Home » Photo » business » 7th Pay Commission: কর্মীদের জন্য বিরাট উপহার! ৩% DA-DR বৃদ্ধি, এরিয়ার নিয়ে বড় আপডেটও
7th Pay Commission: কর্মীদের জন্য বিরাট উপহার! ৩% DA-DR বৃদ্ধি, এরিয়ার নিয়ে বড় আপডেটও
7th Pay Commission: এবার থেকে ওড়িশার রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতই ৩১ শতাংশ করে ডিএ পাবেন বিরাট ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক
7th Pay Commission Update: সরকারি কর্মীদের জন্য বিরাট বড় খবর (7th Pay Commission Latest News) ৷ ফের একবার কর্মীদের ডিএ-ডিআর (DA DR Hike) বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ এই বৃদ্ধি ১ জুলাই ২০২১ থেকেই কার্যকর হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 10
আগেই কেন্দ্রীয় সরকার করমীদের ডিএ বৃদ্ধি করে ৩১ শতাংশ করেছিল ৷ এই ক্রমানুযায়ী ওড়িশা সরকার (Odisha State Government), কর্মচারীদের ডিএ-ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 10
এবার থেকে ওড়িশার রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতই ৩১ শতাংশ করে ডিএ পাবেন ৷ প্রতীকী ছবি ৷
4/ 10
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৷ সিএমওর তরফ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷ এরফলে প্রায় ৭.৫ লক্ষ ওড়িশার রাজ্য সরকারি কর্মীরা উপকৃত হবেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 10
একই সঙ্গে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশে কর্মীদের ৩০ শতাংশ বকেয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার (Odisha Government) ৷ কর্মচারীদের বেতন জানুয়ারি থেকে ২০১৬ থেকে অগাস্ট ২০১৭ পর্যন্ত বেতনের ৫০ শতাংশ বকেয়া (50% DA Arrear) পাবেন ৷ প্রতীকী ছবি ৷
6/ 10
এই প্রকল্পের লাভ সরাসরি রাজ্যের ৬ লক্ষ কর্মীরা পাবেন ৷ ফলত নতুন বছর পড়তে না পড়তেই মেগা বাম্পার খবর কর্মীদের উজ্জীবিত করেছে ৷ প্রতীকী ছবি ৷
7/ 10
রাজ্য সরকারের পক্ষ থেকে এটি জানানো হয়েছে যে বর্ধিত ডিএ (DA Hike) কর্মীদের বেসিক স্যালারির ৩১ শতাংশ হয়েছে ৷ এই বৃদ্ধি কার্যকর হতে চলেছে ১ জুলাই ২০২১ থেকেই কার্যকর হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 10
অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করতে পারে নরেন্দ্র মোদি সরকার ৷ AICPI-এর সূচকের ভিত্তিতে দেখতে গেলে বলতে হবে যে ডিসেম্বর ২০২১ থেকে মহার্ঘ ভাতা (Dearness allowance) ৩৪ শতাংশ পর্যন্ত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
9/ 10
অর্থাৎ হিসাব অনুযায়ী বলতে গেলে বলা যেতে পারে যে ৩ শতাংশ ডিএ ইতিমধ্যেই বৃদ্ধি হয়েছে ৷ আশা করা হচ্ছে খুবই দ্রুততার সঙ্গে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে ফলে কর্মীদের জন্য বড় খবর হোলির আগেই আসতে পারে ৷ প্রতীকী ছবি ৷
10/ 10
যদি ডিএ বাড়ে সেক্ষেত্রে তা জানুয়ারি ২০২২ থেকেই কার্যকর হবে ৷ তবেই ডিএ মূল বেতন বা বেসিক স্যালারির ৩৪ শতাংশ হবে ৷ প্রতীকী ছবি ৷