং রেলের আয় প্রভাবিত হচ্ছে ৷ সমস্ত দিক বিবেচনা করে এবার জোনাল রেলওয়ের মাধ্যমে রেলওয়ে স্টেশনে যে খালি জায়গা পড়ে রয়েছে সেখানে ফুড প্লাজা, ফাস্ট ফুড সেন্টার ও রেস্তোরাঁ খোলার অনুমতি চাওয়া হয়েছে ৷
advertisement
সূত্রের খবর অুযায়ী, ১০০-১৫০ আউটলেট খোলার যোজনা রয়েছে রেলওয়ে বোর্ডের ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2022 7:33 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: IRCTC ছাড়া ১০০-র বেশি ফুড প্লাজা খুলতে চলেছে ভারতীয় রেল