Success Story: ২ কোটি টাকার জ্যাকপট! ক্লাস টুয়েলভে কম নম্বর পেয়েও স্বপ্নপূরণ! ভেঙে পড়েননি, লড়াই করে যুবক পেলেন বড় চাকরি
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Success Story- ঝাড়খণ্ডের শিবম রাজ তাঁর কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে প্রমাণ করেছেন যে, একবার ব্যর্থতার পরেও হাল ছেড়ে দেওয়া উচিত নয়। বরং নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় সংকল্প বজায় রাখা উচিত।
কলকাতা : ঝাড়খণ্ডের শিবম রাজ তাঁর কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে প্রমাণ করেছেন যে, একবার ব্যর্থতার পরেও হাল ছেড়ে দেওয়া উচিত নয়। বরং নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় সংকল্প বজায় রাখা উচিত। তাতেই সাফল্য সুনিশ্চিত হয়।
ঝাড়খণ্ডের গুমলা জেলার সালেগুটু গ্রামের বাসিন্দা শিবম গুগলে প্রায় ২ কোটি টাকার বার্ষিক প্যাকেজ পেয়েছেন। কিন্তু এখানে পৌঁছানোর এই যাত্রা সহজ ছিল না। দ্বাদশ শ্রেণীতে কম নম্বর পাওয়ার পরেও তিনি হাল ছাড়েননি। যার ফলস্বরূপ আজ তিনি একটি বড় জায়গায় দাঁড়িয়ে আছেন।
দ্বাদশ শ্রেণীতে ভাল নম্বর পাননি। আসলে শিবম দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রত্যাশিত নম্বর পাননি। যার কারণে তিনি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রয়োজনীয় জেইই অ্যাডভান্সড পরীক্ষা দিতে পারেননি। তিনি মাত্র ৭৪% নম্বর পান। এর কারণে তিনি আইআইটির মতো প্রতিষ্ঠানে যেতে পারেননি।
advertisement
advertisement
এই ব্যর্থতায় হতাশ হওয়ার পরিবর্তে শিবম আরও এক বছর পড়াশোনা করার সিদ্ধান্ত নেন। তাঁর কঠোর পরিশ্রম সার্থক হয় এবং পরের বার তিনি দ্বাদশ শ্রেণীতে ৮৬% নম্বর পান। এরপর তিনি জেইই মেইন এবং জেইই অ্যাডভান্সড উভয় পরীক্ষাতেই সাফল্যের সঙ্গে পাস করেন।
আরও পড়ুন- ভারতে আগে ‘১০টা’ বাজে নাকি পাকিস্তানে…? ‘অধিকাংশই চুলকোচ্ছেন মাথা, আপনি বলুন তো?
বিআইটি মেসরা থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। শিবম রাঁচির জেভিএম শ্যামলী স্কুলে পড়াশোনা করেন এবং ২০২১ সালে বিআইটি মেসরা থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক ডিগ্রি অর্জন করেন। ক্যাম্পাস প্লেসমেন্টে তিনি ৫২ লাখ টাকার দুর্দান্ত প্যাকেজ পান। এর পর দুই বছর ফ্রন্টএন্ড ডেভেলপার হিসেবে কাজ করে তিনি তাঁর কারিগরি দক্ষতা আরও জোরদার করেন।
advertisement
তার পর তিনি আমহার্স্টের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেন। পড়াশোনার সময় তিনি গুগলের কেরিয়ার পোর্টালের মাধ্যমে চাকরির জন্য আবেদন করেন এবং চারটি ইন্টারভিউয়ের পর এই বড় সাফল্য পান।
শিবম বিশ্বাস মনে করেন, ব্যর্থতা আসলে আমাদের উন্নতি করার সুযোগ দেয়। তাঁর মতে, সাফল্যের মন্ত্র হল ক্রমাগত শিখতে থাকা এবং প্রতিদিন নতুন কিছু শেখা। শিবমের বাবা রাজকুমার ওহদার অধ্যাপনা করেন এবং মা ড. অর্চনা কুমারীও অধ্যাপক। তাঁর পরিবার বর্তমানে রাঁচির আরগোরা এলাকায় বাস করে।
advertisement
দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৭৪ শতাংশ নম্বর পাওয়া খারাপ ফলাফল নয়। তবে শিবম হাল না ছেড়ে দিয়ে একটি দুর্দান্ত উদাহরণ স্থাপন করেছেন। নিজের স্বপ্ন ত্যাগ করার পরিবর্তে তিনি আরও একবার চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর গল্প সেই সমস্ত যুবক যুবতীদের জন্য একটি দুর্দান্ত অনুপ্রেরণা, যাঁরা জীবনে ছোট ছোট ব্যর্থতায় হতাশার সম্মুখীন হন।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 8:53 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Success Story: ২ কোটি টাকার জ্যাকপট! ক্লাস টুয়েলভে কম নম্বর পেয়েও স্বপ্নপূরণ! ভেঙে পড়েননি, লড়াই করে যুবক পেলেন বড় চাকরি