Science: বাংলার মুকুটে নয়া পালক, ফের নজরে দুই বাঙালি বিজ্ঞানী! গবেষণায় যা মিলল চমকে যাবেন

Last Updated:

Science: বাংলার মুকুটে নয়া পালক। দুই বাঙালি বিজ্ঞানী মহাকাশে খুঁজে পেলেন ডাই-থাইওফর্মিক অ্যাসিড নামে বিরল এক অণু। কী এটি?

যুগান্তকারী আবিষ্কার
যুগান্তকারী আবিষ্কার
পশ্চিম মেদিনীপুর: কয়েকদিন আগে একদল বাঙালি বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন মহাবিশ্বের দৈত্যাকার রেডিও গ্যালাক্সি। এবার আবার বাংলার মুকুটে নয়া পালক। দুই বাঙালি বিজ্ঞানী মহাকাশে খুঁজে পেলেন ডাই-থাইওফর্মিক অ্যাসিড নামে বিরল এক অণু। যা মহাকাশ বিজ্ঞানে এক আলোড়ন সৃষ্টি করেছে।
এই আবিষ্কার যুগান্তকারী বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। দুই বাঙালি মহাকাশ বিজ্ঞানী মহাকাশে প্রথমবার খুঁজে পেলেন ‘ডাই-থাইওফর্মিক অ্যাসিড’ (HCSSH/Dithioformic Acid) নামে বিরল এক অণু (Molecule)। যা জ্যোতির্বিজ্ঞানে এক উল্লেখযোগ্য আবিষ্কার। সম্প্রতি, “আমেরিকান কেমিক্যাল সোসাইটি”-র ‘আর্থ এন্ড স্পেস কেমিস্ট্রি’ নামক এক আন্তর্জাতিক জার্নালে এই উল্লেখযোগ্য আবিষ্কারটি সম্বন্ধে প্রকাশিত হয়েছে। মহাকাশে রাসায়ানিক রহস্যের উপর আলোকপাত করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ওজন কমিয়ে এখন একেবারে ছিপছিপে বিদ্যা বালন, কীভাবে হল? জানুন নায়িকার ‘অ্যান্টি-ইনফ্ল্যামেটরি’ ডায়েট
জানা গিয়েছে, ডাই-থাইওফর্মিক অ্যাসিড (HCSSH) হলো মহাকাশে খুঁজে পাওয়া প্রথম অণু যেটি দুটি সালফার পরমাণু নিয়ে গঠিত। চিলির মরুভূমিতে অবস্থিত আটাকামা লার্জ মিলিমিটার অ্যারে টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা এই বিরল অণুটি NGC 1333 IRAS 4A2 নামক এক স্টার ফর্মাশন রিজিওন থেকে খুঁজে পেয়েছেন। এই স্টার ফর্মাশন রিজিওনটি পৃথিবী থেকে এক হাজার আলোকবর্ষ দূরে এম্ব্রায়ো নীহারিকার (NGC 1333) মধ্যে অবস্থিত।
advertisement
advertisement
ডাই-থাইওফর্মিক অ্যাসিড হলো কার্বন, হাইড্রোজেন এবং সালফার পরমাণু সমন্বিত জটিল প্রিবায়োটিক অণুগুলোর মধ্যে একটি। বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) অধীন মেদিনীপুর সিটি কলেজের (Midnapore City College) পদার্থবিদ্যা (Physics) বিভাগের প্রধান (HOD) ড. সব্যসাচী পালের নেতৃত্বে মেদিনীপুর সিটি কলেজের পি.এইচ.ডি স্কলার অরিজিৎ মান্না গবেষণাটিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। এর আগেও একাধিক গবেষণায় সফলতা জুটেছে।
advertisement
আরও পড়ুন: শারীরিক মিলনের ঠিক আগে ও পরে কি প্রস্রাব করা উচিত? জানুন চিকিৎসকের মত! ‘এই’ ভুলেই নষ্ট কত পরিবার
এই গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন স্টার ফর্মাশন রিজিওনের উষ্ণ অঞ্চল এই অণুটি তৈরি হওয়ার আদর্শ স্থান। উল্লেখযোগ্য হল, ডাই-থাইওফর্মিক অ্যাসিডে (HCSSH) থাইওল (-SH) গ্রুপ রয়েছে, যা সিস্টাইনের একটি মূল উপাদান (OOC−CH(−NH2)−CH2−SH)। সিস্টাইন হল থাইওল (-SH) গ্রুপ যুক্ত একটি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড। প্রোটিন এবং কোলাজেন তৈরির জন্য সিস্টাইন একটি গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড যা নখ, ত্বক এবং চুলের প্রধান প্রোটিন এবং এটি ত্বকের স্থিতিস্থাপকতা এবং গঠনকেও প্রভাবিত করে।
advertisement
মহাকাশে ডাই-থাইওফর্মিক অ্যাসিডের উপস্থিতি থেকে অনুমান করা যায় যে সালফার যুক্ত যৌগ সিস্টাইন এবং অন্যান্য অ্যামিনো অ্যাসিডের সম্ভাব্য অগ্রদূত আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের (ISM/Interstellar medium) মধ্যে বিদ্যমান। বিজ্ঞানীদের দাবি, NGC 1333 অঞ্চলে হাইড্রোজেনের তুলনায় HCSSH-এর প্রাচুর্য দশ কোটি ভাগের এক ভাগ মাত্র। গবেষণাটির মাধ্যমে দেখা যায় যে, এই অণুটি যে অঞ্চল থেকে পাওয়া গিয়েছে তার তাপমাত্রা 255 K; যার অর্থ অণুটি NGC 1333 IRAS 4A2 এর উষ্ণ অভ্যন্তরীণ অংশ থেকে উদ্ভূত। রাসায়নিক মডেলিংয়ের পর বিজ্ঞানীরা দেখতে পান যে, অণুটি মহাকাশে CSSH এবং হাইড্রোজেন (H) এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরিহয়।
advertisement
অরিজিৎ মান্না এবং ড. সব্যসাচী পাল ব্যাখ্যা করেছেন, “মহাকাশে ডাই-থাইওফর্মিক অ্যাসিডের আবিষ্কার মহাবিশ্বে প্রাণের উৎস নিয়ে প্রয়োজনীয় আলোকপাত করে। মহাবিশ্বের রাসায়নিক বিবর্তন সম্পর্ক বোঝার জন্য এই আবিষ্কারের গভীর প্রভাব রয়েছে। আবিষ্কারটি এই ধারণাকে সমর্থন করে যে, জীবন সৃষ্টির জন্য যে অণুগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো মহাকাশে সৃষ্টি হয়ে ধূমকেতু বা উল্কাগুলির মাধ্যমে পৃথিবীতে পৌঁছতে পারে। ডাই-থাইওফর্মিক অ্যাসিড সনাক্তকরণ মহাকাশে ঘটে যাওয়া জটিল রসায়ন সম্পর্কে আমাদের জ্ঞানকে সম্প্রসারিত করে।”
advertisement
তাঁদের মতে, এই বিষয়ে ভবিষ্যতে আরও গবেষণা জৈবিক ভাবে প্রাসঙ্গিক অণু গঠনে ডাই-থাইওফর্মিক অ্যাসিডের ভূমিকার রহস্য উন্মোচন করবে। সেই সঙ্গে, এই অগ্রগামী গবেষণা আন্তঃনাক্ষত্রিক রসায়ন এবং মহাবিশ্বে জীবনের উৎসর মধ্যে সংযোগ অন্বেষণের জন্য নতুন পথ উন্মুক্ত করবে। স্বাভাবিকভাবে এই যুগান্তকারী আবিষ্কার যে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য আবিষ্কার তা বলার অপেক্ষা রাখে না।
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Science: বাংলার মুকুটে নয়া পালক, ফের নজরে দুই বাঙালি বিজ্ঞানী! গবেষণায় যা মিলল চমকে যাবেন
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement